|
|
|
|
মহিলা, শিশুদের সুরক্ষার দাবি, তরুণীর সাইকেল অভিযান
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নারী ও শিশুদের উপরে অত্যাচারের প্রতিবাদে সাইকেলে উত্তর-পূর্বের রাজ্যগুলি ঘুরছেন সৌগাইজাম বিদ্যালক্ষ্মী।
মণিপুরের জিরিবামের বাসিন্দা বছর আঠেরোর ওই তরুণী গতকাল নাগাল্যান্ডে পৌঁছন। ডিমাপুরের তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। আজ সকালে ওই রাজ্যের জেলাগুলির দিকে রওনা দিয়েছেন তিনি। ২১ অগস্ট অভিযান শুরু করেছিলেন বিদ্যা।
সাইকেলে স্লোগান লেখেন—‘স্টপ ক্রাইম এগেনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন’। বিদ্যার বক্তব্য, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্রমশ বাড়ছে। এটা অত্যন্তই আশঙ্কাজনক। পুলিশ-প্রশাসনকে সজাগ করার অন্য কোনও উপায় খুঁজে না-পেয়েই সাইকেলে অভিযানের পরিকল্পনা করেন জিরিবাম কলেজের স্নাতক প্রথম বর্ষের মেয়েটি। তিনি জানান, এই অভিযানে সমর্থন রয়েছে তাঁর বাবা সৌগাইজাম ইবোতন এবং মা সৌগাইজামেরও। তাঁকে দামি সাইকেল কিনে দিয়েছেন বাবা-ই। মণিপুরে ইম্ফল প্যালেস মাঠ থেকে বিদ্যার যাত্রার সূচনা করেন মণিপুরের সমাজকল্যাণ মন্ত্রী এ কে মীরাবাই।
মণিপুরের জেলাগুলি ছুঁয়ে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে ডিমাপুরে পৌঁছন বিদ্যা। তাঁর মতে, পুরুষ-মহিলা মিলে সমাজের উন্নয়নের শরিক না-হলে উত্তর-পূর্ব এগতে পারবে না। সে জন্য মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক নিরাপত্তার প্রয়োজন রয়েছে।
১০ সেপ্টেম্বর অবধি নাগাল্যান্ডে থাকবেন বিদ্যা। তারপর অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, শিলচর হয়ে ৩০ নভেম্বর মণিপুরের জিরিবামে ফিরবেন। যাত্রাপথে উত্তর-পূর্বের ৮২টি জেলায় ঘুরবেন তিনি। |
|
|
|
|
|