ফের এসি মেট্রোর বিভ্রাটের জেরে বন্ধ হল পরিষেবা। দমদমমুখী একটি এসি রেকে যান্ত্রিক গোলমালে বৃহস্পতিবার রাত ৮টা ২২মিনিট থেকে মেট্রো চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে ওই এসি রেকটি ময়দান স্টেশনে দাঁড়িয়ে থাকে। এ দিকে, রাত পর্যন্ত মেট্রো চলাচল বিপর্যস্ত থাকায়, বাসেও ভিড় বাড়তে থাকে। মেট্রো সূত্রে খবর, ওই এসি ট্রেনটি ময়দানে থামা মাত্র ট্রেনের নীচ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আতঙ্কিত হয়ে নেমে পড়েন যাত্রীরা। খবর যায় মেট্রোর ইঞ্জিনিয়ারদের কাছে। তাঁরা ট্রেনটি পরীক্ষা করেন। মেরামতির চেষ্টা করার পরে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও তা বন্ধ হয়ে যায়। এ ভাবে পরপর তিন বার বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ায় ওই রেকটিকে সরানো যায়নি। বেশি রাত পর্যন্ত সেটি ময়দান স্টেশনেই দাঁড়িয়ে ছিল। মেট্রো সূত্রে খবর, ট্রেনটি সরাতে না পারায় মেট্রো কর্তৃপক্ষ সেন্ট্রাল থেকে দমদম এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত ট্রেন চালানো শুরু করেন। এ দিকে, মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। বাসে বাদুড়ঝোলা হয়ে যাওয়ার চেষ্টা করেন অনেকে। অনেকে বাসে উঠতে না পেরে ট্যাক্সি ধরার চেষ্টা করেন। সেখানেও বিপত্তি। যাত্রীদের অভিযোগ, সুযোগ বুঝে অনেক ট্যাক্সিচালক বেশি ভাড়া চান। অনেকে বাস, ট্যাক্সি না পেয়ে ফের মেট্রোর জন্য অপেক্ষা করতে থাকেন। মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাত ৯টা ৪২ মিনিট থেকে পরিষেবা স্বাভাবিক হয়।
|
এক জনের মৃত্যুতেও হুঁশ ফেরেনি বাসিন্দাদের। অভিযোগ, হুকিং করে নিজেদের ঘরে বিদ্যুৎ পৌঁছনোর কাজ চলছিলই। সেই হুকিং-এর তার গায়ে লেগেই মৃত্যু হল গৌরব দাস (৬৫) নামে এক ব্যক্তির। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বিধাননগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়ন পল্লিতে। পুলিশ জানায়, এ দিন সকালে নিজের ঘরের সামনে সাফাইয়ের কাজ করছিলেন গৌরববাবু। সেখানে ঝুলছিল বিদ্যুতের তার। সেটি গৌরববাবুর গায়ে লাগতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই নিয়ে চলতি বছরে ওই এলাকায় একই ভাবে মৃত্যু হল দু’জনের।
|
আগুনের আশঙ্কায় আতঙ্ক ছড়াল মহাকরণে। বৃহস্পতিবার, মেন ব্লকের তিন তলায় পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ারের ঘরের পিছনে। এসি-ডাক্টে ধোঁয়া দেখে শোরগোল পড়ে। দমকল আসার আগেই কতর্ব্যরত পুলিশকর্মীরা আগুন নেভান। দমকলের এক কর্তা বলেন, “পাশেই বাথরুমের জানলা থেকে কেউ বিড়ি-সিগারেট জাতীয় কিছু ফেলেছিলেন।”
|
স্কুলগাড়ির ধাক্কায় জখম হলেন এক ফুল বিক্রেতা। বৃহস্পতিবার, একডালিয়ায়। আহতের নাম অঞ্জনা মুখোপাধ্যায়। পুলিশ জানায়, ছাত্রদের নামাতে দাঁড়ায় গাড়িটি। হঠাৎই সেটি পিছন দিকে চলতে শুরু করে। পিছনে ফুটপাথে বসেছিলেন অঞ্জনাদেবী। তাঁর পায়ে চোট লাগে। গাড়িটি আটক হয়েছে। গ্রেফতার হয়েছে চালক।
|
পুজোয় সিইএসসি এলাকায় ১৮০০-১৮৫০ মেগাওয়াটের মতো বিদ্যুতের চাহিদা হবে বলে মনে করছেন সংস্থা-কর্তৃপক্ষ। তবে গরম থাকলে চাহিদা আরও খানিকটা বাড়তে পারে বলেই জানাচ্ছেন তাঁরা। তাঁদের দাবি, চাহিদা বাড়লেও বিদ্যুৎ জোগানে সমস্যা হবে না। |