টুকরো খবর |
নয়া মালবাহী বিমান আজ পাচ্ছে বায়ুসেনা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ভারতীয় বিমানবাহিনীর আধুনিকীরণের পথে আরও এক গুরুত্বপূর্ণ দিন আগামিকাল। বোয়িং নির্মিত অত্যাধুনিক মালবাহী বিমান ‘সি১৭ গ্লোবমাস্টার ৩’ আগামিকাল বিমানবাহিনীর অন্তর্ভুক্ত হবে। প্রায় ৮০ টন পণ্য এবং দেড়শো জন সশস্ত্র সেনা বহনে সক্ষম এই অতিকায় বিমান। প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি আগামিকাল দিল্লির অদূরে হিন্ডন এয়ারবেসে বিমানটিকে নতুন ‘৮১ স্কোয়াড্রন’-এর অন্তর্ভুক্ত করবেন। এই ধরনের ১০টি বিমান কেনার জন্য আমেরিকার সঙ্গে ২০ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের। তার মধ্যে তিনটি বিমান ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। বাকিগুলি চলতি বছরের শেষের দিকে পৌঁছনোর কথা। এত দিন বিমানবাহিনীতে ভারী মালবাহী বিমান বলতে ছিল ৪০ টনের মতো পণ্য বহনে সক্ষম রুশ ইলিউশিন-৭৬। কিন্তু এখন তার জায়গায় আনা হচ্ছে গ্লোবমাস্টার এবং ‘সি-১৩০জে সুপার হারকিউলিস’ বিমানকে। ক’দিন আগে এই ধরনের একটি সুপার হারকিউলিস বিমানকেই চিন সীমান্ত ঘেঁষা পৃথিবীর সর্বোচ্চ বিমানঘাঁটি দৌলত বেগ ওল্ডি-তে নামানো হয়েছিল।
|
আক্রান্ত সরকারি কর্তারা
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
বেআইনি মজুতদারদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হলেন পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসনের কয়েকজন অফিসার।
জেলাশাসক কিরণ গিত্যে বলেন, ‘‘অবৈধভাবে মজুত রেশনের চাল উদ্ধার করতে গিয়েছিলেন একটি প্রশাসনিক দলের সদস্যরা। উত্তেজিত জনতার ছোঁড়া ইট-পাথরের আঘাতে ৪-৫ জন জখম হন। তাঁদের মধ্যে রয়েছেন ডেপুটি কালেক্টর দেবযানী চৌধুরী এবং জিরানিয়ার মহকুমা শাসক রতন বিশ্বাসও।’’ প্রশাসনিক সূত্রের খবর, গতকাল মহকুমার বিভিন্ন এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছিল দলটি। সন্ধ্যায় খুমলুঙ এডিসি ভিলেজ এলাকায় বিভীষণ দেববর্মার গুদামে হানা দেওয়া হয়। গুদামের তালা ভাঙার সময় কয়েক’শো মানুষ তাঁদের ঘিরে ধরে। শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে অভিযানকারী দলটি ফিরে যায়। জেলাশাসকের ব্যাখ্যা, ‘‘ঘটনার সময় সেখানে পর্যাপ্ত পুলিশকর্মী ছিলেন না।” পাশাপাশি তিনি জানান, বেআইনিভাবে রেশনের চাল-সহ অন্যান্য সামগ্রী যাঁরা মজুত করেছে, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। ঘটনায় জড়িত অভিযোগে নীহারবাসী ত্রিপুরা এবং রমেশ দেববর্মা নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের তল্লাশি চলছে।
|
যুবতীকে ধর্ষণ, ধৃত এক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মরিগাঁওয়ের প্রাগজ্যোতিষপুর থানার ভেরভেরি গ্রামে। পুলিশ জানিয়েছে, জুলাই মাসে বিয়ে হয়েছিল অভিযোগকারিণীর। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় শ্বশুরবাড়ির কাছেই ওই যুবতীকে অপহরণ করে দুই ব্যক্তি। অভিযোগ, জোর করে তাঁকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। ধর্ষণের পর চলন্ত গাড়ি থেকেই তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। যুবতীর পরিজনরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, ওই ঘটনায় জড়িত লোকজন তাঁদের ভয় দেখাচ্ছে। টাকার বদলে মামলা তুলে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে তাঁদের পরিবারকে। শনিবার পর্যন্ত এই ঘটনায় জড়িত কেউ গ্রেফতার না-হওয়ায় থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। থানা ঘেরাও করা হয়। এরপরই পুলিশ অঞ্জন দাস নামে একজনকে গ্রেফতার করে। অভিযুক্ত বাবু বিশ্বাসের খোঁজ চলছে।
|
তরুণী-গণধর্ষণে অভিযুক্ত বাড়িওয়ালার ছেলে, বন্ধু
নিজস্ব সংবাদদাতা • গাজিয়াবাদ |
অফিস থেকে বাড়ি ফেরার পথে বাড়িওয়ালার ছেলে ও তার বন্ধুর হাতে গণধর্ষণের শিকার হলেন বাইশ বছরের এক তরুণী। শনিবার রাতে ঘটনাটি ঘটে গাজিয়াবাদের কবিনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম যথাক্রমে ঋষি ও রাজু। ধর্ষিতার বয়ানের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কবিনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, শনিবার রাতে বাড়ি ফেরার সময় হঠাৎই তাঁর পথ আটকায় বছর সাতাশের ঋষি। জোর করে তাঁকে টেনে তোলে বন্ধু রাজুর গাড়িতে। এর পর নির্জন এক এলাকায় নিয়ে গিয়ে দু’জন মিলে ধষর্ণ করে তাঁকে। ঘটনার কথা কাউকে না জানানোর হুমকিও দেয় তারা। দুষ্কৃতীদের কবল থেকে রেহাই পাওয়ার পর বাড়ি ফিরে এসে ঘটনার কথা নিজের ভাইকে জানান তিনি। এর পরই বাড়ির লোকজন তাঁকে থানায় নিয়ে যান। দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন কবিনগর থানার সার্কেল অফিসার কে এস টালন।
