টুকরো খবর |
ধৃতকে মুক্তির দাবিতে পুলিশ ফাঁড়িতে আগুন
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করায় পুলিশ ফাঁড়িতে হামলা চালাল স্থানীয় বাসিন্দারা। আগুনও ধরিয়ে দেওয়া হয় ওই ফাঁড়িতে। রাস্তা অবরোধও হয়। পরিস্থিতি সামলাতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তাবাহিনী। গতকাল মণিপুরে মায়ানমার সীমান্তের মোরে এলাকার চিকিম গ্রামের ঘটনা। পুলিশ জানায়, পিআরএ সংগঠনের জঙ্গি সন্দেহে চংজোকাই কিপজেনকে গ্রেফতার করা হয়েছিল। ফাঁড়ি ঘেরাও করে তাঁকে মুক্তির দাবি জানায় স্থানীয় মানুষ। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাস শেল, রাবার বুলেট ছোঁড়া
হয়। এরপরই উত্তেজনা বেড়ে যায়। ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা নিরাপত্তাকর্মীদের দিকে গুলিও চালায়। গ্রামসভা, ‘হিল ট্রাইবাল কাউন্সিল’, কুকি মহিলা সংগঠনের সঙ্গে প্রশাসনের কর্তাদের বৈঠক বসে। পরে, আদালত ধৃতকে জামিনে মুক্তি দিয়েছে। |
আমেরিকা গেলেন সনিয়া
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
স্বাস্থ্যপরীক্ষা করাতে মেয়ে প্রিয়ঙ্কাকে নিয়ে আমেরিকা গেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। ২০১১ সালে আমেরিকায় অস্ত্রোপচার হয় সনিয়ার। পরের বছর দু’-দু’বার স্বাস্থ্যপরীক্ষা করাতে সে দেশে যেতে হয়েছিল। গত সোমবার লোকসভার অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সনিয়া। বুকের যন্ত্রণা নিয়ে এইমসে ভর্তি করানো হয় তাঁকে। ঘণ্টাপাঁচেক পরে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।
|
পুরনো খবর: আমেরিকা যাচ্ছেন সনিয়া |
গণধর্ষণ করে পুড়িয়ে খুন
নিজস্ব সংবাদদাতা • ভোপাল |
বছর ছাব্বিশের এক তরুণীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার সিমারিয়া গ্রামের ওই তরুণী গত সপ্তাহে দুমার গ্রামে তাঁর মায়ের বাড়িতে এসেছিলেন। সেখানেই চার জন প্রতিবেশী যুবক তাঁকে গণধর্ষণ করে এবং গায়ে আগুন লাগিয়ে দেয়। পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। |
সাসপেন্ড ৯ সাংসদ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অন্ধ্রপ্রদেশের ন’জন সাংসদকে পাঁচ দিনের জন্য সাসপেন্ড করলেন লোকসভার স্পিকার মীরা কুমার। তেলুগু দেশম ও কংগ্রেসের ওই সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, সোমবার লোকসভার সকালের অধিবেশনে তেলঙ্গানা বিষয়ে আলোচনার সময়, অখণ্ড অন্ধ্রপ্রদেশের দাবিতে চিৎকার করে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। স্পিকার একাধিক বার অনুরোধ করলেও শান্ত হননি। এর পরেই স্পিকার ঘোষণা করেন ৩৭৪(এ) ধারায় তাঁদের পাঁচ দিনের জন্য সাসপেন্ড করার কথা। |
শিলচরে সভা বাঙালি ছাত্রদের
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
বাংলাদেশি বিতাড়নের নামে মণিপুরের জিরিবাম মহকুমায় বাঙালিদের হয়রানি হতে হচ্ছে---এমনই অভিযোগ তুললেন সেখানকার বাঙালি ছাত্ররা। প্রতিবাদে ‘অল জিরিবাম বেঙ্গলি স্টুডেন্টস্ ইউনিয়ন’ নামে একটি সংগঠন গড়েছেন তাঁরা। গতকাল এ নিয়ে লালপানি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। |
র্যাগিংয়ে জখম, হাসপাতালে ছাত্র
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কলেজের উঁচু ক্লাসের দাদাদের ‘র্যাগিং’-এ এক ছাত্র গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, আজারার একটি শিক্ষা প্রতিষ্ঠানের বি ফার্ম শাখার তৃতীয় বর্ষের ওই ছাত্রের অভিযোগ, রবিবার রাতে তাঁকে ছাত্রাবাসের বাইরের একটি দোকানে যেতে বলা হয়। কিন্তু ওই ছাত্র রাজি হয়নি। অভিযোগ, এর পরই তাকে মারধর করে কলেজের উঁচু ক্লাসের দাদারা। |
ত্রিপাক্ষিক চেয়ে ছ’ঘণ্টা অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
