|
|
|
|
নজর গ্রামে, খাদ্য-জমি বিলেই জোর রাহুলের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বাজারে মন্দা। টাকার দর পড়ছে। খাদ্য বিল পাশ হওয়ার জেরে শেয়ার বাজারে ধস। জমি বিল নিয়ে শিল্পমহল অসন্তুষ্ট। তবু খাদ্য ও জমি বিল নিয়েই দলকে জোরদার প্রচারের নির্দেশ দিলেন রাহুল গাঁধী। কারণ, লোকসভায় গ্রামাঞ্চলের ভোটেই বড় ভরসা রাখছেন তিনি।
রাহুল-ঘনিষ্ঠ এক নেতা বলেন, দুর্নীতি, মূল্যবৃদ্ধির মতো নানা কারণে এমনিতেই শহরের মধ্যবিত্তদের একাংশ সরকারের উপর রুষ্ট। আজ আবার পেট্রোল-ডিজেলেরও দাম বেড়েছে। তাই দলের উদ্বেগ থাকছে। এই অবস্থায় রাহুলের নির্দেশে দু’দিন আগেই খাদ্য বিল নিয়ে কংগ্রেস মুখপাত্রদের একটি কর্মশালা হয়েছে। এ বার জমি বিলে কী ভাবে কৃষকের স্বার্থরক্ষা হবে, তা নিয়ে পরশু আরও একটি কর্মশালা করতে বলেছেন রাহুল। এর পর রাজ্যওয়াড়ি নেতাদের এই দুই বিষয়ে প্রশিক্ষণে ডাকা হবে দিল্লিতে।
তা হলে কি কংগ্রেস ধরেই নিচ্ছে, শহরাঞ্চলে তাদের এবং শরিকদের ভাল ফলের সম্ভাবনা এ বার নেই? জবাবে কেন্দ্রের এক মন্ত্রী বলেন, ভোটে নানা সমীকরণ থাকে। তবে শহরাঞ্চলে প্রচারের বিষয়বস্তু কী হবে, তার এক রকম ইঙ্গিত গত কালই দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দলের বক্তব্য হবে, গত পাঁচ বছর সংসদ চলতেই দেয়নি বিজেপি। দুর্নীতি নিয়ে তাদের মিথ্যা প্রচারে বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়েছে। সংস্কারের কর্মসূচি থমকে গিয়েছে। তাই কংগ্রেস আর্জি জানাবে, স্থায়িত্বের জন্যই যেন তাদের ভোট দেওয়া হয়। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, চার রাজ্যে বিধানসভা ভোটের পর এই বিষয়গুলিকে সামনে রেখে রাহুলও প্রচারে বেরোবেন। তবে তার আগে তিনি চাইছেন, মুখপাত্র ও রাজ্য নেতারা এই প্রচার করে পরিবেশটা তৈরি করে রাখুন।
|
পুরনো খবর: খাদ্য বিলে বিজেপির বাধাই অস্ত্র কংগ্রেসের |
|
|
|
|
|