সর্পদষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
|
সাপের ছোবলে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে মৃতার নাম তরুলতা বসু (৪৯)। বাড়ি হাঁসখালি থানার গয়েশ এলাকায়। সোমবার সন্ধ্যায় রান্নার জন্য উঠোনে কাঠ সংগ্রহ করতে গিয়ে সর্পদষ্ট হন ওই মহিলা। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
|
সাপের ছোবলে মৃত্যু বধূর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বাগানে ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলে মারা গেলেন এক বধূ। সোমবার এই ঘটনাটি ঘটেছে রামনগর থানার দক্ষিন থিয়ার গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম কাকলি বর (২৬)। পুলিশ মৃতদেহ ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
|
পবিতরা অভয়ারণ্যে খোঁজ মিলল ‘স্লো লরিস’-এর। ধীরগতিতে নিঃশব্দে চলাফেরা করে বলে বিরল ওই প্রাণীটির এমনই নাম। তবে, এক কামড়ে বিষ ঢালতে পারে প্রাণীটি। সর্বভূক স্লো-লরিস জীবনের বেশিরভাগ সময় কাটায় কোনও গাছেই। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৮ প্রজাতির লরিস পাওয়া যায়। চিন-সহ এশিয়ার কয়েকটি দেশে চোরাশিকারিদের দাপটে ক্রমশ কমছে ‘বিপন্ন’ প্রাণীঁর তালিকাভুক্ত ‘স্লো-লরিস’-এর সংখ্যা । চিনাদের বিশ্বাস, অশুভ আত্মার দমন, রোগ নিরাময়, ক্ষমতা-বৃদ্ধি হয় স্লো-লরিসের প্রত্যঙ্গ থেকে তৈরি ওষুধে। বিষদাঁত ভেঙে ওই প্রাণীকে পোষ্য করা হয় জাপানে।
|