|
|
|
|
মুম্বই গণধর্ষণ |
ধৃতদের দিয়ে ঘটনার
পুনরভিনয় করাল পুলিশ
সংবাদসংস্থা • মুম্বই |
|
|
গত সপ্তাহে শক্তি মিল চত্বরে মুম্বইয়ের চিত্রসাংবাদিকের উপরে চড়াও হয়েছিল পাঁচ জন। আজ সেই মিলেই নিয়ে যাওয়া হল চিত্রসাংবাদিক গণধর্ষণে অভিযুক্ত পাঁচ জনকে। গত বৃহস্পতিবার ওই এলাকায় কখন কী ঘটেছিল, তা ফের স্পষ্ট ভাবে জানতে পুলিশ
ধৃত পাঁচ জনকে আজ দুপুর একটা নাগাদ সেখানে নিয়ে যায়। এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন যিনি, মুম্বই পুলিশের সেই যুগ্ম কমিশনার (অপরাধদমন) হিমাংশু রায়ও উপস্থিত ছিলেন সেখানে।
ঘটনার পুনর্নির্মাণ করে ২৩ বছর বয়সি ওই চিত্রসাংবাদিকের কাছ থেকেও আবার বিবৃতি নেওয়ার কথা ভাবছে অপরাধদমন শাখা। কিন্তু আবার বিবৃতি কেন? হিমাংশু রায় বলেছেন, “ঘটনার পরে পরেই ওই চিত্রসাংবাদিক যথেষ্ট আতঙ্কিত ছিলেন। সেই সময় দ্রুত বিবৃতি দিতে গিয়ে উনি যদি কোনও বিষয় ভুলে গিয়ে থাকেন, তার জন্যই আবার ওঁর বিবৃতি নেওয়ার কথা ভাবা হচ্ছে।” ইতিমধ্যে মুম্বইয়ের যশলোক হাসপাতাল থেকে ওই চিত্রসাংবাদিককে আজ ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ।
এ দিন শক্তি মিলে ধৃতদের দিয়ে পুরো ঘটনার ‘অভিনয়’ করায় পুলিশ। চিত্রসাংবাদিক এবং তাঁর সঙ্গী ওই মিলে ঢোকার পরে প্রথমে কী ভাবে তাঁদের কথাবার্তার সূত্রপাত, সেই মুহূর্ত থেকে ধর্ষণ পর্যন্ত পুরোটাই পুলিশের চোখে ধরা পড়ে। “তদন্তে যাতে এতটুকু ফাঁক না থাকে, তার জন্য আমরা সে দিনের প্রতিটি মুহূর্ত খুঁটিয়ে জেনে নিচ্ছি। অপরাধীদের ঘটনাস্থলে নিয়ে এসে পুনর্নির্মাণ করা হয়েছে এই কারণে। দেড় ঘণ্টা ধরে পুরোটা রেকর্ডও করা হয়েছে,” বলেছেন হিমাংশু রায়। তাঁর দাবি, “এতে ঘটনার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা হল। আমরা আত্মবিশ্বাসী যে এই মামলা যথেষ্ট জোরদার হবে এবং অপরাধীরা শাস্তি পাবে।” তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনাস্থল থেকে একটা ওড়না উদ্ধার করা হয়েছে, যেটা ওই চিত্রসাংবাদিকের নয়। সেটা থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ধৃতদের সঙ্গে মিলিয়ে দেখা হবে। গণধর্ষণের পরে প্রমাণ লোপাট করতে ওই ওড়নাটিই অভিযুক্তরা নিজেদের শরীর মোছার জন্য ব্যবহার করেছিল বলে জানা গিয়েছে।
অভিযুক্তদের মধ্যে চাঁদ বাবু সাত্তার শেখ নামে যে ছেলেটির বয়স নিয়ে বিতর্ক হচ্ছে, তার প্রকৃত বয়স জানতে সম্ভবত আগামিকাল তার হাড়ের পরীক্ষা হবে বলেও জানিয়ে দিয়েছেন পুলিশের যুগ্ম কমিশনার। এ ছাড়া, আর এক অভিযুক্ত সালিম আনসারি ঘটনার পরে মোবাইলে
যে ছবি তুলে মুছে দিয়েছিল, তদন্তের স্বার্থে সেই ছবি একটি সফটওয়্যারের সাহায্যে পুনরুদ্ধার করারও চেষ্টা হচ্ছে।
|
পুরনো খবর: তদন্তে মোড়, সন্দেহ পুলিশ-দুষ্কৃতী আঁতাঁতের |
|
|
|
|
|