পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে ডুয়ার্সের আলিপুরদুয়ার-২ ব্লকের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পঞ্চায়েতের ১৫টি মৌজার মধ্যে মাত্র দুটি এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা থাকলেও বাকি এলাকাগুলিতে এখনও পরিশ্রুত জল পৌঁছে দেওয়া যায়নি। ফলে নানা রকমের পেটের রোগ থেকে শুরু করে জলবাহিত রোগে ভুগছেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, দশ বছর আগে পাইপ বসানোর পর থেকে আর তা আর মেরামত করা হয়নি। ফলে অবস্থা জল সরবরাহের অবস্থা শোচনীয়। আলিপুরদুয়ারের বিডিও অবশ্য এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। বিডিও সজল তামাঙ্গ বলেন, “পানীয় জল পেতে স্থানীয় বাসিন্দাদের যাতে কোনও ধরনেরই সমস্যা না হয় সেটা দেখা হবে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সঙ্গে কথা বলব। যত দ্রুত সম্ভব জলের সমস্যার সমাধান করা হবে।” স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর ভাটিবাড়ির বিস্তীর্ণ এলাকা, বিশেষত বোড়াগাড়ি এলাকায় জল যাচ্ছে না। ভাটিবাড়ি, চিকলিগুড়ি, থানুপাড়া মৌজা-সহ বাকি ১৩টি মৌজাতেও জলের এই সমস্যা জটিল আকার নিয়েছে। এই এলাকার বাসিন্দাদের একমাত্র ভরসা অগভীর নলকূপ ও কুয়োর অপরিস্রুত জল। এর ফলে পেটের রোগে ভুগতে হচ্ছে স্থানীয় অনেককেই। পাশাপাশি, দুটি জায়গায় নলকূপ বসানো হলেও তা বেশ কিছু দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মহকুমা সহকারী বাস্তুকার আশিস গঙ্গোপাধ্যায় বলেন, “কেন সব এলাকায় জল পৌঁছে দেওয়া যাচ্ছে না সেটা খতিয়ে দেখে দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।” অন্য দিকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রের খবর, এলাকার বাসিন্দাদের একাংশ পানীয় জল সরবরাহের পাইপ ফুটো করে অবৈধ ভাবে জলের সংযোগ নেওয়ার ফলে কিছু এলাকায় পাইপ নষ্ট হয়ে পড়েছে। সেখানে বাইরে থেকে নোংরা জল পাইপে ঢুকে দূষণ ছড়াচ্ছে। বহু পাইপ চুরি হয়ে গিয়েছে। জল সরবরাহের কাজ বিঘ্নিত হচ্ছে। পঞ্চায়েত প্রধান শেফালি দাস বলেন, “জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে সমস্যা সমাধানের আর্জি জানাব। নতুন কয়েকটি নলকূপ বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।” |