|
|
|
|
প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণার পক্ষে সওয়াল জেটলির |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
|
আসন্ন লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফল পেতে দ্রুত দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার পক্ষে ফের সওয়াল করলেন অরুণ জেটলি। তবে প্রার্থী কে হবেন তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। আজ দলের আইন শাখার সম্মেলনে হাজির ছিলেন জেটলি। সেখানে তিনি বলেন, “বিজেপি কার নেতৃত্বে লোকসভা নির্বাচনে লড়বে, তা স্পষ্ট না হলে তাতে হিতে বিপরীত হবে। মনোবল হারাবেন দলীয় কর্মীরা।” তাঁর মতে, এই পরিস্থিতি হলে জেতার সম্ভাবনা কমে যাবে দলের। এই মন্তব্য করে জেটলি নরেন্দ্র মোদীর নাম ঘোষণার জন্য দলের উপরে ফের চাপ বাড়ালেন বলেই মনে করা হচ্ছে।
এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয় বার মোদীর সমর্থনে ফের সরব হলেন জেটলি। এই বিষয়ে দলীয় নেতৃত্বকে নিজের অবস্থানও জানিয়ে দিয়েছেন। জেটলির মতে, এক জন যোগ্য নেতাই দল তথা দেশকে প্রকৃত দিশা দেখাতে পারে। আইন শাখার সম্মেলনে নেতৃত্বের সঙ্কটের কথা বোঝাতে গিয়ে গত কাল সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতিকে টেনে আনেন জেটলি। বলেন, “ভারতীয়
অর্থনীতির টালমাটাল অবস্থায় প্রধানমন্ত্রীর উচিত ছিল দেশকে রাস্তা দেখানো। পরিবর্তে তাঁর ক্ষোভ ও নেতিবাচক মনোভাবই বুঝিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী দিশাহারা।”
কিন্তু মোদীকে এখনই প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করার প্রশ্নে আপত্তি সুষমা-আডবাণীদের। তাঁরা মনে করেন, মোদীকে প্রচার কমিটির প্রধান নির্বাচিত করায় জেডিইউ সরে গিয়েছে। এখন নির্বাচনের আগে মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলে মোদীর ভাবমূর্তির কারণে আরও কিছু শরিক দল এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে। তার থেকে নির্বাচনের পরে এনডিএ জোট সরকার গড়ার মতো জায়গায় থাকলে তখন পরিস্থিতি অনুযায়ী প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে দল। |
|
|
|
|
|