টুকরো খবর |
এসপি হত্যায় ধৃত মাও নেতা সনাতন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
সাঁওতাল পরগনার মাওবাদীরাই খুন করার ছক কষেছিল পাকুড়ের পুলিশ সুপার অমরজিৎ বলিহারকে। ঘটনার প্রধান চক্রান্তকারী সেখানকার মাওবাদীদের জোনাল কমাণ্ডার প্রবীণ দা। ওই ঘটনার সঙ্গে জড়িত মাও নেতা সনাতন বাস্কেকে গ্রেফতার করার পরে এমনটাই জানিয়েছে ঝাড়খণ্ডের পুলিশ। পাকুড়ের এসপি ওয়াই এস রমেশ জানান, সনাতন বাস্কে ওরফে তালা নামে সাঁওতাল পরগনার গুরুত্বপূর্ণ মাওবাদী নেতাকে শুক্রবার ধরা হয়েছে। তার বাড়ি থেকে একটি ল্যাপটপ, পুলিশের একটি বুলেট প্রুফ জ্যাকেট-সহ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ওই বুলেট প্রুফ জ্যাকেটটি ঘটনার সময় পুলিশকর্মীদের কাছ থেকে লুঠ করা হয়েছিল। পাকুড়ের মহেশপুর এলাকা থেকে সনাতনকে গ্রেফতার করা হয়। জুলাই মাসে দুমকা থেকে পাকুড়ে ফিরছিলেন ওই জেলার পুলিশ সুপার অমরজিৎ বলিহার। পথে কাঠিকুণ্ড থানা এলাকার আমড়াপাড়া এলাকায় অমরজিৎয়ের গাড়ির উপরে হামলা চালায় মাওবাদীরা। গাড়ির চাকায় গুলি করে পুলিশ সুপারের গাড়ি থামানো হয়। তারপরে সামনে থেকে পুলিশ সুপারকে গুলি করে ঝাঁঝরা করে দেয় মাওবাদীরা। ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুরনো খবর: মাওবাদী হানা এ বার রাজ্যের দোরে,
এসপি-সহ হত ৭ পুলিশ
|
অপহরণ করে ধর্ষণ ও খুনে অভিযুক্ত সাধু
নিজস্ব সংবাদদাতা • লখনউ |
নাবালিকাকে অপহরণ করে, ধর্ষণ ও খুনের অভিযোগ উঠল এক সাধুর বিরুদ্ধে। পুলিশ জানায়, শুক্রবার রাতে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার আটারিয়া গ্রামে মনোজ কুমার নামে বছর চল্লিশের এক সাধু আট বছরের শিশুকে তার বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে। কাছেই একটি আখ খেতে শিশুটিকে ধর্ষণ করে খুন করে সে। শনিবার সকালে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এর আগেও একাধিক বার শিশুটির উপর যৌন নিগ্রহের চেষ্টা করেছিল ওই সাধু। ডিএসপি জানান, শনিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
|
সেনা সংঘর্ষে নিহত ৫ জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর |
সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত পাঁচ অনুপ্রবেশকারী জঙ্গি। সূত্রের খবর, শনিবার কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখা এলাকায় একটি সশস্ত্র জঙ্গিদলের ঘোরাফেরা নজরে আসে ভারতীয় সেনার। সঙ্গে সঙ্গেই গুলি চালায় সেনা, আসে পাল্টা জবাবও। দু’পক্ষের গুলির লড়াইয়ে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। গত তিন মাসে জঙ্গি-অনুপ্রবেশের প্রকোপ বেড়েছে নিয়ন্ত্রণরেখা অঞ্চলে। ২০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে গত তিন মাসে।
|
কবি কপিল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কবিতার বই আগেই বেরিয়েছিল। এ বার বলিউডি ছবির অংশ হতে চলেছেন তিনি। পরিচালক আনিস ত্যাগীর প্রথম ছবি ‘দিল্লি গ্যাং’-এ কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বলের লেখা দু’টি কবিতা থাকবে। ছবির শুরু এবং শেষে কবিতা দু’টি আবৃত্তি করবেন কপিল নিজেই।
|
হেনস্থার অপমানে আত্মঘাতী ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • লখনউ |
