‘সাইকেল চোর’ সন্দেহে এক যুবককে পিটিয়ে মারল জনতা। পঞ্চানন সরকার (৩৮) ওরফে পঞ্চু নামে ওই যুবকের বাড়ি গাইঘাটা থানার উত্তর বাগনা গ্রামে।
শনিবার সকালে স্থানীয় জলেশ্বর বাজারে ঘটনাটি ঘটে। ওই দিন রাত সাড়ে ন’টা নাগাদ বনগাঁ মহকুমা হাসপাতালে মারা যান পঞ্চানন। পঞ্চানন। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। দুপুরে বাড়ির লোক খবর পান, জলেশ্বর বাজারে ওঁকে সাইকেল চোর সন্দেহে মারধর করা হয়েছে। পঞ্চাননের বউদি নীলিমা সরকার বলেন, “দুপুরে খবর পেয়ে জলেশ্বর বাজারে যাই। কিন্তু ওঁকে দেখতে পাইনি। সন্ধ্যায় গাইঘাটা থানায় গিয়ে জানতে পারি, ওঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” পুলিশ জানায়, পঞ্চানন ওই বাজারে একটি সাইকেলে হাত দিয়েছিল বলে জানা গিয়েছে। তখনই তাঁকে চোর সন্দেহে মারধর করা হয়েছে। পরিবার ও প্রতিবেশীদের দাবি, এলাকায় ভাল ছেলে বলেই পরিচিত ছিলেন ওই যুবক। নিহতের ভাগ্নে দেবব্রত সরকার বলেন, “মামার মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছিল। আমরা কিছু নাম পেয়েছি। তা পুলিশকে জানিয়েছি।” তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, আহত পঞ্চাননবাবুকে প্রথমে ঠাকুরনগরে চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অবধি পুলিশ ওঁর পরিচয় জানত না।
|
ছাত্রী নিখোঁজ, পথ অবরোধ বাঁশবেড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • মগরা |
স্কুলে যাবে বলে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়েছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। তারপর থেকে তার কোনও খোঁজ নেই। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রবিবার ঘণ্টাখানেকের জন্য বাঁশবেড়িয়ায় চুঁচুড়া-ত্রিবেণী রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষ। ছাত্রীর বাড়ি বাঁশবেড়িয়ায়। ব্যান্ডেলের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে সে। মঙ্গলবারই থানায় অভিযোগ করে বাড়ির লোক। এলাকায় এসে মগরার ওসি সুখময় চক্রবর্তী বলেন, “ছাত্রীর খোঁজ চলছে।”
|
মাকে মারধরের জন্য দুই ছেলেকে গ্রেফতার করেছে শাসন থানার পুলিশ। শনিবার রাতে শাসন থানার শাসন গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জুলফিকার আলি ও জাহাঙ্গীর আলি। শনিবার রাতে মা সাহিদা বিবিকে মারধর করে দুই ভাই বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। সাহিদা বিবি থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই দুই ভাইকে গ্রেফতার করে।
|
অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন যুবককে জখম অবস্থায় বজবজ স্টেশনের বাইরে বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে। রেল পুলিশ সূত্রের খবর, ভরঘুরে ওই যুবক বজবজ স্টেশন চত্বরেই ঘুরে বেড়ায়। লোকজনকে মারধর করে, কামড়েও দেয়। এ দিন স্টেশন চত্বরে কিছু লোকের সঙ্গে তার ঝামেলা বাধে। তারাই তাকে বেঁধে রাখে বলে অভিযোগ। বজবজের জিআরপি আধিকারিক জানান, বজবজ থানাকে সব জানানো হয়েছে। ওই থানা অবশ্য বলছে, কিছুই জানায়নি রেল পুলিশ । তবে তারা ব্যবস্থা নিচ্ছে।
|
কোন পঞ্চায়েত সমিতিতে কে সভাপতি |
উত্তর ২৪ পরগনা |
হাসনাবাদ: |
সভাপতি জাহাঙ্গীর আলম (সিপিএম)। |
বসিরহাট-১: |
সভাপতি সীমা দাস (তৃণমূল। |
সন্দেশখালি-২: |
সভাপতি অষ্টমী সর্দার (তৃণমূল)। |
বাদুড়িয়া: |
সভাপতি সোমা আড়তদার (সিপিএম)। |
হাড়োয়া: |
সভাপতি খালেক মোল্লা (তৃণমূল)। |
দক্ষিণ ২৪ পরগনা |
কাকদ্বীপ: |
পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব দাস (তৃণমূল)। |
নামখানা: |
পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন শ্রীমন্ত মালি (তৃণমূল)। |
সাগর: |
সভাপতি হলেন অনিতা মাইতি (তৃণমূল)। |
পাথরপ্রতিমা: |
পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন শ্যামা বিশ্বাস (তৃণমূল)। |
|