বঙ্গাইগাঁওয়ে সাইকেল বোমা বিস্ফোরণ, সতর্কতা জলপাইগুড়িতে
কেএলওর ডাকা বনধ ব্যর্থ উত্তরে
কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের ডাকা বুধবার ২৪ ঘণ্টার কামতাপুর বনধের সকালে সীমান্তবর্তী অসম সাইকেল বোমা বিস্ফোরণের ঘটনায় চূড়ান্ত সর্তকতা জারি করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। বুধবার উত্তরবঙ্গ ও নিম্ন অসমে বনধের ডাক দিয়েছিল কেএলও। বনধের কারণে জলপাইগুড়ি জেলায় বেসরকারি পরিবহণ ছাড়া অন্য কোনও প্রভাব না পড়লেও অসমের বঙ্গাইগাঁওতে বিস্ফোরণের ঘটনার পরে জেলা পুলিশের তরফে কোনও ঝুঁকি না নিয়েই জেলার সবকটি থানাকেই সর্তক করে দেওয়া হয়েছে।
কেএলও-র ডাকা বন্ধের এর প্রভাব পড়েনি উত্তরে। স্বাভাবিক ছিল ময়নাগুড়ির জনজীবন।
রামসাই এলাকার একটি চা বাগানে অন্য দিনের মতোই কাজ হচ্ছে। বুধবার ছবি তুলেছেন দীপঙ্কর ঘটক।
সন্দেহভাজন জঙ্গিদের সাইকেলে রাখা এক শক্তিশালী বোমা বিস্ফোরণে হয় বঙ্গাইগাঁও শহরে। মায়াপুরি সিনেমা হলের কাছে ওই ঘটনায় কোন ধরণের হতাহতের খবর মেলেনি। বুধবার বেলা ১২টা নাগাদ ঘটানাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে ওই এলাকার একটি মুদি দোকানের কাছে প্রচণ্ড শব্দে বোমাটি ফাটে।
সাইকেলটি দুমড়ে মুচড়ে যাওয়া ছাড়াও দোকানটির সামনের দিকের কিছুটা অংশ ক্ষতি হয়েছে। কোকরাঝাড়ের পুলিশ সুপার অভিজিৎ বরা জানান, নাশকতার জন্য আলোচনা বিরোধী এনডিএফবি সংবিজিত গোষ্ঠী বোমাটি ফাটিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, সপ্তাহ খানেক আগে বারোবিসার বাসে যে বিস্ফোরক রাখা ছিল, বঙ্গাইগাঁওতেও একই বিস্ফোরক মিলেছে।
এ দিন বনধ পর্ব মিটলেও আগামী শনিবার পর্যন্ত জেলার সর্বত্র নাকা তল্লাশি, সাদা পোশাকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সব থানাকে।
নাশকতার আশঙ্কায় ‘স্নিফার ডগ’ নিয়ে বাস স্ট্যান্ডে পুলিশি
তল্লাশি আলিপুরদুয়ার শহরে। বুধবার ছবি তুলেছেন নারায়ণ দে।
জলপাইগড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “বনধে জেলায় কোনও সাড়া পড়েনি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে জেলার সর্বত্র চূড়ান্ত সর্তকতা জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
এ দিন সকাল থেকেই জলপাইগুড়ি থেকে ডুয়ার্সগামী বাস চলাচল বন্ধ ছিল। যদিও জলপাইগুড়ি-শিলিগুড়ির বাস চলাচল স্বাভাবিক ছিল। ট্রেনেও প্রভাব পড়েনি। ময়নাগুড়ি, ধূপগুড়ি ও আলিপুরদুয়ারেও এ দিন বেসরকারি বাস খুব একটা চলাচল করেনি। বাস না পেয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। তবে জেলার সর্বত্রই দোকান বাজার খোলা ছিল। জলপাইগুড়ি ডুয়ার্স বাস মালিক সংগঠনের সম্পাদক গৌরব চক্রবর্তী বলেন, “বনধের কারণ নয়। জন্মাষ্টমীর কারণেই অনেক বাস চলাচল করেনি।” স্বীকার না করলেও কেএলওর ডাকা বনধে আতঙ্কের কারণেই বেসরকারি বাস এ দিন পথে নামেনি বলে পুলিশ মনে করছে। ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ারের গ্রাম এলাকায় কিছু দোকান-পাট বন্ধ ছিল। গত ২৪ অগস্ট ই-মেলের মাধ্যমে প্রেস বিবৃতি জারি করে ২৮ অগস্ট ২৪ ঘণ্টা বন্ধ এবং কালা দিবস পালনের কথা ঘোষণা করে কেএলও। বিবৃতিতে দাবি করা হয়েছিল, কামতাপুর রাজ্যের দাবিতে দীর্ঘদিন আন্দোলন চললেও সরকারের তরফে পদক্ষেপ করা হয়নি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.