টুকরো খবর |
ডাকাতিতে ৭ বছর জেল পাঁচ দুষ্কৃতীর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। সঙ্গে দু’হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’মাস কারাদণ্ডের নির্দেশ হয়েছে। আগেই ৫ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। মঙ্গলবার এই সাজা শোনান মেদিনীপুরের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কমল দে।
আদালত সূত্রে খবর, ঘটনাটি ২০১২ সালের ১৭ জুলাইয়ের। দাঁতন থানার সারতা এলাকার। ওই দিন সারতা গ্রামের ত্রিলোচন দাসের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান ছিল। রাতে বাড়ির বাইরে মন্দিরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন কয়েকজন। রাত দেড়টা নাগাদ একদল দুষ্কৃতী পাইপগান, ভোজালি, বোমা নিয়ে বাড়িতে চড়াও হয়। বারান্দায় থাকা লোকজনকে অস্ত্র দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। পরে বাড়িতে ঢুকে নগদ টাকা ও কিছু সরঞ্জাম ছিনতাই করে। সে দিন খোওয়া গিয়েছিল প্রায় ৫২ হাজার টাকা। তদন্তে শুরু করে পুলিশ। একে একে গ্রেফতার করা হয় তারিফ বক্স, শেখ নাজমূল, মির লিয়াকত, কহিনূর আলি এবং খোদা বক্স পেয়াদাকে। ধৃতদের সকলেরই বাড়ি ডায়মন্ড হারবারে।
|
বেলদায় জাতীয় সড়কে দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জাতীয় সড়কে একই লেনে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল মঙ্গলবার। দুপুরে দুর্ঘটনাটি ঘটে বেলদা থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের বাখড়াবাদের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই সড়কের ওই এলাকায় দু’টি লেনের একটিতে রাস্তা মেরামতের কাজ চলছিল। তাই একটি লেন বন্ধ রাখা হয়েছে। দু’দিকের গাড়িই এক লেন দিয়ে যাতায়াত করছে। এ দিন হঠাই দু’টি লরি মুখোমুখি চলে এলে সংঘর্ষ হয়। সামান্য জখম হন দু’টি লরির চালকই। দুর্ঘটনার জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বহু মানুষ।
|
ডেবরায় দুই মহিলার অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কয়েকটি পৃথক অপমৃত্যুর ঘটনা ঘটল ডেবরায়। রঘুনাথপুরে ফুলমণি মুমুর্ (৩৫) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তিনি নিখোঁজ ছিলেন। ধুলিয়ায় হাজরা বিবি (২৮) নামে এক গৃহবধুর মৃতদেহ মেলে। তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ডেবরার কিসমতপুর থেকেও আলপনা সেনি (৩৫) নামে এক বধূর মৃতদেহ উদ্ধার হয়েছিল। তাঁর স্বামীকে এ দিন গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে ডেবরা থানায় এসেছিলেন খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য।
|
খড়্গপুর প্রশাসনের ওয়েবসাইট
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়গপুর মহকুমার প্রশাসনিক ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আজ, বুধবার। www.sdokharagpur.in-এ লগ ইন করতে হবে। বিকেল সাড়ে চারটেয় খড়্গপুর মহকুমাশাসকের কার্যালয়ে ওই ওয়েবসাইটের উদ্বোধন করবেন জেলাশাসক গুলাম আনসারি। এই ওয়েবসাইটে মহকুমার যাবতীয় প্রশাসনিক তথ্য মিলবে।
|
বিদ্যুত্স্পৃষ্ট |
ডেবরা থানার ভবানীপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে রঞ্জন দলুই (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার। স্থানীয় সূত্রের খবর, বাড়িতেই শট সার্কিট হয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন ওই যুবক। পরে তাঁর মৃত্যু হয়। |
|