কৌশিকী অমাবস্যায় বিশেষ নজরদারি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কৌশিকী অমাবস্যা উপলক্ষে জেলা পুলিশ প্রশাসন ও রেল কর্তৃপক্ষ যাত্রী নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিল। বুধ ও বৃহস্পতিবার তারাপীঠে লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম হবে। সে জন্য এ বারই প্রথম রামপুরহাট স্টেশনে সিসিটিভি বসানো হয়েছে। হাওড়া, শিয়ালদহ, বর্ধমান, মালদহ স্টেশনে যাত্রী সুরক্ষার জন্য বেশ কিছু সতর্কবার্তা লিফলেট আকারে বিলি করা শুরু হয়েছে বলে জানিয়েছেন রেল পুলিশের রামপুরহাট শাখার ফাঁড়ি ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায়। রামপুরহাট স্টেশনের বাইরে থাকছে বিশেষ ক্যাম্প। থাকছে মেডিক্যাল ক্যাম্পও। এ ছাড়া, রামপুরহাট স্টেশনে নেমে তারাপীঠ যাওয়ার জন্য যাত্রীদের সুবিধার্থে অটো ও ট্রেকারের ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তারা যাতে অতিরিক্ত যাত্রী না নেন, তার জন্য নজরদারি চালাবে পুলিশ। জেলা পুলিশ সুপার সি সুধাকর বলেন, “জেলার বিভিন্ন থানা ছাড়াও বাইরে থেকে অতিরিক্ত পুলিশ আনিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
|
অমিল বেতন, ঘেরাও অধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও বেতন না মেলায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ-সহ শিক্ষক ও কর্মীকে রাত পর্যন্ত তালাবন্দি করে রাখলেন অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের ঘটনা। কলেজ ছুটি হওয়ার পর থেকেই বেতনের দাবিতে তাঁদের তালাবন্দি করে রাখা হয়। অস্থায়ী কর্মীদের পক্ষে গোপন বন্দ্যোপাধ্যায় বলেন, “স্থায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ এখন ছুটিতে। তাঁর অনুপস্থিতিতে এ দিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন প্রামাণিক আমাদের বেতনের ব্যাপারে সমস্ত সই-সাবুদ করে দেন। সেই মতো কোষাধ্যক্ষের কাছে তিনটের পরে বেতন নিতে যায়। কিন্তু তিনি আজ আর হবে না বলে জানিয়ে দেন।” এর প্রতিক্রিয়ায়, কোষাধ্যক্ষ দেবাশিস রাউত বলেন, “কলেজে এখনও ভর্তির প্রক্রিয়া শেষ হয়নি। তারই কাজে দিনভর ব্যস্ত ছিলাম। আজ, বুধবার বেতন দিয়ে দেব।” এ দিকে তপনবাবু বলেন, “আমি ওই কর্মীদের বোঝানোর চেষ্টা করছি। দেখা যাক কী হয়।” |