টুকরো খবর
নিখোঁজ কিশোরীর হদিস
স্কুলে গিয়ে নিখোঁজ হওয়া এক ছাত্রীর হদিস মিলল তিন দিন পরে মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায়। রবিবার তাকে উদ্ধার করতে পুলিশের সঙ্গে রওনা দিলেন পরিবারের সদস্যেরা। বোরো থানা এলাকার নবম শ্রেণির ওই পড়ুয়া বৃহস্পতিবার স্কুলে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়। বাড়ি না ফেরায় সেই রাতেই বাড়ির লোকেরা থানায় নিখোঁজের ডায়েরি করেন। কিশোরীর কাকার অভিযোগ, “এলাকার এক যুবকের সঙ্গে ভাইঝিকে কথা বলতে দেখা গিয়েছিল। ওই যুবকটিও এলাকায় নেই।” তিনি জানান, শনিবার খাণ্ডোয়া স্টেশনে রেলপুলিশের কর্মীরা ওই দু’জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করে তাঁদের পরিচয় জানতে পারেন। রেলপুলিশই কিশোরীর বাড়িতে ফোন করে খবর দেয়। পুরুলিয়ার পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার বলেন, “ওই কিশোরী আসার পরে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে ও স্বেচ্ছায় সেখানে গিয়েছিল, নাকি কেউ জোর করে নিয়ে গিয়েছিল। তেমন হলে আমরা আইনি পদক্ষেপ করব।”

সিপিএম ছেড়ে তৃণমূলে
সিপিএমের এক ইন্দাস পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ দিলেন। জয়দেব মুদি নামের ওই সদস্য শনিবার দলের বাঁকুড়া জেলা চেয়ারম্যান শ্যাম মুখোপাধ্যায়ের বিষ্ণুপুরের বাড়িতে এসে তৃণমূলে যোগ দেন। শ্যামবাবু বলেন, “দলনেত্রীর আদর্শে কাজ করতে চাওয়ায় আমরা তাঁকে দলের সদস্য পদ দিয়েছি।” যদিও সিপিএমের ইন্দাস জোনাল সম্পাদক অসীম দাসের মন্তব্য, “ওই সদস্যকে জোর করে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে। আগেও দীঘলগ্রাম, রোল ও মঙ্গলপুর পঞ্চায়েতের তিন সদস্যকে একই ভাবে ওরা দলে টেনেছে।” রবিবার বাঘমুণ্ডির সিপিএমের বুড়দা-সুইসা লোকাল কমিটির সদস্য হনুমান কুণ্ডু-সহ সারিডি গ্রামে তাঁর অনুগামীরা তৃণমূলে যোগ দেন। স্থানীয় তৃণমূল নেতা মিহির কুইরি বলেন, “ওঁরা আসায় আমাদের শক্তি বৃদ্ধি হবে।”

বিএসএনএল অফিসে হামলা
পাঁচিল টপকে বিএসএনএল অফিস চত্বরে ঢুকে নৈশরক্ষীকে বেধড়ক মার করে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে বরাবাজার টেলিফোন এক্সচেঞ্জে এই ঘটনাটি ঘটে। ত্রিলোচন মাহাতো নামের ওই রক্ষীর আঘাত গুরুতর। তাঁকে উদ্ধার করে রাতে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় রবিবার সকালে তাঁকে রাঁচির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিএসএনএলের জেটিও (মানবাজার) বিনোদকুমার যাদব বলেন, “জনা চারেক দুষ্কৃতী পাঁচিল টপকে ভিতরে ঢুকে রক্ষীকে লাঠি ও রড দিয়ে মারধর করে। টহলদারি পুলিশের গাড়ি সেখানে যাওয়ায় দুষ্কৃতীরা চম্পট দেয়। কিছু চুরি যায়নি।”

ছাত্রীর দেহ উদ্ধার
এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল স্কুল চত্বরে। শনিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার কেঞ্জাকুড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত সুলেখা দত্ত (১২) কেঞ্জাকুড়ার দত্তপাড়া এলাকার বাসিন্দা। নিজের বাড়ির দোতলার ঘরে এ দিন কেঞ্জাকুড়া গার্লস হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির এই ছাত্রীর ঝুলন্ত দেহ মেলে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। সুলেখার মৃত্যুর পরেই গ্রামবাসী ও স্কুলের অভিভাবকদের একাংশ স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান।

পুরুলিয়ায় চুরি
দরজা ভেঙে গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগ উঠল পুরুলিয়া শহরের দেশবন্ধু রোড এলাকায়। শনিবার সন্ধ্যার ঘটনা। গৃহকর্তা প্রাক্তন স্কুল শিক্ষক ফটিকচন্দ্র মোদকের দাবি, “বাড়ির দরজা বন্ধ করে বাজারে গিয়েছিলাম। ফিরে দেখি সামনের দরজা বন্ধ। কিন্তু আলমারি ভেঙে জিনিসপত্র চুরি গিয়েছে। পিছনের দরজা দিয়ে দুষ্কৃতী পালায়।” পুলিশ তদন্ত শুরু করেছে।

মহিলার দেহ উদ্ধার
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হল বাঘমুণ্ডি থানার তুন্তুড়ি গ্রামে। মৃত লতিকা সিং মুড়ার (৪২) বাড়ি ওই গ্রামে। শনিবার দেহটি উদ্ধার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.