তথ্যপ্রযুক্তি শিল্পতালুকের বেহাল রাস্তা মেরামতিতে অবশেষে নড়েচড়ে বসলেন নবদিগন্ত শিল্পনগরী কর্তৃপক্ষ। রাস্তা ঢেলে সাজাতে ১৬ কোটি টাকার প্রস্তাব নিয়েছে সংস্থা। সম্প্রতি এ নিয়ে আনন্দবাজারে খবর প্রকাশিত হয়। তার পরেই এই সিদ্ধান্ত।
শুক্রবার নবদিগন্তে এক বিশেষ বৈঠকের পরে সংস্থার চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “শিল্পতালুকের ভাবমূর্তির কথা বিবেচনায় রেখে রাস্তা ঢেলে সাজার প্রস্তাব গ্রহণ করেছি। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। শীতকালীন মরসুমের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে।”
এ বছরের বর্ষায় পাঁচ নম্বর সেক্টরের একাধিক রাস্তায় পিচ উঠে গিয়ে ছোট-বড় বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার রাস্তা ভেঙে গিয়েছিল। শিল্পতালুকের কর্মীদের অভিযোগ ছিল, প্রতিনিয়ত যে এলাকার সঙ্গে আন্তর্জাতিক স্তরে যোগাযোগ থাকে, সেখানে রাস্তার এমন দশা হবে কেন? যে ভাবে গাড়ির চাপ বাড়ছে, তা ভেবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় উন্নত মানের রাস্তা তৈরি হচ্ছে না কেন? অবস্থার গুরুত্ব বিবেচনা করেই এ দিন বিশেষ বৈঠকে বসেন চেয়ারম্যান-সহ অন্যান্য আধিকারিকরা। ঠিক হয়, শুধু সামান্য তাপ্পি দেওয়া নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। সে অনুযায়ী মোট ১৬ কোটি টাকার প্রস্তাব নেওয়া হয়েছে। |
জলমগ্ন শিল্পতালুক। —ফাইল চিত্র |
আগেই শিল্পতালুকের বেশ কিছু রাস্তা ম্যাস্টিক অ্যাসফল্টে মোড়া হয়েছিল। দেখা গিয়েছে, সে সব রাস্তা তুলনায় কম ক্ষতিগ্রস্ত হয়েছে। সে অভিজ্ঞতার নিরিখে এ বার অধিকাংশ রাস্তাই ম্যাস্টিক অ্যাসফল্টের করা হবে। সূত্রের খবর, ম্যাস্টিক অ্যাসফল্টের রাস্তা তৈরিতে বিপুল পরিমাণ খরচ হয়। তাই আর্থিক অবস্থা বিবেচনা করতে কিছুটা সময় লেগেছে। তবে দিন পনেরোর মধ্যেই টেন্ডারের কাজ সম্পূর্ণ হবে বলে জানান আলাপনবাবু। নবদিগন্ত অবশ্য জানিয়েছে, যে সব রাস্তায় অন্যান্য সরকারি দফতরের কাজের জেরে বেশি খোঁড়াখুঁড়ি করা হয়, সেগুলির ক্ষেত্রে ম্যাস্টিক অ্যাসফল্ট হবে না।
নবদিগন্তের সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত মানের রাস্তা তৈরির কাজ হবে দু’ভাগে। প্রথম পর্যায়ে বোলার্স ডেন থেকে এসডিএফ হয়ে নয়াপট্টি পর্যন্ত ২.৭ কিলোমিটার, উইপ্রো মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত দেড় কিলোমিটার ও ওয়েবেল ভবন থেকে ওয়েবেল গেট পর্যন্ত ৫০০ মিটার ম্যাস্টিক অ্যাসফল্টের রাস্তা করা হবে। ব্যয় ধরা হয়েছে আট কোটি টাকা। অন্য দিকে, দ্বিতীয় পর্যায়ে বেনফিশ মোড় থেকে টেকনো, ইনফিনিটি থেকে ফায়ার ব্রিগেড, উইপ্রো মোড়ের অপর প্রান্ত থেকে আরএস সফটওয়্যার পর্যন্ত রাস্তার জন্য বরাদ্দ ধরা হয়েছে ৫ কোটি টাকারও বেশি।
এ ছাড়া, অন্যান্য রাস্তার ক্ষেত্রে অবশ্য সাধারণ মেরামতির কাজ করা হবে। সে ক্ষেত্রে ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা। ম্যাস্টিক অ্যাসফল্টের রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য ৩ বছর ও অন্যান্য রাস্তার ক্ষেত্রে ১ বছরের জন্য ভারপ্রাপ্ত ঠিকাদারদের সঙ্গে চুক্তিও করা হবে বলে নবদিগন্ত সূত্রের খবর।
|