|
|
|
|
চিনা আগ্রাসনের তত্ত্ব উড়িয়ে দিলেন অ্যান্টনি |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের কোনও অংশ চিনের দখল করার প্রশ্নই ওঠে না, আজ লোকসভায় জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। লাদাখ সীমান্ত দিয়ে ভারতে ঢুকে ৬৪০ বর্গ কিলোমিটার চিনা সেনারা দখল করে রেখেছে বলে কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। এ নিয়ে আজ উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যাণ্টনির বিবৃতি দাবি করেন বিরোধী বিজেপি ও সরকারেরই শরিক সমাজবাদী পার্টি। অ্যাণ্টনি চিনা আগ্রাসনের তত্ত্ব খারিজ করে দিলেও তাতে তুষ্ট হননি সাংসদরা। পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে সভা এক ঘণ্টার জন্য মুলতুবি করে দেন স্পিকার
মীরা কুমার।
গত মাসের ২ তারিখ লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের সভাপতি শ্যাম সারনকে। সংবাদ মাধ্যমের খবর, সারন তাঁর রিপোর্টে জানিয়েছিলেন লাদাখ সীমান্তে ভারতীয় সেনারা পৌঁছতেই পারছে না, দৌলত বেগে ভারতীয় সেনাবাহিনীকে টহল দিতেও বাধা দিয়েছে চিনের সেনারা। অ্যাণ্টনি এ দিন অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দেশকে সুরক্ষিত রাখতে সব রকম পদক্ষেপ করা হয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী জানান, সারন তাঁর রিপোর্টে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, মোবাইল পরিষেবা ভাল করা, আইন-শৃঙ্খলা রক্ষায় জোর দিয়েছেন। রিপোর্টে চিনের আগ্রাসন নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা একেবারেই ভিত্তিহীন, মন্তব্য করেন অ্যাণ্টনি। যদিও তাঁর এই দাবি মানতে চাননি বিজেপি ও সমাজবাদী পার্টির নেতারা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন সপা সাংসদরা। ক্ষোভ চেপে রাখতে পারেননি ইউপিএ-র শরিক মুলায়ম সিংহ যাদব। কাজের কাজ কিছুই করে উঠতে পারল না, এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকারই নেই জানিয়েছেন তিনি। |
|
|
|
|
|