গড়বেতার বেনাচাপড়ায় কঙ্কাল উদ্ধার মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। তাঁর আইনজীবীর বক্তব্য, বেনাচাপড়া কাণ্ডে বাম আমলে দায়ের করা এফআইআরে অভিযুক্ত হিসেবে সুশান্তবাবুর নাম ছিল না। পুলিশ তখন সবিস্তার তদন্তের পরে মামলাও করে। রাজ্যে সরকার বদলের পরে বেনাচাপড়ায় মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়। তার পরে নতুন একটি এফআইআর দায়ের করা হয়। তাতে সুশান্তবাবুকে অভিযুক্ত করা হয়। বুধবার অভিযোগ খারিজ করার জন্য সুশান্তবাবুর আবেদন শুনে বিচারপতি অসীম রায় পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেন। ১৭ সেপ্টেম্বর ফের শুনানি হবে।
২০০২ সালের ২২ সেপ্টেম্বর সিপিএমের সশস্ত্র বাহিনী সাত জন তৃণমূলকর্মীকে খুন করে বলে অভিযোগ। দু’জনের মৃতদেহ পাওয়া যায়। অভিযোগ, পাঁচ জনের দেহ পুঁতে ফেলা হয়। রাজ্যে পালাবদলের পরে সুশান্তবাবুর আদিবাড়ি গড়বেতার বেনাচাপড়ার কাছে দাসেরবাঁধ থেকে মাটি খুঁড়ে হাড়গোড় মেলে। ২০১১ সালের ৫ জুন সুশান্তবাবু-সহ ৪০ জনের নামে পুলিশে অভিযোগ জমা পড়ে। মামলা রুজু হয়।
ওই বছরের ২৩ সেপ্টেম্বর মেদিনীপুর আদালতে চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটে ৫৮ জন অভিযুক্তের নাম আছে। এখনও পর্যন্ত সুশান্তবাবু-সহ ২২ জনকে গ্রেফতার করা গিয়েছে। তাঁদের মধ্যে ২০ জন এখন জামিনে মুক্ত। বেশ কিছু দিন জেল খাটার পরে জামিন পেয়ে গিয়েছেন সুশান্তবাবুও।
|