টুকরো খবর
গুপ্তচর হাঁস গ্রেফতার
গুপ্তচর হাঁস! অন্তত তাই মনে করেছিল মিশরের পুলিশ। সেই হাঁসকে গ্রেফতারও করেছিল তারা। দক্ষিণ মিশরের কেনা প্রদেশে নীল নদে একটি হাঁসের গায়ে সন্দেহজনক বস্তু দেখতে পান এক মৎস্যজীবী। হাঁসের গায়ে গোপন তথ্য সংগ্রহের জন্য কোনও যন্ত্র লাগানো হয়েছে মনে করেছিলেন তিনি। তাই হাঁসটিকে ধরে পুলিশের কাছে নিয়ে যান। পরে পুলিশ জানায়, ওই যন্ত্রটি তথ্য সংগ্রহের জন্য লাগানো হয়নি। পরিযায়ী পাখিদের গতিবিধি জানার জন্য এই ধরনের ‘ট্র্যাকার’ ব্যবহার করেন ফরাসি বিজ্ঞানীরা। মিশরে রাজনৈতিক উত্তাপ চরমে থাকায় এখন যে কোনও সন্দেহজনক বস্তু দেখতে পেলেই আর ঝুঁকি নিচ্ছেন না বাসিন্দারা। জানুয়ারি মাসে অন্য একটি প্রদেশে একটি বার্তাবাহী পায়রাকে ধরা হয়েছিল। তার পায়ে একটি বার্তা ও মাইক্রোফিল্ম আটকানো ছিল। পরীক্ষার জন্য পায়রাটিকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। ইজরায়েলিদের পাঠানো ‘জিপিএস নিয়ন্ত্রিত’ হাঙরের গুজবও শোনা গিয়েছে।

গোসাবায় বাঘে নিয়ে গেল মত্‌স্যজীবীকে
স্ত্রী ও শ্বশুরের সামনে এক মত্‌স্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ। শনিবার গোসাবার গাজিখালির ঘটনা। নিখোঁজ মত্‌স্যজীবীর নাম আনন্দ সাহা। বাড়ি গোসাবার সাতজেলিয়ার এমিলিবাড়ি। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের গাজিখালি খালে মাছ ধরার জন্য ২৯ অগস্ট গ্রাম থেকে বেরিয়েছিলেন আনন্দবাবু, তাঁর স্ত্রী সুভদ্রা সানা ও শ্বশুর কালিপদ মণ্ডল। গ্রামে ফিরে আনন্দবাবুর স্ত্রী সুভদ্রা জানান, শনিবার যখন তাঁরা গাজিখালি খালে জাল পাতছিলেন সেই সময়ে জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে আনন্দবাবুকে টেনে নিয়ে যায়। সুন্দরবন শ্রমজীবী মঞ্চের সম্পাদক পবিত্র মণ্ডল বলেন, “তিন জনের একটি দল সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিল। তাঁদের এক জনকে বাঘে টেনে নিয়ে গিয়েছে।” সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর কিশোর মানকার বলেন, “এমন একটি ঘটনার কথা শুনেছি। সম্ভবত ওই দলটির কোনও অনুমতি ছিল না। সেই জন্য ওরা আমাদের কিছু জানায়নি।”

