টুকরো খবর
নাবালিকা ধর্ষণের অভিযোগে ধৃত
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। নন্দীগ্রাম থানার আমদাবাদ এলাকার ঘটনা। মঙ্গলবার পুলিশ ভীমচরণ সেনাপতি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। বুধবার তাঁকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।কোলাঘাট থানার হাকোলা গ্রামের বাসিন্দা বছর ষাটের ভীমচরণ পেশায় কাঠের মিস্ত্রি। নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ গ্রামের এক বাসিন্দার বাড়িতে কাঠের কাজ করছিলেন তিনি। সেখানেই কয়েকদিন ধরে ছিলেন ভীমচরণ। ওই গ্রামেই মাসির বাড়িতে এসেছিল কাঁথির ভুপতিনগর এলাকার বাসিন্দা বছর পনেরো ওই কিশোরী। অভিযোগ, সোমবার রাতে ভীমচরণ ওই কিশোরীর মাসির বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর কাছ থেকে সব ঘটনা জানতে পেরে তার মাসি ভীমচরণের বিরুদ্ধে মঙ্গলবার নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। এ দিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আজ থেকে প্রশিক্ষণ
পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির প্রশিক্ষণ শুরু হবে আজ, বৃহস্পতিবার থেকে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধানেরা প্রশিক্ষণও নিয়েছেন। তার মাঝ্যেই পঞ্চায়েতের প্রশিক্ষণ বন্ধ রেখে পঞ্চায়েত সমিতির প্রশিক্ষণ শুরু করে দিতে চাইছে প্রশাসন। জেলার ২৯টি পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহ সভাপতি মিলিয়ে ৫৮ জন রয়েছেন। সংখ্যাটা কম হওয়ায় কম সময়েই প্রশিক্ষণ দিয়ে দেওয়া যাবে। প্রশিক্ষণ পেলেই নতুন এই পদে আসা ব্যক্তিদের কাজ করতেও সুবিধে হবে। এই কারনেই আপাতত, পঞ্চায়েত বাদ দিয়ে পঞ্চায়েত সমিতির প্রশিক্ষণের সিদ্ধান্ত। পঞ্চায়েত সমিতির প্রশিক্ষণ সেষ হয়ে গেলেই ফের বাকি থাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন পঞ্চায়েত সমিতির প্রশিক্ষণেরও শুভ সূচনা করার কথা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদার। জেলা পঞ্চায়েত আধিকারিক শম্পা হাজরা জানান, জেলা প্রশিক্ষণ কেন্দ্রেই সকলের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গোলমাল, ধৃত মদ্যপ যুবক
তৃণমূলের ক্ষমতাসীন পঞ্চায়েত সমিতির সভাপতির অফিস ঘরে মদ্যপ অবস্থায় ঢুকে গোলমাল পাকানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বছর ছত্রিশের শরৎ মাহাতোর বাড়ি বেলপাহাড়িতে। শরৎবাবুর পরিজনদের অবশ্য দাবি, এ দিন ত্রিপল চাইতে তিনি ব্লক অফিসে গিয়েছিলেন। যদিও পুলিশের কাছে বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বংশীবদন মাহাতো অভিযোগ করেছেন, এ দিন বিকেলে মদ্যপ অবস্থায় তাঁর অফিস ঘরে ঢুকে ব্যাপক গোলমাল শুরু করেন শরৎবাবু। বংশীবদনবাবুর অভিযোগের ভিত্তিতে শরৎবাবুকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছে রাজনৈতিক মহল। স্থানীয় সূত্রে খবর, বংশীবদনবাবুর বিরুদ্ধগোষ্ঠীর সঙ্গে শরৎবাবুর ঘনিষ্ঠতা রয়েছে। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “আইন আইনের পথে চলবে।”

সহবাসের দায়ে ১০ বছর জেল
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের করার জন্য ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মামলার সরকারি আইনজীবী কুহকরঞ্জন মণ্ডল জানান, কাঁথি মহকুমার মারিশদা থানা এলাকার পশ্চিম পাড়ুলিয়া গ্রামের মূক-বধির এক তরুণীকে ২০০৫ সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে তাঁরই প্রতিবেশি টিপু দেবনাথ। পরে বিয়ে করতে অস্বীকার করে। তরুণীর বাবা মারিশদা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তাকে ধরে। বুধবার সেই মমলার রায় ঘোষণা হয়। কাঁথির অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মনোজকুমার শর্মা টিপুকে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

সিপিআই পঞ্চায়েত সদস্যকে হেনস্থা
গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে গিয়ে হেনস্থার শিকার হলেন সিপিআইয়ের এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য। বুধবার দুপুরে শালবনির জাড়ায় ঘটনাটি ঘটে। পঞ্চায়েতটিতে ক্ষমতায় রয়েছে তৃণমূল। সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রানার অভিযোগ, “শক্তি মাহাতো নামে আমাদের এক পঞ্চায়েত সদস্য এ দিন ওই অফিসে ঢোকার সময় তাঁকে বাধা দেওয়া হয়। তাঁকে হেনস্থাও করা হয়। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ বলেন, “ওই এলাকায় আমাদের বিজয় মিছিল ছিল। এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই।”

তৃণমূলের জয়
সিপিএম মনোনয়ন জমা দিতে না পারায় স্কুল পরিচালন সমিতির সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। দুর্গাচক থানার জয়নগর হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে বুধবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গতবার ওই সমিতি সিপিএমের দখলে ছিল। কিন্তু এবার সিপিএম মনোনয়ন জমা দিতে না পারায় জয় পেল তৃণমূল। সিপিএমের হলদিয়া জোনাল কমিটির সম্পাদক সুদর্শন মান্নার অভিযোগ, “আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূলের লোকজন তাঁদের তাড়া করে।” যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা মিলন মণ্ডল।

আঁধারে আলো
ছবি: আরিফ ইকবাল খান।
ওরা বস্তিতে থাকে। কারও বাবা মুটে, কারও বাবা রিকশা চালান। ছেলেমেয়েদের স্কুলে দিয়েই দায় সেরেছেন বাড়ির লোকেরা। বাকিটা দেখে দেন বছর সত্তরের শেফালি দিদিমণি। পুরো নাম শেফালি চট্টোপাধ্যায়। হলদিয়ার পদ্মপুকুরে বাড়ি। বিকেল হলে চকতাড়ুয়ান বস্তিতে ডেকে-ডেকে পড়ুয়াদের ধরে আনেন। বিনিময়ে কেউ পুঁইশাকের ডাঁটা দেন তো কেউ গাছের পেয়ারা। স্বামী-ছেলেরা থেকেও নেই। অশক্ত শরীরে নিজেরটুকু জোগাড় করাও কঠিন। তবু দিদিমণি ওদের কথাই বলেন, “যখন দেখি ধূমধাম করে শিক্ষক দিবস হচ্ছে, তখন দুঃখ হয়। ছোট ছোট ছেলেমেয়েগুলোকে কেউ দু’টো খাতাও দেয় না। ৩০ বছর ধরে পড়াচ্ছি রাস্তার ধারে। জায়গাও করে দেয় না কেউ।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.