ছাড়া পেলেন ম্যান্ডেলা
সংবাদসংস্থা • জোহানেসবার্গ |
ছাড়া পেলেন ম্যান্ডেলা। ফুসফুসে সংক্রমণ নিয়ে জুনে প্রিটোরিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তিন মাস যাবৎ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসিইউ বিভাগে চিকিৎসা চলছিল তাঁর। রবিবার বাড়ি ফেরার অনুমতি পেলেন তিনি। চিকিৎসকেরা অবশ্য জানিয়েছেন, এখনও পুরো সুস্থ নন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট। প্রয়োজন হলে ফের তাঁকে ফিরিয়ে আনা হবে হাসপাতালে। জোহানেসবার্গে তাঁর বাড়িতেই আপাতত চিকিৎসা চলবে। সেখানে গড়ে তোলা হয়েছে আইসিইউ বিভাগের মতোই পরিকাঠামো। প্রিটোরিয়ার চিকিৎসকরাই এখানে ম্যান্ডেলার চিকিৎসার দায়িত্বে থাকবেন। ম্যান্ডেলা ছাড়া পেয়েছেন এই খবর প্রকাশ্যে আসতেই জোহানেসবার্গে প্রাক্তন প্রেসিডেন্টের বাড়ির সামনে ভিড় জমান তাঁর সমর্থকেরা। তাঁদের সকলের প্রার্থনা, সেরে উঠুন দেশের নায়ক।
পুরনো খবর: ভাল নেই ম্যান্ডেলা
|
প্রয়াত সাংবাদিক ডেভিড ফ্রস্ট
সংবাদসংস্থা • লন্ডন |
সাংবাদিক ডেভিড ফ্রস্ট ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সাক্ষাৎকার তাঁর জীবনের সেরা কীর্তি। কুইন্স এলিজাবেথ ক্রুজ শিপে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। শনিবারই ১০ দিনের সফরে যাত্রা করে জাহাজটি। আর সে দিন রাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ফ্রস্টের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। “হ্যালো, গুড ইভনিং অ্যান্ড ওয়েলকাম।” এই ছিল ফ্রস্টের নিজস্ব শৈলী। তবে ১৯৭৭-এ নিক্সনের ধারাবাহিক সাক্ষাৎকারই তাঁকে দুনিয়াজোড়া খ্যাতি এনে দেয়। |