টুকরো খবর
ডেঙ্গি রোগীর সংখ্যা রোজ বাড়ছে শহরে
শহর জুড়ে শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ। শিলিগুড়ির বাগরাকোটে ব্লিচিং ছড়াচ্ছেন
শিলিগুড়ি কলেজের ছাত্র-ছাত্রীরা। রবিবার ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক।
শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। শনিবার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছিলেন শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬০। রবিবার তা বেড়ে দাঁড়ায় ৭৯ জন। শহরের নার্সিংহোমগুলিতে ডেঙ্গিতে আক্রান্ত রোগী রয়েছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ব্লিচিং ছড়ানো, মশার ওষুধ স্প্রে, কোথাও যাতে জমা জল না থাকে সে ব্যাপারে বাসিন্দাদের সচেতন করতে অভিযানে নামা উচিত বলে তাঁরা জানিয়েছেন। পুরসভার তরফে এ ব্যাপারে বিশেষ উদ্যোগ জরুরি বলেও তারা মনে করেন। শিলিগুড়ি কলেজে পড়ুয়াদের একাংশ বিভিন্ন ওয়ার্ডে ব্লিচিং ছড়াতে অভিযানে নামেন। এ দিন বাগরাকোট এলাকায় তারা ওই কাজ করেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রমোদনগর এলাকার বাসিন্দাদের সচেতন করতে প্রচার কর্মসূচি নেওয়া হয়। এলাকার বাসিন্দাদের মধ্যে তারা প্রায় ২০০ মশারি বিলি করেন। ৪২ নম্বর ওয়ার্ডের প্রকাশনগ,লিম্বু বস্তি এলাকাতেও মশারি বিলি করা হয়। শিলিগুড়ি পুর এলাকায় ৪১-৪৪, ৩১-৩৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত বাড়ছে। সব চেয়ে খারাপ হাল ৪২-৪৩ নম্বর ওয়ার্ডে। লাগোয়া রাজগঞ্জ ব্লকের ডেমডেমা বস্তিতেও ডেঙ্গিতে আক্রান্ত অনেকে। জ্বরে আক্রান্ত প্রচুর রোগী হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

পুরনো খবর:

মিটার বক্সে আগুন, আতঙ্ক হাসপাতালে
বড়সড় অগ্নিকাণ্ডের থেকে রক্ষা পেল দিনহাটা হাসপাতাল। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রের খবর, পুরুষ শল্য বিভাগ এবং ওয়ার্ড মাস্টারের ঘরের পাশে থাকা একটি ঘরে বিদ্যুতের মিটার বক্স থেকে আগুন ছড়িয়ে পড়ে। হাসপাতালের একাংশে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং তাঁদের পরিজনদের মধ্যে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তাঁর আগেই হাসপাতালের কর্মীরা আগুন প্রতিরোধ ব্যবস্থার সাহায্যে আগুন নিভিয়ে ফেলে বলে জানা গিয়েছে। গত সপ্তাহে এক নার্সিংহোমে একই ভাবে আগুন লেগে গিয়েছিল বলে দমকল সূত্রে জানা গিয়েছে। বিদ্যুৎ পর্ষদের বিভাগীয় ম্যানেজার বিষ্ণু দত্ত বলেন, “দিনহাটা হাসপাতালের মিটার বক্সে আগুন লেগেছে বলে আমাদের জানানো হয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হবে।” হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

অসমে নতুন স্বাস্থ্য পরিষেবা
অসমে রোগীদের জন্য টেলি-রেডিওলজি পরিষেবার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। আজ একইসঙ্গে চালু হল মা এবং শিশুর জন্য কল-সেন্টারও। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গুয়াহাটির মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতালে টেলি-রেডিওলজি ব্যবস্থা চালু হচ্ছে। প্রাথমিকভাবে ছ’টি জেলা ওই পরিষেবার আওতায় আসবে। জেলা হাসপাতালে রেডিওলজিস্ট না-থাকলেও, ওই পরিষেবার মাধ্যমে সেখানে রোগীদের সিটি-স্ক্যান করা সম্ভব হবে। দারিদ্র্য সীমার নীচে বসবাসকারীরা ওই পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এ দিন প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, গুয়াহাটির বামুনিমৈদামে এমসিটিএস কলসেন্টার থেকে মা এবং শিশুর প্রয়োজনীয় খবরাখবর ফোনে জানানো হবে।

