টুকরো খবর
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরির উদ্বোধন
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের নতুন ল্যাবরেটরি উদ্বোধন হল বৃহস্পতিবার। এ দিনই একটি গ্রন্থাগারেরও উদ্বোধন হয়। উদ্বোধন করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান কার্তিকচন্দ্র পাল। কয়েক বছর ধরে বিভাগটি চালু হলেও নিজেদের কোনও ল্যাবরেটরি ছিল না। ফলে অন্য বিভাগে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হত। ফলে পড়ুয়াদের নানা সমস্যায় পড়তে হত। কারণ, ছাত্রছাত্রীরা নিজেদের খুশি মতো ল্যাবরেটরি ব্যবহার করতে পারতেন না। সংশ্লিষ্ট বিভাগের ছাত্রছাত্রীদের কাজ শেষেই তাঁরা ব্যবহার করতে পারতেন। এ দিন ৪০টি কম্পিউটার নিয়ে নতুন ল্যাবরেটরি তৈরি হওয়ায় বেজায় খুশি ওই বিভাগের ছাত্র তথা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা সংসদের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মোল্লা। তাঁর কথায়, “বিভাগের নিজস্ব ল্যাবরেটরি করার জন্য আমরা দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছিলাম। তা পেয়ে ভীষণ ভাল লাগছে। এ বার আমরা খুবই উপকৃত হব।” এ দিনই গ্রন্থাগারেরও উদ্বোধন হয়েছে।

নন্দকুমারের যুবকের দেহ
পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কুমরআড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অসিত দে (৩৮)। পেশায় ভ্যানরিকশা চালক ওই ব্যক্তি বুধবার রাতে বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে গ্রামেরই এক পুকুরে তাঁর ভ্যানরিকশা ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে গ্রামবাসীরা পুকুরে জাল টেনে অসিতবাবুর দেহের সন্ধান পায়। খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। অসিতবাবুকে খুন করে তাঁর দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। অন্য দিকে এ দিনই নন্দকুমার থানার খঞ্চি এলাকার বেতালদিঘি গ্রামের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি গাছে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। যুবকের পরিচয় জানা যায়নি।

তলিয়ে নিখোঁজ
নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। নাম বংশী পাল (৫৬)। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে কেশপুরের শিরসা অঞ্চলের মাইপুরে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি যখন একটি সাঁকোর উপর দিয়ে পার হচ্ছিলেন, তখনই কুবাই নদীর জলে পড়ে যান। খবরে পেয়ে স্থানীয় কয়েকজন উদ্ধার কাজ শুরু করেন। ডুবুরিও নামানো হয়। তবে এদিন রাত পর্যন্ত খোঁজ মেলেনি। ব্লক প্রশাসন জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির খোঁজ চলছে। ক’দিন আগে জেলায় অতিবৃষ্টি হয়। ফলে, কুবাই নদীর জলও বেড়েছে। তারমধ্যেই নদী পার হতে গিয়ে এই দুর্ঘটনা।

প্রশাসনিক সভায় আসছেন মুখ্যমন্ত্রী
বন্যা দুর্গতদের হাতে সরকারি সাহায্য তুলে দিতে আগামী ১৩ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। পাঁশকুড়ার মেচগ্রাম হাইস্কুল সংলগ্ন ময়দানে ওই দিন প্রশাসনিক ভাবে আয়োজিত সভায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, তমলুক ও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের হাতে সরকারি সাহায্য তুলে দেবেন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল বলেন, “মুখ্যমন্ত্রীর সফরের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

পুরনো খবর:
যুব বিজ্ঞান মেলা
জেলা যুব কল্যাণ দফতরের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা হচ্ছে মহিষাদল গার্লস কলেজে। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন জেলা যুবকল্যাণ আধিকারিক অসীমকুমার পাল, অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) সুমন হাওলাদার প্রমুখ। আজ, শুক্রবারও মেলা চলবে। কলেজের অধ্যক্ষ উৎপল উত্থাসিনী জানান, বিবেকানন্দ সেমিনার হল ও কয়েকটি ঘরে কৃষি, শক্তি, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি বিষয়ে মডেল ও পোস্টার প্রদর্শনী চলছে।

মাদার স্মরণে
মাদার টেরিজার মৃত্যু দিবস পালিত হল মেদিনীপুর শহরের শরৎপল্লিতে। বৃহস্পতিবার মেদিনীপুর মাদার টেরিজা নগর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শরৎপল্লি মাদার টেরিজা শিশু উদ্যানে মাদারকে স্মরণ করা হয়। মোমবাতি জ্বালিয়ে পুস্পস্তবক দিয়ে মাদারকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে মাদার টেরিজার কর্ম ও জীবন নিয়ে বক্তব্য রাখেন সোসাইটির সদস্য নির্মল ঘোড়ই, বিশ্বনাথ ঘোষ চৌধুরী, গণপতি চৌধুরী প্রমুখ।

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া থানা এলাকার রায়রায়নাচকে এইচআরইএল আবাসনের সামনের রাস্তায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নির্মলেন্দু ভট্টাচার্য (৬৬)। থাকতেন ওই আবাসনেই। প্রতিদিনের মতো এ দিনও তিনি সকালে হাঁটাহাটির পরে বাজার করে বাড়ি ফিরছিলেন। উল্টোদিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারলে গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.