সরকারি নানা সুযোগ সুবিধের দাবি তুলে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনা চেয়ে সোমবার সকালে ৬ ঘণ্টা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল আদিবাসী ন্যাশনাল কনফারেন্স কমিটি (এএনসিসি)। এ দিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোকরাঝাড় জেলার কারিগাঁও গ্রামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এই সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়। পথ অবরোধের জেরে সকাল থেকে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং অন্য যানবাহনও দার্ঘক্ষণ ধরে সড়কে আটকে পড়ে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বীরসিংহ মুণ্ডা বলেন, “রাজ্য তথা কেন্দ্রীয় সরকার আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।” |
মুম্বই গণধর্ষণ তদন্তে উদ্ধার চার মোবাইল
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
মুম্বই গণধর্ষণ-কাণ্ডের তদন্তে চারটি মোবাইল ফোন উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, মোবাইলগুলির কল রেকর্ড পুনরুদ্ধারের চেষ্টা হচ্ছে। অপরাধের সময় অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করতেও কাজে লাগানো হবে সেগুলি। তদন্তে জানা গিয়েছে, ঘটনার পর একটি মোবাইলে ধর্ষিতার ছবিও তুলে রেখেছিল অভিযুক্তরা। সে দিন রাতেই অবশ্য সেই ছবি মুছে দেওয়া হয়। তবে ছবিটি পুনরুদ্ধার করা গেলে তা অভিযুক্তদের বিরুদ্ধে বড় প্রমাণ হতে পারে। দশ দিনের মধ্যে চার্জশিট গঠন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
|
পুরনো খবর: ধৃতদের দিয়ে ঘটনার পুনরভিনয় করাল পুলিশ |
ধর্ষণের প্রতিবাদে বনধের ডাক
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ক্যানারি হিলসের বাংলোয় গণধর্ষণের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার হাজারিবাগ বনধের ডাক দিয়েছে ‘হাজারিবাগ কী আম আদমি’। এই ঘটনার পরে হাজারিবাগ শহরে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ক্যানারি হিল্স-সহ হাজারিবাগ শহরের বিভিন্ন জায়গার একদল মানুষ এক জোট হয়ে একটি সংগঠন তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে ‘হাজারিবাগ কী আম আদমি’। ওই সংগঠনই বনধ ডেকেছে। অভিযুক্তদের ফার্স্ট ট্র্যাক কোর্টে হাজির করে দ্রুত তাদের সাজা দেওয়ার জন্য সরকারের কাছে তারা দাবি পেশ করবে। |
মেয়রের দফতরে হাতাহাতি
নিজস্ব সংবাদদাতা • যমুনানগর |
মেয়রের অফিসের মধ্যে হাতাহাতি শুরু করে দিলেন কংগ্রেস ও বিজেপি কর্মীরা। তা-ও সাংবাদিকদের কয়েক জোড়া চোখ এবং ঘরভর্তি ক্যামেরার সামনেই। কংগ্রেসের কয়েক জন কর্মী বেধড়ক মারতে থাকেন বিজেপি কর্মীদের। এক বয়স্ক মহিলা ঝগড়ার মধ্যস্থতা করতে এগিয়ে গিয়েছিলেন। মার খেয়ে যান তিনিও। পরে বলেন, “সহকর্মী ছেলেটি আমার ছেলের বয়সী। মার খেতে দেখে বাঁচাতে গিয়েছিলাম। আমাকেও মার খেতে হল।” |
নতুন যুদ্ধবিমান
|
|
ছবি: পি টি আই |
চোখের নিমেষে ভারী ভারী ট্যাঙ্ক, সেনাবাহিনী এক জায়গা থেকে অনত্র নিয়ে যেতে পারে, এমন যুদ্ধবিমান এল ভারতীয় সেনার হাতে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি হিন্ডন বায়ুসেনা ঘাটিতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন দৈত্যাকার যুদ্ধবিমান ‘সি-১৭’-এর। ২০,০০০ কোটি টাকা ব্যয়ে আমেরিকায় বানানো হয়েছে ‘সি-১৭’-কে। ৭০ টন ওজনের জিনিসপত্র এবং দেড়শো সশস্ত্র সেনাকে নিয়ে যেতে পারবে বিমানটি। এত দিন রুশ আইএল-৭৬ ছিল ভারতীয় বায়ুসেনার সব চেয়ে বড় বিমান। এ বার সেই জায়গা নিল ‘সি-১৭’। মঙ্গলবার গাজিয়াবাদে ‘সি-১৭’-র ককপিটে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি এবং প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। |
পুরনো খবর: নয়া মালবাহী বিমান আজ পাচ্ছে বায়ুসেনা |
|