|
|
|
|
মোর্চার বিরুদ্ধে অভিযোগ |
পাহাড়ে লেপচা এবং তৃণমূল নেতাদের হুমকি |
কিশোর সাহা • শিলিগুড়ি |
গোর্খা জনমুক্তি মোর্চার বন্ধ উপেক্ষা করে কালিম্পঙে ভিড়ে ঠাসা সমাবেশের পর থেকেই লেপচা সংগঠন ও তৃণমূল নেতাদের একাংশকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, বুধবার জোড়বাংলো থানা এলাকায় লেপচা সংগঠনের অন্যতম নেতা ভুপেন্দ্র লেপচার বাড়ির সামনে হুঁশিয়ারি দিয়ে একাধিক পোস্টারও পড়েছে। কালিম্পং ব্লক তৃণমূল সভানেত্রী নমিতা গৌতমকেও হুমকি দিয়ে ফোন করা হয়েছে। পাহাড়ের লেপচা সংগঠন ও তৃণমূলের আরও কিছু নেতাকে শাসানো হচ্ছে বলেও অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। তবে প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির গিয়েছে মোর্চার বিরুদ্ধে।
কালিম্পঙের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভাগ্য বিধাতা’ বলে সম্মান দিয়েছে যে সংগঠন, সেই ‘ইন্ডিজেনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে সংগঠনের নেতাদের হুমকি দেওয়া সংক্রান্ত বার্তা গিয়েছে মহাকরণেও। যে খবর পেয়ে মহাকরণ থেকে বার্তা পাঠিয়ে সতর্ক করা হয়েছে মোর্চাকে। সরকারি সূত্রের খবর, লেপচা উন্নয়ন পর্ষদের কাজে কোনও বাধা দেওয়ার চেষ্টা করলে কিংবা লেপচা সংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখালে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “লেপচারা অত্যন্ত শান্তিপ্রিয়। মুখ্যমন্ত্রী তাঁদের জন্য উন্নয়ন পর্ষদ গড়ে দেওয়ায় তাঁরা নিজেদের ভাষা-সংস্কৃতির উন্নতির সুযোগ পেয়েছেন। কেউ ভয় দেখিয়ে, হুমকি দিয়ে সে কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করবে।” পাহাড়ের তৃণমূল নেতাদের যে হুমকি দেওয়া হচ্ছে, তার মোকাবিলা তাঁরা রাজনৈতিক ভাবেই করবেন বলে গৌতমবাবু জানিয়ে দিয়েছেন।
মোর্চার তরফে সহ-সভাপতি প্রদীপ প্রধান অবশ্য দাবি করেন, “আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। সে জন্য লেপচাদের অনুষ্ঠানে যেতে কাউকে বাধা দেওয়া হয়নি। তা হলে কেন পোস্টার সাঁটতে যাব বা হুমকি দিতে যাব? এটা একেবারেই ভিত্তিহীন অভিযোগ।” তাঁর সংযোজন, “আমাদের মনে হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র। আমরা পাহাড়ে অশান্তির চেষ্টা করছি, এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে।”
পুলিশের কিন্তু দাবি, লেপচা সংগঠনের নেতার বাড়ির সামনে পোস্টার সাঁটানো ও হুমকি দেওয়ার ঘটনায় মোর্চা নেতা-কর্মীদের একাংশই জড়িত বলে স্পষ্ট তথ্য মিলেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ জোড়বাংলো এলাকা থেকে দু’জন মোর্চা সমর্থককে পোস্টার সাঁটানোর অভিযোগে গ্রেফতার করেছে। মোর্চার কালিম্পঙের সহ-সভাপতি টিকারাম পোখরেলকেও পুলিশ হুমকি দেওয়া-সহ নানা পুরানো মামলায় ধরেছে। উপরন্তু, কালিম্পঙের সভা থেকে ফেরার পথে তৃণমূলের পাহাড় শাখার কর্মী রাম সুব্বার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে পুলিশ আরও আট জনকে গ্রেফতার করেছে। দার্জিলিঙের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “অভিযোগ পেয়েই ১১ জন সন্দেহভাজনকে ধরা হয়েছে। দার্জিলিঙের বাইরে কয়েকজন গা ঢাকা দিয়েছেন বলে খবর রয়েছে। আরও কয়েক জনকে খোঁজা হচ্ছে।”
মোর্চার অন্দরের খবর, লেপচাদের উন্নয়ন বোর্ড নিয়ে আপত্তি থাকলেও তা নিয়ে দলের নেতা-কর্মীদের কোনও প্ররোচনায় পা না দেওয়ার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি বিমল গুরুঙ্গ। দলের সিংমারি অফিস থেকে কালিম্পং ও জোড়বাংলো এলাকার নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে। তবে, মোর্চার কট্টরপন্থী নেতৃত্বের অনুগামীদের একাংশ যে মাথা গরম করে ফেলে মাঝেমধ্যে গোলমালে জড়িয়ে পড়ছেন, সে কথা একান্তে কবুল করছেন এক মোর্চা নেতা। তাই মুখ্যমন্ত্রীর কালিম্পঙের অনুষ্ঠানের পরে সেবকের কাছে লাটপাংচার এলাকায় তৃণমূল কর্মীকে মারধরের ঘটনার পরে মোর্চা নেতারা দলীয় পর্যায়ে খোঁজখবরও নিয়েছেন। মোর্চার এক নেতার দাবি, কিছু এলাকায় নানা কৌশলে উসকানি দিয়ে দলের কর্মীদের খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে বলে তাঁরা খবর পাচ্ছেন। তাই মোর্চা সভাপতি সকলকে মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ জানিয়ে
বার্তা দিয়েছেন।
এ দিকে, মদন তামাং হত্যা মামলায় যে পাঁচ অভিযুক্তের জামিন কলকাতা হাইকোর্ট নাকচ করেছে, তাঁরা সকলেই বৃহস্পতিবার দুপুরে দার্জিলিং জেলা আদালতে আত্মসমর্পণ করেন। গত ৮ অগস্ট ওই পাঁচ জনের জামিন খারিজ করে দেয় হাইকোর্ট। ওই পাঁচ জনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর সেই আবেদনের শুনানি হওয়ার কথা।
|
পুরনো খবর: পাহাড়ে স্বাগত মমতা, মুখরক্ষা চাইছে মোর্চাও |
|
|
|
|
|