|
|
|
|
দেবী নয়, ডিভা |
পুজো মানেই সাবেকিয়ানা। ‘ডিভা’ লুকেই সাজুন ঐতিহ্যের সাজে। জানাচ্ছেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায় |
রেখা থেকে মাধুরী। করিনা থেকে সোনাক্ষী সিংহ। সকালে চায়ের কাপ হাতে পেজ থ্রি-র পাতায় এই সব দেবীরই তো দর্শন। সরি, দেবী নয়, এই ‘ডিভা’দেরই তো বারবার দেখা। |
কী এই ডিভা |
“ডিভা আসলে নারীর ব্যক্তিত্ব আর লাবণ্য মিশিয়ে এমন এক দ্যুতি যা আমাদের দহন করে,” বললেন গ্রুমিং কনসালট্যান্ট নীতা নায়ার। যে কোনও মেয়েই নিজের জন্যে একটু সময় বার করে ডিভা হয়ে উঠতে পারেন। তাঁর বক্তব্য “এর জন্য ভেতর থেকে নিজের এক্স-ফ্যাক্টরটাকে বের করে আনতে হবে। বিউটিশিয়ান এবং স্টাইলিস্টের পরামর্শ নিতে পারেন।”
|
প্রথম দর্শনেই কেল্লা ফতে |
প্রথম দেখায় যাতে ‘ডিভা’ বলে মনে হয় তার জন্য চাই মাজাঘষা। এমনটাই মনে করেন সৌন্দর্য বিশেষজ্ঞ শর্মিলা সিংহ ফ্লোরা। তিনি বলছেন, “নিয়ম করে ফেস ওয়াশ ও স্ক্রাবার ব্যবহার করুন। বাড়িতে দুটো প্যাক বানিয়ে রোজই সেটার ব্যবহার করুন। ঝকঝকে হওয়ার জন্য ডালবাটা, মুসাম্বির রস, ফ্রেশ ক্রিম, অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে রোজ লাগাতে হবে সকালে। আরেকটা হল প্রোটিন প্যাক। যা কিনা তৈরি হবে আমন্ডের গুঁড়ো, মিল্ক পাউডার আর ডিমের সাদা অংশ দিয়ে। এটা লাগালে ত্বকের জেল্লা বাড়বে।
|
ডায়েট |
শরীরে অপার্থিব সৌন্দর্য আনতে নিয়মিত তিরিশ মিনিটের জন্যে আসন করুনএমনটাই বলছেন ফিটনেস বিশেষজ্ঞ চিন্ময় রায়। তাঁর মতে দুই ধাপে ওয়ার্ক আউট করা ডিভা লুকের জন্য একান্ত জরুরি। নিজের শরীরের ওজন বুঝে শক্তি বাড়ানোর ওয়ার্ক আউট: ১) হাঁটু গেড়ে বা দেওয়াল ধরে পুশ আপ। এর ফলে বুকের অতিরিক্ত মেদ টানটান হবে। (২) বডি ওয়েট স্কাউট এবং স্টেপ আপ। জানা না থাকলে বিশেষজ্ঞের কাছে জেনে নিন। হাঁটা বা জগিং তো করতেই হবে। এর পর পাঁচটা আসন করুন একই দিনে। ভুজঙ্গাসন, পবন মুক্তাসন, ধনুরাসন, উষ্ট্রাসন। “পুজোর আগে ডিভা লুক পেতে হলে চটজলদি উপায়ের প্রথম শর্ত হল দু’বেলাই ভাত বন্ধ। সেই সঙ্গে বাদ ময়দা, চিনি, নুন, রেডমিট, ঘি, মাখন, চিজ, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস,” পরামর্শ চিন্ময়ের।
|
|
সোনাক্ষী সিংহ
|
পোশাক-আসাক |
স্টাইলিস্ট শুচিস্মিতা দাশগুপ্তের মতে কখনওই খুব লম্বা বা খুব ছোট পোশাক বা খুব ঢিলাঢালা বা খুব টাইট পোশাক পরবেন না। শাড়ি, পিঠ খোলা চোলি, ঘাগড়া, লেহেঙ্গা, জিন্স, সালোয়ার কামিজ যাই পরুন না কেন, কেউ পরেছে বলে নয়, নিজের আত্মবিশ্বাস অনুযায়ী পরুন। ইস্তিরি করা পরিষ্কার পোশাক পরুন। দামি শাড়ির সঙ্গে কোঁচকানো ব্লাউজ যেন পরে নেবেন না। ভেলভেট, জর্জেট, সিল্ক, তসর, লিনেনের মতো ফেব্রিকই ডিভা লুকসের জমাটি জৌলুসকে তুলে ধরতে পারে। সুতি পরলেও উজ্জ্বল রং বাছুন। আজকাল নানা কাটিংয়ের ব্লাউজ বানানো হচ্ছে। লটকন লাগানো খোলা পিঠের ব্লাউজ ডিভা লুককে গভীর মাত্রা দিতে পারে।
