টুকরো খবর
উৎসবও আলো দেখাবে না, হতাশ গাড়ি শিল্প
বছরভর ব্যবসা যেমনই হোক না কেন, উৎসবের মরসুম সব ধাক্কা পুষিয়ে দেবে, আশায় থাকে গাড়ি শিল্প। কারণ বছরের অন্য সময়ের চেয়ে এই মরসুমে গড়ে ২০% বিক্রি বাড়ে। কিন্তু এ বার সে আশা কার্যত ছেড়েই দিচ্ছে গাড়ি সংস্থাগুলি। এমনকী গত দু’মাসের চেয়ে উৎসবের সময়ে বিক্রি যদি বাড়েও, তা ওই সংখ্যার ধারে কাছে পৌঁছবে না, মনে করছে তারা। এমনিতেই দেশে গাড়ি শিল্পের বেহাল দশা। গাড়ি কেনা ও চালানোর খরচ ক্রমশ বেড়ে যাওয়ায় বিক্রি পড়তির দিকে। গোদের উপর বিষফোড়া এখন টাকার পড়তি দাম, যা বাড়িয়ে দিচ্ছে যন্ত্রাংশ আমদানির খরচ। যে কারণে, ইতিমধ্যেই জেনারেল মোটরস (জিএম) ও মার্সিডিজ বেঞ্জ দাম বাড়িয়েছে। একই ইঙ্গিত দিয়েছে ফোক্সভাগেন। বুধবার সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)-এর বার্ষিক সভার ফাঁকে মহীন্দ্রার প্রেসিডেন্ট পবন গোয়েন্কা বলেন, “বাজারের অবস্থা খারাপ। আসন্ন উৎসবের মরসুমে গত জুলাই-অগস্টের চেয়ে বিক্রি হয়তো বাড়বে, কিন্তু তা গত বারের চেয়ে কম হবে। একই সুর টাটা মোটরস-এর এমডি কার্ল স্লিম ও টয়োটা কির্লোস্কর মোটরের ডেপুটি এমডি সন্দীপ সিংহের গলাতেও। সন্দীপবাবু বলেন, “২০% নয়, বিক্রি গত ক’মাসের চেয়ে ৮-১০% বাড়তে পারে।” স্লিম-এরও আশঙ্কা, গত বারের চেয়ে বিক্রি কমবে। তবে জিএমের প্রেসিডেন্ট ও এমডি লোয়েল প্যাডক আশাবাদী। ব্যবসার চাকা ঘোরাতে সংস্থাগুলির দাবি, সরকার আর্থিক সুবিধা দিক। কারণ দেশের আর্থিক উন্নয়নে গাড়ি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের দাবি, কমানো হোক উৎপাদন শুল্ক।

পুরনো খবর:

অভিযুক্ত অর্থ লগ্নি সংস্থার তালিকা ফের তৈরি করল কেন্দ্র
অর্থ লগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে নতুন করে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। গত তিন বছরে দেশে যে-সব অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেগুলির তালিকা নতুন করে তৈরি করেছে কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রকের অধীন ‘সিরিয়াস ফ্রড ইনভেস্টিগশন অফিস’ (এসএফআইও)। লগ্নিকারীদের অভিযোগ পেয়ে এ ধরনের ৭৩টি সংস্থার তালিকা গত মার্চে তৈরি করেছিল ওই মন্ত্রক। গত তিন বছরের অভিযোগের ভিত্তিতে এ বার সব মিলিয়ে ১৫৪টি সংস্থার তালিকা নতুন করে তৈরি করেছে তারা। মার্চের তালিকায় থাকলেও সাম্প্রতিক নতুন তালিকা থেকে এ রাজ্যের বেশ কয়েকটি অবশ্য (যেমন এমপিএস, ভিবজিওর, প্রয়াগ, ও রাহুল গোষ্ঠী) বাদ গিয়েছে। আবার অভিযোগ পাওয়ায় কিছু নাম নতুন করে নথিভুক্তও করেছে এসএফআইও। তালিকার বিষয়ে রাজ্যগুলিকেও জানানোর কথা সম্প্রতি বলেন সংশ্লিষ্ট মন্ত্রী সচিন পাইলট। তাঁর মন্ত্রক অভিযোগের তদন্তও শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.