নাম সাম্রাজ্যবাদ-বিরোধী মিছিল। দাবি যুদ্ধ নয়, শান্তি চাই। এই মোড়কেই রবিবারের কলকাতায় আসলে শক্তি প্রদর্শনের চেষ্টা করল বামফ্রন্ট। পঞ্চায়েত ভোটে ভরাডুবির পরে এটাই ছিল রাজ্য বামফ্রন্টের তরফে প্রথম বড় কর্মসূচি। মিছিলের বহর দেখে যথেষ্টই উত্সাহিত বাম নেতৃত্ব! |
মিছিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রবিবার। —নিজস্ব চিত্র। |
রানি রাসমণি অ্যাভিনিউ থেকে শুরু হয়ে মৌলালি, আচার্য প্রফুল্লচন্দ্র রোড হয়ে বাম নেতারা যখন উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের মঞ্চে উঠছেন, মিছিলের শেষ ভাগ তখনও রাজাবাজারে! সিরিয়ায় আক্রমণের চেষ্টা, এশিয়ায় সমরসজ্জার জন্য মার্কিন সরকারকে কয়েক হাত নেওয়ার পাশাপাশিই মিছিল শেষের সভা থেকে তৃণমূলকেও বিঁধতে ছাড়নেনি বাম নেতৃত্ব।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর অভিযোগ, “বামফ্রন্টকে উত্খাত করার পিছনে মার্কিন সাম্রাজ্যবাদের ভূমিকা ছিল, এ কথা ভুলে যেতে পারি না। তৃণমূল যে এখন কোটি কোটি টাকা খরচ করছে, তার পিছনেও মার্কিন তল্পিবাহক সংস্থা নেই, এ কথাও বলতে পারি না!”
বামফ্রন্টের শরিক ১১টি দলের নেতৃত্ব ছাড়া এ দিনের মিছিলে অংশগ্রহণ করে সভায় বক্তা ছিলেন প্রাক্তন নকশাল নেতা (তাঁর দল এখন সিআরএলআই) অসীম চট্টোপাধ্যায় এবং ভারতের সাম্যবাদী দলের নেত্রী বর্ণালী মুখোপাধ্যায়। |