টুকরো খবর |
ভোট-মাচা
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
|
বাঁশের খুঁটির উপরে তৈরি মাচা। মাটি থেকে উচ্চতা বড়জোর ৫-৭ ফুট। এমনই অস্থায়ী মাচা এখন হলদিবাড়ির গলিতে গলিতে। কোনও মাচায় উড়ছে তেরঙ্গা কোথাও আবার লাল। সামনেই হলদিবাড়ি পুরসভার ভোট। দেওয়াল লিখন-ফ্লেক্স, সভা-মিছিলের পাশাপাশি মাচাকে অস্ত্র করেও প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। পাড়ার মোড়ে তৈরি মাচায় এসে আড্ডা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যে পতাকা লাগানো মাচায় ভিড় বেশি, সে দল ততবেশি আপ্লুত। নেতা-কর্মীদের ধারণা, মাচায় বসে স্থানীয় বাসিন্দাদের আড্ডা সরাসরি প্রতিফলন হবে ভোট বাক্সে। ওই ধারণা থেকেই সব দলের মধ্যেই মাচা তৈরির হিড়িক শুরু হয়েছে। কংগ্রেস এবং তৃণমূল শহরের ১১টি ওয়ার্ডে এখনও ১০টি করে মাচা তৈরি হয়েছে। অন্য দিকে, বামফ্রন্ট শহরে ৯০টি মাচা গড়েছে।
|
ছবি তুলেছেন রাজা বন্দ্যোপাধ্যায়।
|
পথ সারাতে ডাক টানা অবরোধের |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
|
পানি-পথ। চাঁচলে ৮১ নম্বর জাতীয় সড়কে বাপি মজুমদারের তোলা ছবি। |
বেহাল ৮১ নম্বর জাতীয় সড়ক সংস্কার না হওয়ায় ১০ অগস্ট থেকে লাগাতার রাস্তা অবরোধের ডাক দিয়েছে চাঁচল মহকুমার ব্যবসায়ী ও বাসিন্দারা। রবিবার সামসিতে ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি সর্বদল বৈঠক বসে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি-সহ সাধারণ বাসিন্দারাও উপস্থিত হন বলে জানা গিয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে। বৈঠকে স্থির হয়েছে, কোর কমিটির সদস্যরা বিভিন্ন এলাকায় সড়ক অবরোধে নেতৃত্ব দেবেন। ব্যবসায়ী সমিতির অভিযোগ, গাজল থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ৮১ নম্বর জাতীয় সড়কের অধিকাংশ এলাকাতেই পিচের প্রলেপ উঠে গিয়েছে। বর্ষার সময়ে রাস্তার গর্তগুলি জলাশয়ের আকার ধারণ করেছে বলে অভিযোগ। বৈঠকে উপস্থিত, মালদহ বাস মিনিবাস ওনার্স অ্যসোসিয়েশনের সম্পাদক নিমাই বিশ্বাস বলেন, “বেহাল সড়কের জন্য প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।” চাঁচল ও সামসি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণগোপাল পোদ্দার এবং প্রবীর চৌধুরী এই দিন বলেছেন, “সড়ক মেরামতির জন্য জেলা প্রশাসনের কাছে বার বার অনুরোধ জানানো হয়েছিল। তবে প্রশাসন প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি। ফলে বাধ্য হয়েই এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
|
কংগ্রেসের সমর্থন চাইল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
জেলা পরিষদ দখলের জন্য বাম-বিরোধী শক্তির সমর্থন চেয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুকুল রায়। এ বার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পদে তাঁদের প্রার্থীর জন্য সমর্থন চেয়ে সরাসরিই কংগ্রেসের কাছে প্রকাশ্য আবেদন জানালেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক অমল আচার্য। করণদিঘিতে রবিবার পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অমলবাবু বলেছেন, “জেলা পরিষদে আমরা বামফ্রন্টকে ঠেকাতে বদ্ধপরিকর। সেই কারণেই আমাদের প্রার্থীকে সমর্থন করার জন্য কংগ্রেসের কাছে আর্জি জানাচ্ছি।” কংগ্রেস সভাধিপতির আসনে প্রার্থী না দিয়ে তৃণমূল প্রার্থীকে তাদের প্রয়োজনে সহ-সভাধিপতি ও কিছু কর্মাধ্যক্ষের পদ ছাড়া হবে বলেও অমলবাবু জানিয়ে রেখেছেন। উত্তর দিনাজপুর জেলা পরিষদের ২৬টি আসনের মধ্যে বামফ্রন্ট পেয়েছে ১৩টি। কংগ্রেস ৮টি ও তৃণমূল পাঁচটি আসন পেয়েছে। কংগ্রেস তৃণমূলকে সমর্থন করলে সেখানে তারা মিলিত ভাবে এবং বাম, দু’পক্ষই ১৩টি করে ভোট পাওয়ার কথা। এই রকম হলে বামেদের এক জন সদস্য তাঁদের সমর্থন করবেন বলে অমলবাবু তাঁর নাম বলেননি। বোর্ড গঠনের কথা ১১ সেপ্টেম্বর।
