রজার ফেডেরারের সঙ্গে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের দিকে আরও এক ধাপ এগোলেন রাফায়েল নাদাল। ১২ গ্র্যান্ড স্ল্যামের মালিক চোট সারিয়ে সাত মাস পর চলতি মরসুমে ফেব্রুয়ারিতে কোর্টে ফেরা থেকেই অবিশ্বাস্য ফর্ম দেখিয়ে চলেছেন। ন’টি খেতাব ইতিমধ্যে জিতে ফেলেছেন। যার মধ্যে একটি ফরাসি গ্র্যান্ড স্ল্যাম। স্প্যানিশ সেনসেশনের সেই দুর্ধর্ষ ফর্মের ধাক্কায় এ বার ইউ এস ওপেনের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন ক্রোয়েশিয়ার ইভান ডডিজ। ৬-৪, ৬-৩, ৬-৩। হার্ডকোর্টে টানা ১৮ ম্যাচ জিতে উঠে নাদাল বলেন, “সপ্তাহের সেরা ম্যাচ খেললাম বলে মনে হচ্ছে।”
২০১০ ইউএস ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা দ্বিতীয় বাছাই নাদাল আর ২০০২ এর পর প্রথম গ্র্যান্ড স্ল্যামে সপ্তম বাছাই হিসেবে অংশ নেওয়া ফেডেরার ফ্লাশিং মেডোয় কখনও মুখোমুখি হননি। কেরিয়ারের ১৭ নম্বর গ্র্যান্ড স্ল্যাম আর ষষ্ঠ ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যাম জয়ের দৌড়ে থাকা ফেডেরার এর পর মুখোমুখি হবেন ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোর। যিনি এর আগে গ্র্যান্ড স্লামে কখনও প্রথম দশে থাকা কোনও প্লেয়ারকে হারাননি। আর নাদালের চতুর্থ রাউন্ডের প্রতিদ্বন্দ্বী ২২তম বাছাই জার্মানির ফিলিপ কোলস্রেইবার। যিনি ১৩ নম্বর বাছাই আর যুক্তরাষ্ট্রের এ বারের সবথেকে বড় ভরসা জন ইসনারকে হারান। |
গ্যালারিতে ফের নাদাল-বান্ধবী।
|
মেয়েদের বিভাগে আবার জোড়া অঘটন। গ্র্যান্ড স্ল্যাম জয়ী দুই প্লেয়ার পেত্রা কিভিতোভা আর শ্বেতলানা কুজেনেৎসোভা ছিটকে গিয়েছেন। দু’বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাও ২৬তম বাছাই ফ্রান্সের অ্যালিজ কর্নটের বিরুদ্ধে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতলেন ৬-৭ (২-৭), ৬-৩, ৬-২।
সপ্তম বাছাই কিভিতোভার শুক্রবারই ভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল। এ দিন তিনি ২৭টা আনফোর্সড এরর আর সাতটা ডাবল ফল্ট করে ৩-৬, ০-৬ হারেন বিশ্বের ৮১ নম্বর অবাছাই যুক্তরাষ্ট্রের এ রিসকের কাছে। ম্যাচের পর বলেন, “গত কাল জ্বরের জন্য সারা দিন বিছানায় শুয়ে কেটেছে। চেষ্টা করলাম লড়াই করার কিন্তু পারলাম না। শরীর সঙ্গ দিচ্ছিল না কোর্টে।” রিসকে পরের রাউন্ডে মুখোমুখি বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪৮ নম্বর স্লোভাকিয়ার ড্যানিয়েলা হান্টুকোভার। যিনি ডান কাঁধে ব্যথা নিয়ে চারটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ৩-৬, ৭-৫, ৭-৬ (৭-৪) হারান ইজরায়েলি কোয়ালিফায়ার জুলিয়া গ্লুসকোকে।
রাশিয়ার ২৭তম বাছাই ২০০৪ ইউএস ওপেন জয়ী কুজেনেৎসোভা ৩৫টি আনফোর্সড এরর করে ৫-৭, ১-৬ হারেন বিশ্বের ৮৩ নম্বর ইতালির ফ্লাভিয়া পেনেত্তার কাছে। টুর্নামেন্টে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন পেনেত্তা। দ্বিতীয় রাউন্ডে তিনি ইতালির চতুর্থ বাছাই সারা ইরানিকেও ছিটকে দিয়েছিলেন। পরের রাউন্ডে তাঁর সামনে রোমানিয়ার সামোনা হালেপে। গত তিন মাসে চারটি খেতাব জেতা হালেপ তৃতীয় রাউন্ডে ওঠেন ৬-১, ৬-০ রাশিয়ার ১৪তম বাছাই মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়ে। ম্যাচের পর তিনি বলেন, “অবিশ্বাস্য। জীবনের সেরা ম্যাচ খেললাম মনে হচ্ছে।” |