ভিন্ জেলার কলেজেও পাঠ দূরশিক্ষার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দূরের জেলাগুলি থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে ভর্তি হন কয়েক হাজার ছাত্রছাত্রী। তাঁদের বর্ধমানে বাড়ি বা মেস ভাড়া নিয়ে থেকে ক্লাস করতে হয়। পরীক্ষাও দিতে হয় সে ভাবেই। অনেক ক্ষেত্রে ছাত্রীদের সঙ্গে থাকতে হয় অভিভাবকদেরও। এই সমস্যা দূর করতে ভিন্ জেলার সাতটি কলেজে দূরশিক্ষা পাঠ্যক্রম খোলার ব্যাপারে উদ্যোগী হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের ডিরেক্টর দেবকুমার পাঁজা বলেন, “মালদহ কলেজ, কোচবিহারের এবিএন শীল কলেজ, রামপুরহাট কলেজ, সিউড়ি মহাবিদ্যালয়, বীরভূম মহাবিদ্যালয়, বাঁকুড়া জেলা সারদামনি মহাবিদ্যালয় ও কলকাতার শ্যামাপ্রসাদ কলেজে এই পাঠ্যক্রম খোলার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর সেখানে বিশ্ববিদ্যালয়ের মউ সাক্ষরিত হবে।” দূরশিক্ষা বিভাগের নানা পাঠ্যক্রমে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ফর্ম ওয়েবসাইটে প্রকাশ হয়েছে বলে জানান তিনি। দেবকুমারবাবু আরও জানান, দূরশিক্ষা বিভাগে সময়ে পরীক্ষা নেওয়া হলেও, ফল প্রকাশে দেরি হয়। সাধারণত এমএ পাঠ্যক্রমের পরীক্ষার ফলপ্রকাশের পরেই দূরশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। এই সমস্যাও দূর করার জন্য উদ্যোগ হয়েছে বলে জানান তিনি।
|
বাস উল্টে জখম ৩১
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
|
পিছনের চাকা ফেটে বাঁকের মুখে উল্টে গেল বাস। বুধবার সকালে রায়নার পলাসনের কাছে আরামবাগ-বর্ধমান ভায়া মুথাডাঙা রুটের এই বাসটি উল্টে যাওয়ায় ৩১ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জন রায়নার শ্যামসুন্দর কলেজের ছাত্রছাত্রী। আহতদের বধর্র্মান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক চার জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসাপাতালের বিছানায় শুয়ে শ্যামলী দাস নামে পলাসনের বাসিন্দা এক কলেজছাত্রী বলেন, “বাসটি বেশ জোরে চলছিল। হঠাৎ একটি বিকট শব্দ শুনি। তার পরেই বাসটি রাস্তার বাঁকের মুখ উল্টে যায়।” রায়নার রামবাটী গ্রামের বাসিন্দা তথা দুর্গাপুর কলেজের ছাত্র অনিমেষ কোয়ার বলেন, “রোজই ওই বাসে চড়ে দুর্গাপুরে যাই। পলাসন বাজারের কাছাকাছি বাসটি উল্টে যায়। এলাকায় বাসিন্দারা আমাদের উদ্ধার করে প্রথমে রায়না স্বাস্থ্যকেন্দ্র, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।” বর্ধমান দক্ষিণের মহকুমাশাসক অরুণকুমার রায় দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান। তিনি বলেন, “আহতদের চিকিৎসার তদারকির জন্য রেড ক্রস ও স্বাস্থ্য দফতরের দু’টি দলকে কাজে লাগানো হয়েছে। আহতেরা হাসপাতাল থেকে যাতে প্রতি দিন ওষুধ পান, সে দিকে নজর রাখা হবে।”
|
মিলল তাঁতশ্রমিকের দেহ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী
|
নিখোঁজ তাঁত শ্রমিকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হল বুধবার। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পতিত সরকার (৩৩)। তাঁর বাড়ি পূর্বস্থলী-২ ব্লকের আলুনির মাঠের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে খবর পাওয়া যায়, মেড়তলা পঞ্চায়েতের সিমলা গ্রামের কাছে ভাগীরথীতে একটি গলাকাটা মৃতদেহ ভেসে উঠেছে। পতিতের বাড়ির লোকজন সেখানে গিয়ে দেহ শনাক্ত করেন। মৃতের পরিবার পূর্বস্থলী থানায় পতিতকে খুনের অভিযোগ দায়ের করেছেন। ওই এলাকায় খুনের অভিযোগ অবশ্য নতুন নয়। একটি খেলার মাঠকে কেন্দ্র করে লক্ষ্মীপুর এলাকার ঘোষপাড়া ও আলুনির মাঠের বাসিন্দাদের মধ্যে গণ্ডগোলে বেশ কয়েকটি খুন হয় ওই এলাকায়। মাস তিনেক আগে লক্ষ্মীপুর বাজারে বোমাবাজিও হয়। এক পুলিশ কর্তা বলেন, “পুরনো শত্রুতার জেরেই এই খুন কিনা খতিয়ে দেখা হচ্ছে।”
|
প্রচারে বাধার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
|
সিপিএমের প্রার্থীকে ভোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী তথা গত পুরবোর্ডের সাংস্কৃতিক সম্পাদক অরিন্দম মৌলিক বুধবার বাঁকা নদী লাগোয়া কয়েকটি বস্তিতে প্রচারে গিয়েছিলেন। বর্ধমান থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সনৎ বক্সী দলবল নিয়ে তার উপরে চড়াও হন। অরিন্দমবাবুর সঙ্গে থাকা সিপিএমের বর্ধমান জোনাল কমিটির সদস্য দিলীপ দুবে-সহ দলের কর্মী-সমর্থকেরা হেনস্থা হন বলে অভিযোগ। আরও অভিযোগ, তৃণমূলের ওই প্রার্থী তাঁর সঙ্গীরা ওই ওয়ার্ডে ভোটের প্রচার করা যাবে না বলে হুমকি দেন অরিন্দমবাবুদের। অশান্তি এড়াতে তাঁরা প্রচার বন্ধ করে ফিরে আসেন বলে দাবি অরিন্দমবাবুর।
তৃণমূলের ওই ওয়ার্ডের প্রার্থী সনৎবাবুর অবশ্য পাল্টা অভিযোগ, “আমরা প্রচারে বেরোতে ওরাই আমাদের উপরে চড়াও হয়। ওদের কেউ নিগ্রহ করেনি।”
|
চোলাই উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কালনা
|
ট্রাক থেকে ১০০ লিটার চোলাই ও তা তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। কালনার দুর্গাপুরের রেলগেটের কাছে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দু’জনের বাড়ি নদিয়ার কালীগঞ্জ এলাকায়। তৃতীয় জন কাটোয়ার চরসুজাপুরের বাসিন্দা। |