|
বাজার বন্ধ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
তৃণমূলের ডাকে রবিবার চোপড়া বাজারে ৬ ঘণ্টা বন্ধ পালিত হয়েছে। শনিবার সিপিএমের কর্মীরা তাদের পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে তৃণমূলের অভিযোগ। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধের ডাক দেয় তৃণমূল। সিপিএমের পাল্টা অভিযোগ চোপড়ায় ২টি শাখা অফিসে তালা ঝুলিয়েছে তৃণমূল। চোপড়ার বিধায়ক তথা তৃণমূল নেতা হামিদূল রহমান বলেন, “সিপিএম আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। অথচ প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না” পাল্টা অভিযোগ করে সিপিএম-এর জোনাল কমিটির সম্পাদক আনারুল হক বলেছেন, “তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলই আমাদের দুইটি শাখা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। বিষয়টি প্রশাসনে জানানো হয়েছে।” এই দিন ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেছেন, “তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
|
সেতু থেকে যুগলে ঝাঁপ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
নদী থেকে জখম এক তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন বাসিন্দারা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মাথাভাঙা থানার পঞ্চানন সেতু এলাকায়। পুলিশ সূত্রের খবর, ওই তরুণীর বাড়ি মাথাভাঙার শিলডাঙ্গায়। এ দিন সন্ধ্যায় এক তরুণ-তরুণী সেতু থেকে নদীর জলে ঝাঁপ দেন বলে অভিযোগ। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে তরুণীকে উদ্ধার করলেও তরুণের খোঁজ মেলেনি। তবে ঠিক কী কারণে তাঁরা জলে ঝাঁপ দিয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “উদ্ধার হওয়া এই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই তরুণ সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তরুণী সুস্থ হলে পুরোপুরি ঘটনাটি পরিষ্কার হবে।
|
জমির বিবাদে খুন
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
জমিতে গরু ঢোকা নিয়ে বিবাদের জেরে ভাইপোকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে কাকার বিরুদ্ধে। মালদহের রতুয়ার চম্পানগর হাট এলাকায় শনিবার বাতে এই ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রাইজুল হক (২০)। রাইজুলের বাবা হায়াত আলির পোষা গরু শনিবার রাতে তাঁরই খুড়তুতো ভাই সাহাব আলির জমিতে ঢোকে। এ নিয়ে সন্ধ্যায় দুই ভাইয়ের বিবাদ থেকে হাতাহাতির সূত্রপাত হয়। সেই সময়ে রাইজুল ঘটনাস্থলে গেলে, সাহাব আলি রাইজুলের পেটে হাঁসুয়া দিয়ে কোপ দেয় বলে অভিযোগ। ঘটনার পরে অভিযুক্ত সাহাব পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাইজুলের মৃত্যু হয়। এ দিন জেলার পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেছেন, “অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।”
|
দেহ উদ্ধার |
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার ডাঙ্গাপাড়া এলাকাতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম ধ্রুব রায় (৪৩)। এদিন রাতেই ওই ব্যক্তিকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারেরর সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন।
|
ধর্ষণের অভিযোগ |
এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে পড়শি দুই যুবকের বিরুদ্ধে। দিনহাটার নয়ারহাটে রেল গেট এলাকা ঘটনাটি ঘটেছে। রবিবার বিকেলে বধূ থানায় অভিযোগ জানান। শনিবার রাতে প্রতিবেশী দুই যুবক মহিলাকে ধর্ষণ করে। |
|