নারীর নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ: রাজ্যপাল |
রাজ্য জুড়ে মেয়েদের উপরে অত্যাচার বাড়ছে। তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে না-পারাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন রাজ্যপাল এম কে নারায়ণন। মঙ্গলবার ন্যাশনাল হাইস্কুলের এক অনুষ্ঠানে একটি ছাত্রী তাঁকে প্রশ্ন করেন, যে-হারে মেয়েদের উপরে নির্যাতন বাড়ছে, তাতে পড়াশোনার পাশাপাশি কী ভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়? রাজ্যপাল বলেন, “আমরা নিরাপত্তা দিতে পারছি না, এটা দুর্ভাগ্যজনক। এই মুহূর্তে এটাই আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে সব থেকে বড় সমস্যা হল, অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে পুলিশের সংখ্যা অনেক কম। শুধু পুলিশ ভা্যনে, সাইকেলে টহল দিলেই চলবে না। প্রতিটি রাস্তায় পুলিশের সংখ্যা বাড়ানো খুবই জরুরি।” তাঁর মতে, এক জন পুলিশ কনস্টেবল দেখলে জঙ্গিও ভয় পায়। অথচ এ রাজ্যে সেই পুলিশের সংখ্যাই কম। সে-ক্ষেত্রে বেশি করে সিটিজেন ফোরাম বা গ্রুপ তৈরি করতে হবে। প্রতি মুহূর্তে চলার পথে চোখ-কান খুলে চলতে হবে।
|
পুরভোট নিয়েও উদ্বিগ্ন আরএসপি |
পঞ্চায়েত ভোটে ভরাডুবির পরে আসন্ন পুরভোট নিয়েও চিন্তায় বাম শরিক আরএসপি। যে ১২টি পুরসভায় ২১ সেপ্টেম্বর ভোট আসছে, তার মধ্যে বালুরঘাট রয়েছে আরএসপি-র দখলে। দক্ষিণ দিনাজপুরে পঞ্চায়েতে শোচনীয় ফল হয়েছে তাদের। শাসক দলের সন্ত্রাসের পাশাপাশিই পঞ্চায়েতে ক্ষমতাসীন কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠে এসেছে। পঞ্চায়েতের ফলাফল পর্যালোচনার জন্য মঙ্গলবার আরএসপি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে অভিযোগ এসেছে, গ্রামবাংলার ভোটের মতোই বালুরঘাট শহরেও তৃণমূলের বাহিনীর দাপট চলছে। এই পরিস্থিতিতে পুর-দুর্গ রক্ষার লড়াই খুবই কঠিন হতে চলেছে। রাজ্য কমিটির বৈঠক আজ, বুধবার। অন্য দিকে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ৯ সেপ্টেম্বর শহরের ১৫টি জায়গায় অবস্থান-বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি নিয়েছে কলকাতা জেলা বামফ্রন্ট। |