|
|
|
|
তৃণমূলের কোন্দলে যাত্রী ভোগান্তি |
মাথাভাঙায় বাস ধর্মঘট
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বাস চলাচলের সময় নিয়ে গোলমালের জেরে রবিবার সকাল থেকে লাগাতার বাস ধর্মঘট শুরু করেছে মাথাভাঙা মহকুমা বেসরকারি যাত্রী পরিবহন ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন সকাল ১১টা থেকে ধর্মঘটের জেরে নাকাল হতে হয়েছে যাত্রীদের। দুর্ভোগে পড়েন বহু যাত্রী। বাসের সময় নিয়ে গোলমাল বিবাদের সূত্রপাত হলেও, শাসক দল তৃণমূলের দুটি গোষ্ঠীর কোন্দলই ধমর্ঘট পর্যন্ত গড়িয়েছে বলে অভিযোগ। পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক তথা মাথাভাঙার নেতা নজরুল হকের মদতে এক দল যুবক বাস মালিকদের উপরে হামলা করেছে। অন্যদিকে, নজরুলবাবু দাবি করেছেন, তিনি ওই বিষয়ে কিছুই জানেন না। অযথা আমার নাম জড়ানো হচ্ছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের মাথাভাঙা মুহকুমার সভাপতি আলিজার রহমান বলেন, “ওই ঘটনায় শ্রমিক সংগঠনের কেউ জড়িত থাকলে তার দায় সংগঠন নেবে না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
তৃণমূল সূত্রের খবর, তৃণমূল নেতা নজরুল হকের অনুগামীদের সঙ্গে ওই দলেরই এক শ্রমিক নেতা আলিজার রহমানের বিবাদ দীঘ দিন ধরে। বাস মালিকদের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর গোলমাল চলছিল। অ্যাসোসিয়েশনের অধিকাংশ পদাধিকারীরাই আলিজারের ঘনিষ্ট বলে পরিচিত। রবিবার একটি বাস সময় মেনে চলছে না বলে অভিযোগ করে স্থানীয় কলেজ মোড়ে গাড়িটিকে পরিবহণ কর্মীরা আটকে দেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে বাস মালিকদের সংগঠন সম্পাদক চন্দ্রশেখর রায় বসুনিয়া-সহ কয়েক জন সদস্য সেখানে যান। সেখানে তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেছেন, “তৃণমূলের প্রভাবশালী নজরুল হকের মদতে আমাদের হেনস্থা করা হয়। থানায় অভিযোগ জানানো হয়েছে।” |
|
|
|
|
|