|
গয়না |
স্টাইলিস্ট শুচিস্মিতার মতে পুজোর মতো উৎসবে যদি নিরাপত্তা থাকে, তা হলে মা-দিদিমার গয়না ব্যবহার করুন। ভারী, সাবেকি গয়না পরুন। রুপো বা সোনার গয়না এই লুকসের জন্য আদর্শ। নিজেদের বাড়িতে যদি দুর্গাপুজো হয়, বা সাবেক পুজোবাড়িতে যদি নেমন্তন্ন থাকে, তবে ডিভা লুকে সাজা মাস্ট। হিরে, মুক্তো বা প্ল্যাটিনাম পরতে ইচ্ছে হলে সোনার সঙ্গে মিলিয়ে পরুন। সাবেকি সাজে কানে ঝুমকো বা কানবালা বা টানা কিছু, গলায় চিক বা সীতাহার, হাতে কঙ্কণ বা চুড় বা তিন-চার গাছা চুড়ি।
|
মেক আপ |
মেক আপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদারের মতে গুছিয়ে সাজাই ডিভা লুকের সার কথা। চোখে বিজলি-দৃপ্ততা আনতে জেট ব্ল্যাক বোল্ড কাজল লাগাতেই হবে। “দরকার হলে আই লাইনার দিয়ে সিলভার শ্যাডোও ব্যবহার করা যেতে পারে। একান্তই স্মোকি আইস-এর শখ থাকলে সেটা যেন এলোমেলো না হয়। ঘন কাজল দিয়ে সেটাকে ভরাট করতে হবে,” বলছেন অনিরুদ্ধ। ঠোঁটের ব্যাপারে তাঁর মত হল, চোখে যদি মেক আপ বেশি হয় তা হলে লিপস্টিক চলবে না। ন্যুড লিপসে গ্লস লাগাতে হবে। চোখ যদি প্রসাধনহীন হয় তা হলে ঠোঁটে কিন্তু লাল, মেরুন, বা গাঢ় ওয়াইন শেডের রং ভরতে হবে। চুলের সাজ যেন কখনই অবিন্যস্ত না হয়। কোঁকড়া চুল হলে, তাকে টানটান করে বেঁধে সমান করার চেষ্টা করবেন না। সোজা চুলের ক্ষেত্রেও একই কথা। ডিভার মেক আপে মোহিনী ভাবটা ফুটিয়ে তোলার জন্য দীপ্তি বিচ্ছুরিত হতেই হবে। তার জন্য শিমার মেক আপ কিট ব্যবহার করা যেতে পারে।
|
হাবভাব |
ডিভা কেবল বাইরের চেহারার অদলবদলেই হয় না। মনোবিদ বিদীপ্তা সাহার পরামর্শ, “ডিভার আচরণে এক ধরনের মহিমময় দূরত্ব থাকবে। কিন্তু স্নব বলেও যেন মনে না হয়। সবাই আপনার সঙ্গ চাইবেন। আর আপনি নিজেকে মেলে ধরবেন আলতো ভাবে, যেমন মনে হয় পরদার নায়িকাদের ক্যারিশমা দেখলে। ডিভার আচরণ বিধি নিজেকেই তৈরি করে নিতে হবে।”
|
কী করে |
• আত্মবিশ্বাসের সঙ্গে সোজা হয়ে হাঁটুন। সোজাসুজি অন্যের চোখের দিকে তাকান
• হাসুন, হাসিতে লাস্য ছড়াক
• আপনি যেমন তেমনই থাকুন। মনে রাখবেন জীবনটা রূপচর্চা, মেক আপ আর উজ্জ্বল ত্বকের মধ্যেই আটকে নেই
• নিজের কাজে ফোকাসড থাকুন। ভয় পেয়ে পিছপা হবেন না
• ডিভা মানেই একগাদা গয়নার অতিরিক্ত সাজ নয়। কেউ পরেছে বলেই সাদা শাড়ির সঙ্গে লাল ব্রোকেডের ব্লাউজ পরতে হবে এমনটাও নয়। দেখুন আপনি তাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি না
• লোকে হিংসা করবেই। সেটা সহজে নিন। রিঅ্যাক্ট করবেন না
• নিজের সৌন্দর্য আর সাজ নিয়ে একটু ভাবনাচিন্তা করুন। তাতে লজ্জার কিছু নেই |
|
|
|
|
|
|