পরিচিত আত্মীয় নিগ্রহ হয়েছিল ষোলো বছরের মেয়েটি। অপমানে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করল নবম শ্রেণির ওই ছাত্রী। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের কল্যাণপুর জেলায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার স্কুল থেকে ফেরার পথে মেয়েটিকে হেনস্থা করেছিল অভিযুক্ত যুবক গুড্ডু। তার পর বাড়ি ফিরে ঘর বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই ছাত্রী। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অপরাধী পলাতক।
|
জগনকে স্যালাইন
নিজস্ব সংবাদদাতা • হায়দরাবাদ |
অনশনের ফলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্যালাইন দিতে হল ওয়াইএসআর প্রধান জগন্মোহন রেড্ডিকে। অন্ধ্রপ্রদেশ ভাগের প্রতিবাদে রবিবার থেকে অনশনে বসেন তিনি। শনিবার তাঁর রক্তচাপ, ও গ্লুকোজের পরিমাণ কমে যায়। তাই স্যালাইন দিতে হয়।
|
গণধর্ষণ-কাণ্ডে ধৃত আরও দুই
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
হাজারিবাগের ক্যানারি হিলের একটি বাংলোয় এক ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের নাম ধনু রাম এবং অনুরাগ বসু। ধনু রামের বাবা পুলিশের ডিএসপি। ওই ঘটনায় বৃহস্পতিবার রীতেশ কুমার এবং সোনু কুমার নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, সোমবার এক স্কুলছাত্রীকে অপহরণ করেছিল ওই চার যুবক। ক্যানারি হিলের একটি বাংলোয় তিনদিন আটকে রেখে তাঁকে গণধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, বাড়িটির ‘কেয়ারটেকার’ নিখোঁজ।
|
ফিরলেন অপহৃত হোটেল ম্যানেজার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অপহৃত এক হোটেল ম্যানেজারকে মুক্তি দিল জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, কাছাড়ের কাটিগড়ার বাসিন্দা অমিতকান্তি নাথকে ২১ অগস্ট অপহরণ করা হয়েছিল। মেঘালয়ের জয়ন্তীয়া পাহাড়ে ল্যাড্রিমবাই এলাকার একটি হোটেলে ম্যানেজার। মুক্তিপণ হিসেবে ৫০ লক্ষ টাকা দাবি করে জঙ্গিরা। পুলিশ জানায়, অসম-মেঘালয়ের সীমানায় অমিতবাবুকে ছেড়ে দেওয়া হয়। তাঁর পরিবার সূত্রের খবর, টাকার বিনিময়েই মুক্তি মিলেছেন। উদালগুড়ির কোরমুর চা বাগানের সহকারী ম্যানেজার অভিজিৎ চুতিয়াকে উদ্ধার করা যায়নি।
|
বৌদিকে যৌন নিগ্রহ, ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • যোরহাট |
বৌদিকে যৌন নিগ্রহের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে যোরহাটের চিনামারা থানা এলাকার মুরমুরিয়া চা বাগানের ঘটনা। পুলিশ জানায়, ওই মহিলার স্বামী মদ খেয়ে বেহঁশ হয়ে পড়েছিলেন। তখনই তিন দেওর তাঁকে ধর্ষণ করে। দীপক, কৃষ্ণ এবং সুজিত ফুলমণি নামে তিনজনকে গ্রেফতার করা হয়।
|
প্রতিভা-পুত্রকে চড়
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের ছেলে রাজেন্দ্র শেখাওয়াতকে জনসমক্ষে চড় মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানায়, মুম্বইয়ের রাজকমল চকের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন অমরাবতীর বিধায়ক রাজেন্দ্র। তিনি মঞ্চে উঠে বক্তৃতা শুরু করলে ২৮ বছরের এক যুবক মঞ্চে উঠে কেউ কিছু বোঝার আগেই রাজেন্দ্রর বাঁ গালে সপাটে একটি থাপ্পড় মেরে বসেন। আচমকা এই ঘটনায় মঞ্চের উপরেই পড়ে যান রাজেন্দ্র। গজাননের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
|
খুন শিশুশ্রমিক
নিজস্ব সংবাদদাতা • লখনউ |
খাবারের দোকানে কাজ করত দলিত সম্প্রদায়ের বছর দশেকের ছেলেটি। বাসন ধুতে রাজি না হওয়ায় তাকে গুলি করে খুন করে দোকান-মালিক। উত্তরপ্রদেশের শামিলি জেলায় বুধবারের ঘটনা। পুলিশ জানিয়েছে, শুক্রবার শামিলি রেল-স্টেশন থেকে অভিযুক্ত জগপালকে গ্রেফতার করে পুলিশ। |
|