পাহাড়ের তিন মহকুমা নিয়ে রাজ্য হতে পারে না বলে দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের লোকসভার দায়িত্বপ্রাপ্ত সহ-পর্যবেক্ষক সিদ্ধান্তনাথ সিংহ। শনিবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান তিনি। শিলিগুড়িতে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বলেন, “আমরা ছোট রাজ্যের পক্ষে, কিন্তু তা বলে ন্যানো রাজ্য চাই না। তিনটি ছোট মহকুমা নিয়ে রাজ্য গঠন কোনভাবেই সম্ভব নয়।” এ দিন শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গের নেতৃত্বদের নিয়ে এক সম্মেলনে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ, রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় মজুমদার-সহ উত্তরবঙ্গের সব জেলার সভাপতি, সম্পাদকরা। এবার পশ্চিমবঙ্গে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী বিজেপি। এ দিন সিদ্ধান্তবাবু দাবি করেন, বিজেপির ভোট প্রচারে উত্তরবঙ্গে আসতে পারেন নরেন্দ্র মোদী। পাহাড়েও যেতে পারেন তিনি। দার্জিলিঙের মোর্চা সমর্থিত বিজেপি সাংসদ যশোবন্ত সিংহ ভোটের আগে এবং পরে বলেছেন তিনি গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করছেন। কিন্তু সেটা সাংসদ হিসেবে তাঁর “ব্যক্তিগত মতামত” বলে মন্তব্য করেন বিজেপির পশ্চিমবঙ্গের লোকসভার পর্যবেক্ষক। তিনি অভিযোগ করেন, “রাজ্য সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। তাই তাঁর ফল ভুগতে হচ্ছে এখন।” অন্যদিকে কেন্দ্রের কংগ্রেস সরকারও পাহাড়বাসীকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। পাহাড়ের মানুষের ‘আবেগ’ নিয়ে খেলছে কংগ্রেস বলে অভিযোগ বিজেপির। এ দিন বিজেপির তরফ থেকে জানানো হয়, আসন্ন লোকসভা ভোটে রাজ্যের প্রতিটি কেন্দ্রে প্রার্থী দেবেন তাঁরা।
|
ইসলামপুর পঞ্চায়েত সমিতির এক সিপিএম সদস্যকে অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে, ইসলামপুর শহরের পূর্ত দফতরের মোড় এলাকাতে ঘটনাটি ঘটেছে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, অপহৃত ওই সদস্যের নাম মতিবুর রহমান। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে ইসলামপুর শহরে ফেরার পথে বাইকে আসা ৫ জন দুষ্কৃতী মতিবুরকে নিয়ে চলে যায়। সিপিএম এর ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক স্বপন গুহনিয়োগী বলেন, “মতিবুর রহমান নামে আমাদের এক সমর্থককে অপহরণ করেছে তৃণমূল। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।” যদিও তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি মেহেতাব চৌধুরী বলেন, “ওই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে সিপিএম।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা বলেন, “তদন্ত করে দেখা হচ্ছে।”
|
বানারহাটের ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তরা এখনও অধরা। গত মঙ্গলবার সন্ধ্যায় বানারহাটের মরাঘাট চা বাগানের বাসিন্দা এক যুবতীকে বাইকে করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ধর্ষণের পরে ওই যুবতীর গলা টিপের খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে চার দিন কেটে গেলেও মূল অভিযুক্তদের শনাক্ত করাই সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধর্ষিতা যুবতী বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। বর্তমানে সে কথা বলার মতো অবস্থায় নেই বলে জানা গিয়েছে। এদিকে, শনিবার বানারহাটে ঘটনার তদন্ত করতে যান জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অমিত জাভালগি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ সুপার দীর্ঘক্ষণ কথা বলেন। পুলিশ সুপার বলেন, “পুরো ঘটনার তদন্ত চলছে। কিছু সূত্র মিলেছে। তবে তদন্তে শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।”
|
ভোজালি দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে খুনের ঘটনায় প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার মহকুমা আদালত। সাজাপ্রাপ্তের নাম সুধর ওঁরাও। ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ৫ অগস্ট। |