মোয়াজ্জিম, ইমাম সকলকেই ধৈর্য ধরার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ির এনএইচপিসি বাংলোয় ইমাম ও মোয়াজ্জিমদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। দলটি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গেও দেখা করে। সেখান থেকে বেরিয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন। মুকুলবাবু বলেন, “মুখ্যমন্ত্রী যখন ভাতা দেওয়ার কথা বলেছেন, তাঁর মাথায় বিষয়টি রয়েছে। রাজ্য সরকার কী ভাবে কী করা যায় তা ভেবে দেখছে।” তৃণমূল সংখ্যালঘু সেলের দার্জিলিং জেলা সভাপতি নাসির আহমেদ জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে তাঁরা খুশি।
পুরনো খবর: রায় নিয়ে দু’ভাগ, তবু ইমামরা চান ভাতা থাক
|
অন্য বারের তুলনায় এ বার পঞ্চায়েত ভোটে বাম ঐক্য ছিল বেশি মৃসণ। জেলা পরিষদ স্তরে সমস্যা না হলেও পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে অনৈক্যের কাঁটা কিছু জায়গায় ভুগিয়েছে বলে বিতর্ক উঠল দুই বাম শরিক আরএসপি এবং সিপিআইয়ের পর্যালোচনা বৈঠকে।
|