না জানিয়ে অনুপস্থিত, শো-কজ চিকিৎসককে
বিএমওএইচকে না জানিয়ে ছুটি নেওয়ায় হরিহরপাড়ার বহরান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসককে শো-কজ করার নির্দেশ দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী। শনিবার বিমল রায় নামে ওই চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীর চিকিৎসা করছিলেন চতুর্থ শ্রেণির এক কর্মী। ঘটনার জেরে বিক্ষোভ দেখান স্থানীয় ব্লক রোগী কল্যাণ সমিতির সদস্যরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার দায়িত্বে থাকা স্বাস্থ্যকেন্দ্রের দু’জন চিকিৎসকের মধ্যে একজন ছুটিতে ছিলেন। অন্যজন বিএমওএইচকে না জানিয়েই এ দিন অনুপস্থিত ছিলেন। সিস্টারও পৌঁছননি। ফলে রোগীর চাপ ‘সামলাতে’ প্রেসক্রিপশন লেখা থেকে শুরু করে ওষুধ দেওয়ার মতো নানা কাজ সামলাচ্ছিলেন চতুর্থ শ্রেণির ওই কর্মী। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী বলেন, “চিকিৎসকের অনুপস্থিতি ও চতুর্থ শ্রেণির ওই কর্মীর চিকিৎসার কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে।”

শহিদ স্মরণে রক্তদান
১৯৩৩ সালের ২ সেপ্টেম্বর ইংরেজ জেলাশাসক বার্জকে হত্যা করা হয়। তার দায় বর্তেছিল অনাথবন্ধু পাঁজা, মৃগেন দত্তের উপর। বার্জের দেহরক্ষীর গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান অনাথবন্ধু। পরদিন হাসপাতালে মৃত্যু হয় মৃগেনের। দিনটিকে স্মরণে রেখে রবিবার এক রক্তদান শিবির হল শহরের পালবাড়িতে। কংগ্রেসের পালবাড়ি শাখার উদ্যোগে শিবিরে ৫৫ জন মহিলা-সহ ১৬০ জন রক্ত দেন। অশোকনগর রেনেসাঁস ক্লাবের উদ্যোগেও এ দিন রক্তদান শিবির হয়। রবিবার গড়বেতার দলদলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির হয়। আয়োজক দিশা ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। শিবিরে মোট ৪০ জন রক্ত দিয়েছেন।

ময়নাতদন্ত নিয়ে হাসপাতালে গোলমাল
ময়নাতদন্ত না করিয়েই অস্বাভাবিক ভাবে মৃত এক মহিলার দেহ পরিবারের লোকেরা হাসপাতাল থেকে নিতে চাইলে তা নিয়ে গোলমাল বাধল শিলিগুড়ি জেলা হাসপাতালে। রবিবারে ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, মৃতার নাম রোমা সেন (৩৬)। বাড়ি শালগাড়ার ডেমডেমা এলাকায়। সাপ বা বিষাক্ত কোনও পোকার কামড়ে অসুস্থ ওই মহিলা ভর্তির কিছুক্ষণ পরেই মারা যান। বেলা সাড়ে ৪টেতে মৃতের পরিবার ময়নাতদন্ত না করিয়েই দেহ নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ রাজি হননি। তা নিয়েই হাসপাতালে গোলমাল শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ক্যানসার-কর্মশালা
ক্যানসার নিয়ে একটি কর্মশালা ও আলোচনা চক্র হল চিত্তরঞ্জনে। কস্তুরবা গাঁধী হাসপাতালে রবিবার এক স্বেচ্ছাসেবী সংস্থা ওই কর্মশালা আয়োজন করে। যোগ দেন ঠাকুরপুকুর ক্যানসার রির্সাচ হাসপাতালের চেয়ারম্যান অর্ণব গুপ্ত, কস্তুরবা হাসপাতালের সিএমএস সঞ্জয়কুমার প্রমুখ।

দক্ষ স্বাস্থ্যকর্মী গড়তে
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কাজ করার জন্য দক্ষ কর্মী তৈরি করতে নিউ টাউনে ক্যাম্পাস খুলল চার্নক হেল্থককেয়ার ইনস্টিটিউট। কর্তৃপক্ষের দাবি, চার্নক হাসপাতালের উদ্যোগে তৈরি এই প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের বৃহত্তম স্বাস্থ্য বিষয়ক পঠনপাঠনের কেন্দ্র। ৪০ কোটি টাকা লগ্নিতে গড়া ক্যাম্পাসে নার্সিং, প্যারামেডিক্যাল, প্রশাসনিক কাজকর্ম-সহ বিভিন্ন বিষয় পড়ানো হবে।

স্বাস্থ্য শিবির
মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের (বালক) প্রাক্তনী ছাত্র সংসদের উদ্যোগে শনিবার স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.