পরিবেশ রক্ষায়
অনিয়ন্ত্রিত জ্বালানি খরচের ফলে পরিবেশে কার্বন-ডাই অক্সাইড বাড়ছে, বাড়ছে তাপমাত্রা। পাশাপাশি কমছে খনিজ তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাসের পরিমাণ। তাই ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিকল্প শক্তির উৎসের সাহায্য নিতে হবে। কাজে লাগাতে হবে সৌরশক্তিকে। সম্প্রতি পরিবেশ ভবনে সিইএসসি আয়োজিত পরিবেশ সচেতনতা সংক্রান্ত এক অনুষ্ঠানে এ কথা জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজয় বসু। তিনি জানান, মোট প্রয়োজনের ৮০ শতাংশ জ্বালানির জোগান আসে কয়লা পুড়িয়ে। যেখানে জ্বালানির সব চাহিদাই শুধু সৌরশক্তি থেকেই মেটানো সম্ভব। সিইএসসি-র এক আধিকারিক জানান, রাজ্যের ১৬টি স্কুলে এই সচেতনতা শিবির আয়োজিত হয়। দৈনন্দিন জীবনে জ্বালানির অপচয় কমানো সম্ভব ও কী ভাবে সৌরশক্তির পাশাপাশি বর্জ্য থেকেও বিকল্প শক্তির উৎপাদন সম্ভব, সে সম্পর্কে পড়ুয়াদের অবগত করা হয়েছে। অনুষ্ঠানে পড়ুয়াদের সচেতন করতে হাজির ছিলেন ক্রিকেটার অশোক দিন্দাও।

মোবাইলের বিকিরণে নয়া মাত্রা
নতুন মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট বিকিরণ মাত্রা বেঁধে দিল টেলি যোগাযোগ মন্ত্রক। রবিবার থেকেই চালু হল এই নয়া বিধি। ছ’মিনিট মোবাইল ব্যবহারে এক গ্রাম মানব কলা(টিস্যু)-র উপর বিকিরণ মাত্রা ১.৬ ওয়াটের বেশি হতে পারবে না বলে মন্ত্রক সূত্রে খবর। এবং মোবাইলে তা উল্লেখও করতে হবে। মোবাইল ফোনে বিকিরণের মাত্রা নিয়ে এত কড়াকড়ি খুব কম দেশেই রয়েছে। টেলিকম মন্ত্রকের এক অফিসার জানিয়েছেন, পুরনো মোবাইল ফোন বিক্রিতে কোনও নিষেধাজ্ঞা না থাকলেও নতুন ফোনে এই নিয়ম মানতেই হবে।

পুরনো খবর:

৩ পোষ্য খুন
প্রাক্তন পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের তিনটি কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলেছে অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি। শিয়ালকোটের ম্যাগ শহরে মালিকের বাসভবনে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি জার্মানি থেকে ৩ কোটি ৬০ লক্ষ পাকিস্তানি টাকা দিয়ে ওই কুকুর তিনটি আনিয়েছিলেন রেহমান। আততায়ীর খোঁজে পেতে বিশেষ দল তৈরি করেছে পুলিশ। কুকুরের মৃত্যু রহস্য সন্ধানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরেরই সাহায্য নেবে তারা।

হাতির হামলায় ক্ষতিগ্রস্ত ৮টি ঘর, নার্সারি
ডুয়ার্সের গজলডোবায় হাতির হামলায় ৮টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার গভীর রাতে বৈকন্ঠপুর ডিভিশনের তারঘেরার জঙ্গল থেকে গজলডোবার ৭ নম্বর এলাকায় ৩০-৪০টি হাতির দলটি এলাকায় ঢুকে পড়ে। সেই দলের তিনটি হাতি তান্ডব চালায়। ঘরের পাশাপাশি একটি গাছের চারা গাছ তৈরির নার্সারিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

চোরাশিকার
কাজিরাঙায় চোরাশিকার। ফের গন্ডার চোরাশিকার কাজিরাঙায়। বন দফতর সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় বাগোরি রেঞ্জের কাঞ্চনজুরি বন শিবিরের কাছে গুলির শব্দ শোনেন বনরক্ষীরা। তল্লাশিতে গিয়ে জঙ্গলে একটি রক্তাক্ত গন্ডার দেখতে পান। তখনও সেটি বেঁচে ছিল। ওই অবস্থাতেই গন্ডারটির খড়্গ কেটে নিয়েছিল দুষ্কৃতীরা। গন্ডারটির আশপাশে বুনো হাতির দল থাকায় রক্ষীরা সেটির কাছে পৌঁছতে পারেননি। পরে, গন্ডারটির দেহ উদ্ধার করা হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.