|
|
|
|
কাজ শুরু হচ্ছে পালাটানা বিদ্যুৎ প্রকল্পে |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা
|
পালাটানা বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন ঘিরে ‘অনিশ্চয়তা’ শেষ পর্যন্ত কাটতে চলেছে।
প্রশাসনিক সূত্রের খবর, অন্য কোনও সমস্যা না-হলে রবিবারের মধ্যেই ফের পালাটানার গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন শুরু হয়ে যাবে। ওএনজিসি-র ত্রিপুরা এস্টেট ম্যানেজার ভি পি মহাভরের কথায়, ‘‘পালাটানায় বিদ্যুৎ উৎপাদনের সমস্যার সমাধান হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ফের উৎপাদন শুরু হবে।’’
২১ জুন পালাটানায় ‘বাণিজ্যিক’ ভাবে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রকল্পটির উদ্বোধন করেন। কিন্তু পরদিনই যান্ত্রিক ত্রুটির জেরে উৎপাদন বন্ধ হয়ে যায়। দেশ-বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসে ওএনজিসি। বিদ্যুৎ কেন্দ্রটিকে গ্যাস সরবরাহের পাইপ-লাইনেও সমস্যা হয়েছিল। মেরামত করা হয় সেটিকেও।
ওএনজিসি কর্তা জানিয়েছেন, প্রথম ইউনিটটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ৩৬৩.৩ মেগাওয়াট। কিন্তু এখনই ওই মাত্রায় উৎপাদন করা হবে না। ৫০-৬০ মেগাওয়াটের মধ্যেই তা ধরে রাখা হবে। তারপর পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলবে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উৎপাদন শুরু হলেও এখনই ত্রিপুরার বাইরে পালাটানার বিদ্যুৎ সরবরাহে কিছু সমস্যা রয়েছে। ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ পরিবহণের গ্রিড তৈরি হলেও, রাজ্যের বাইরে, বিশেষত অসমে সবকটি গ্রিড তৈরি হয়নি। শ্রী মহাভর জানান, অসমের দু’টি গ্রিড তৈরি নিয়ে সমস্যা রয়েছে। সে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে। সমস্ত গ্রিড তৈরি হলেই পালাটানার বিদ্যুৎ ত্রিপুরার বাইরে পাঠানো যাবে। |
|
|
|
|
|