|
প্রতি ঘণ্টায় পণের বলি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রতি ঘণ্টায় ভারতে পণ প্রথার বলি এক জন মহিলা। এক বেসরকারি সংস্থার সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। জাতীয় অপরাধ নথিভুক্তিকরণ দফতরের রিপোর্ট বলছে, শুধু ২০১২ সালেই ৮২৩৩ জন মহিলার মৃত্যু হয়েছে পণ নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েনের জেরে। দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সুমন নালওয়ার মত, বিভিন্ন কারণে ভারতে এ ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে। শুধু নিম্নবিত্ত পরিবারগুলির ক্ষেত্রেই নয়, উচ্চবিত্ত, শিক্ষিত পরিবারের মেয়েরাও পণের বলি হচ্ছেন। তাঁর দাবি, পণ প্রথা দমনে ভারতে যে আইনটি বলবৎ রয়েছে সেটির সংশোধন প্রয়োজন।
|
বড়োভূমি ছাড়তে হুঁশিয়ারি জঙ্গিদের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভিনরাজ্যের ‘দখলদার’দের বড়োভূমি ছাড়তে বলল এনডিএফবি-র সংবিজিৎ গোষ্ঠী। ওই জঙ্গি সংগঠনের বক্তব্য, সাত দশক ধরে বহিরাগত ‘ভারতীয়’রা বড়ো বাসিন্দাদের অধিকার খর্ব করছে। শোষণও চালাচ্ছে। সংগঠনটির মুখপাত্র বি আর ফেরেংগার কথায়, “ভারতীয়দের হাত থেকে স্বাধীনতা অর্জন না-করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।” তিনি জানান, ভিন্রাজ্যের ব্যবসায়ীরা বড়োভূমিতে থাকতে চাইলে আপত্তি নেই। কিন্তু, সে ক্ষেত্রে ওই ব্যবসায়ীদের এনডিএফবি-কে কর দিতে হবে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী এবং দেড় বছরের শিশুপুত্র। ঘটনার প্রতিবাদে প্রায় দু’ঘণ্টা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে ধুবুরি জেলার গৌরীপুর থানার মাটিয়াবাগ গ্রামের কাছে জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিজামুল হক (৪২)। তাঁর বাড়ি গৌরীপুরের চার যোগীপাড়া গ্রামে।
|
নাবালিকা-ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মহসিদ। ওই নাবালিকার বয়ানের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার বিকেলে দক্ষিণ-পূর্ব দিল্লিতে নিজের বাড়ির বাইরে খেলছিল মেয়েটি। তখনই তাকে চকোলেটের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় মহসিদ। পরে মেয়েটির আর্তনাদ শুনে ছুটে আসেন বাড়ির লোকজন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রমাণিত হয় ধর্ষণ।
|
খুন দম্পতি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
কাছাড়ের মনিয়ারখাল চা বাগানের একটি পুকুর থেকে এক দম্পতির দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁদের খুন করা হয়েছে। পুলিশ জানায়, দু’জনের নাম চম্পা রায় এবং মনিকা। চম্পাবাবুর মাথার পিছনে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। দেহগুলি ময়না তদন্ত পাঠানো হয়েছে। মনিকাদেবীর পরিজনদের অভিযোগ, প্রতিবেশি দুই ব্যক্তি ওই ঘটনায় জড়িত। রবিবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
যুবতীকে ধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মরিগাঁওয়ের প্রাগজ্যোতিষপুর থানার ভেরভেরি গ্রামে। পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ওই যুবতীকে দুই ব্যক্তি জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে। পরে চলন্ত গাড়ি থেকেই তাঁকে ফেলে দেয়। যুবতীর পরিবারের অভিযোগ, টাকার নিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
|
আমেরিকা যাচ্ছেন সনিয়া
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মেডিক্যাল চেক-আপের জন্য সনিয়া গাঁধী আমেরিকা যাচ্ছেন বলে কংগ্রেস সূত্রের খবর। ২০১১ সালের অগস্টে আমেরিকায় সনিয়ার অস্ত্রোপচার হয়। পরে দু’বার চেক-আপের জন্য সে দেশে গিয়েছিলেন তিনি। সম্প্রতি সংসদে বিতর্ক চলার সময়ে অসুস্থ হয়ে পড়েন সনিয়া। তাঁকে এইমস-এ ভর্তি করা হয়।
|
অভিযুক্তদের শনাক্তকরণ প্যারেড
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
চিত্রসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্তকরণ প্যারেডে হাজির করাতে চায় মুম্বই পুলিশ। কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার কথা অভিযুক্ত পাঁচ জনের। এর পর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হবে তাদের। তার আগেই অভিযুক্ত শনাক্তকরণের এই প্রক্রিয়া সারতে চায় পুলিশ।
পুরনো খবর: আগেও হয়তো ধর্ষণ করেছে ধৃতেরা: পুলিশ
|
|