সচিনের অবসর-জল্পনা নিয়ে সৌরভ
‘যখনই যাক যেন ব্যাটটা তুলে যায়’
০০তম টেস্টের পরই কি থেমে যাবেন সচিন তেন্ডুলকর? ভারত নয়, সারা বিশ্বের ক্রিকেট মহলেই এটা কোটি টাকার প্রশ্ন। সচিনের প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য মনে করেন না ২০০ টেস্টের পরই সচিন তেন্ডুলকর যুগের অবসান হবে। তবে সৌরভ চান, সচিন যখনই অবসর নিন না কেন, তা যেন রাজকীয় ভাবে হয়।
সচিনের মতো কিংবদন্তির বিদায়ী টেস্ট চিরস্মরণীয় হয়ে থাকুক, এমনটাই চান প্রাক্তন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় এবিপি আনন্দ-র অনুষ্ঠানে সৌরভ বলেন, “২০০তম টেস্টই সচিনের শেষ টেস্ট কি না, জানি না। কেউই জানে না। আমার তা মনে হয় না। তবে এটা বলতে পারি যে, ওর জীবনের শেষ টেস্ট যদি মনে রাখার মতো না হয়, তা হলে ব্যাপারটা মোটেই ভাল হবে না। তাই আগে থেকে ঘোষণা করে বিদায়ী টেস্ট খেলতে নামা উচিত সচিনের। যেমন করেছিল স্টিভ ওয়। তা হলে বিদায়ের মুহূর্তগুলো উপভোগ করতে পারবে।”
তাঁর ‘ছোটবাবু’র অবসর-জল্পনা প্রসঙ্গে সৌরভ বলেন, “সচিনের মনের মধ্যে কী চলছে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ও হয়তো কিছু ভেবে রেখেছে। তবে আমার মনে হয়, ফর্মে থাকতে থাকতেই ওর অবসরের সিদ্ধান্ত নেওয়া ভাল। যখনই যাক, যেন ব্যাটটা তুলে যায়। চিরকাল যেমন মাথা উঁচু করে খেলেছে, বিদায়ের সময়ও যেন তেমনই থাকে।”
ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি-র ‘ফিউচার টুর প্রোগ্রাম’-এর বাইরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এনে যে সিরিজের আয়োজন করছে, সেই সিরিজেই সচিন তাঁর ২০০তম টেস্ট খেলবেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সবুজ সঙ্কেত পাওয়ার পর বৃহস্পতিবার ভারতীয় বোর্ড সিরিজের দিনক্ষণ সরকারি ভাবে ঘোষণাও করে দিল।

ক্রিস গেইলরা ভারতে এসে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবেন ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে। যেহেতু দ্বিতীয় টেস্টই হবে সচিনের ২০০তম, তাই এই টেস্ট আয়োজনের জন্য ঝাঁপিয়ে পড়েছে সচিনের ঘরের মাঠ মুম্বই। ইডেনে ম্যাচটি আনার জন্য জোর চেষ্টা শুরু করেছে সিএবি-ও। জগমোহন ডালমিয়া ও এন শ্রীনিবাসনের মধ্যে এই নিয়ে কথাবার্তাও হয়েছে। তবে বোর্ড সূত্রে খবর, বল আপাতত সচিনের কোর্টে। সৌরভ চান, সচিন এই মাইলস্টোন তাঁর নিজের শহরেই স্পর্শ করুন। তিনি বলেন, “এটা বিশাল এক মাইলস্টোন। সচিন তার ২০০তম টেস্ট মুম্বইয়ে খেললে সেটাই হবে সবচেয়ে বড় ব্যাপার। ওখানেই ওর বেশিরভাগ আত্মীয়-বন্ধুরা থাকেন। ও এই স্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পারবে। আশা করি আমি ওখানে থাকব, আমার কাছে এটা হবে একটা ‘ট্রিট’। চিরকাল মনে থাকবে এই দিনগুলোর কথা। বিসিসিআই সচিনকে দেশের মাঠে ওর ২০০তম টেস্ট খেলার সুযোগ করে দিয়ে খুব ভাল করেছে।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.