মুম্বই রোডে ৪ ডিজে-কে মারধর, গাড়ি ভাঙচুর
|
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
অনুষ্ঠান সেরে ফেরার সময়ে মুম্বই রোডে দুষ্কৃতীদের হাতে মার খেলেন কলকাতার চার ‘ডিস্ক জকি’ (ডিজে)। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িটি। বৃহস্পতিবার রাতে উলুবেড়িয়ার বীরশিবপুরের ওই ঘটনায় জড়িত অভিযোগে শুক্রবার রহিম মোল্লা নামে এক যুবককে ধরেছে পুলিশ। তার বাড়ি উলুবেড়িয়ার জগদীশপুরে। হাওড়া জেলা পুলিশের এক কর্তা বলেন, “নতুন মোটরবাইক কিনে কিছু দুষ্কৃতী কোলঘাটের ধাবায় খানাপিনা করেছিল। তারাই ওই কাণ্ড ঘটায় বলে মনে হচ্ছে। বাকিদের ধরতে তল্লাশি চলছে।” ‘ডিজে’দের ওই দলটির নেতা সুদীপ্ত ঘোষ বলেন, “মুম্বই রোড ধরে আমরা বহু বার দিনে-রাতে যাতায়াত করেছি। এমন অভিজ্ঞতা প্রথম হল। আতঙ্কে আছি।” ওই দলে সুদীপ্ত ছাড়াও দুই মহিলা ও এক পুরুষ ‘ডিজে’ ছিলেন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় অনুষ্ঠান সেরে রাত সাড়ে ৯টা নাগাদ তাঁরা কোলাঘাটে একটি ধাবায় খেতে ঢোকেন। তখন সেখানে জনা ছয়েক যুবক খাওয়া-দাওয়া এবং মদ্যপান করছিল। রাত ১১টা নাগাদ ‘ডিজে’রা গাড়িতে উঠে কলকাতার উদ্দেশে রওনা হলে তিনটি নতুন মোটরবাইকে ওই ছয় যুবক পিছু নেয়। বাইক তিনটিতে নম্বরপ্লেটও ছিল না। বীরশিবপুরের কাছে মুম্বই রোড সম্প্রসারণের কাজ চলছে। দুষ্কৃতীরা সেখানেই ‘ডিজে’দের গাড়িটি আটকায়। প্রথমে চালককে এবং তার পরে আরোহীদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টাও হয়। দুষ্কৃতীরা সুদীপ্তবাবুর মোবাইলটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। সুদীপ্তবাবুদের চিৎকারে লোকজন চলে এলে দুষ্কৃতীরা পালায়। তবে পালানোর সময়ে তারা একটি মোবাইল ফোন ফেলে যায়। পুলিশ সূত্রের দাবি, সেই মোবাইলের সূত্র ধরেই রহিমকে গ্রেফতার করা হয়। সুদীপ্ত বলেন, “ওরা ধাবাতেই আলাপ জমানোর চেষ্টা করেছিল। আমরা গুরুত্ব দিইনি। কেন মারধর করল, বুঝলাম না। ” |