টুকরো খবর
ছবি তুলে ফের বিতর্কে পোপ
ছবি: এপি
আবার প্রথা ভাঙলেন পোপ। উত্তর ইতালির এক দল তরুণ-তরুণী ভ্যাটিকান বেড়াতে এসেছিলেন। তাদেরই পাশে দাঁড়িয়ে ছবি তুললেন পোপ ফ্রান্সিস। নিজের মোবাইল ক্যামেরায় তোলা সেই ছবি ফেসবুকে আপলোড করেন তাঁদেরই এক জন। আর তার পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছে হাসি মুখে দাঁড়িয়ে থাকা পোপের ছবি (ডান দিকে)। নির্বাচিত হওয়ার পর থেকেই বারে বারে প্রথা ভেঙে সাধারণের সঙ্গে মিশে গিয়েছেন পোপ ফ্রান্সিস। অনেকে যেমন তাতে খুশি, তেমনই এই সব কাজে চটেছেন অনেক রক্ষণশীলও। এ দিকে শনিবারই বহু দিনের রাজনীতিককে নিজের ‘ডেপুটি পোপ’ বেছে নিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের প্রধানমন্ত্রী, পোপের সহযোগী হবেন ইনিই।

পুরনো খবর:

মিশরে সংঘর্ষ, নিহত তিন
মিশরে শনিবার সংঘর্ষে নিহত হলেন তিন জন। আহতের সংখ্যা ৬০। জুলাইয়ে গণবিক্ষোভের পরে প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ মুরসিকে সরাতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। তার পর থেকেই মুরসির সমর্থকদের সঙ্গে সংঘর্ষ চলছে নিরাপত্তাবাহিনী ও নয়া সরকারের সমর্থকদের। শনিবারও বিক্ষোভে উত্তাল হয়েছে কায়রো। কিন্তু, বিক্ষোভের চরিত্রে কিছুটা হলেও বদল এসেছে বলে মনে করা হচ্ছে। অনেক বিক্ষোভকারীই এখন মুরসিকে আর ফেরত চান না। তাঁদের ক্ষোভের লক্ষ্য নয়া সরকার এবং তাদের পৃষ্ঠপোষক জেনারেল আব্দুল-ফতাহ অল-সিসি। জুলাইয়ে এই সিসিকে মুরসি হটানোর জন্য উদ্যোগী হতে ডাক দিয়েছিল জনতা। এখন তিনিই জনতার ক্ষোভের লক্ষ্য হওয়া নয়া সরকারের পক্ষে অশুভ লক্ষণ বলে মনে করা হচ্ছে।

ম্যান্ডেলা এখনও হাসপাতালেই
তিন মাস হতে চলল হাসপাতালেই রয়েছেন নেলসন ম্যান্ডেলা। শনিবার দক্ষিণ আফ্রিকার প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ম্যান্ডেলার শারীরিক অবস্থা সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল। হাসপাতাল থেকে ম্যান্ডেলাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছিল। সেই খবর যে ঠিক নয়, শনিবার তা স্পষ্ট জানিয়েছে সরকার। ৯৫ বছরের জন্মদিনটা হাসপাতালেই কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট।

আড়ি পাতায় পুরস্কৃত স্নোডেন
মার্কিন গুপ্তচর সংস্থার বিশ্ব জুড়ে আড়ি পাতার ঘটনা সামনে নিয়ে এসেছিলেন যিনি, সেই এডওয়ার্ড স্নোডেনই জিতে নিলেন ২০১৩ সালের জার্মানির ‘হুইসেলব্লোয়ার পুরস্কার।’ নিজের প্রাণের ঝুঁকি নিয়েও তিনি এমন গুরুত্বপূর্ণ নথি ফাঁস করেছেন, তাই পুরস্কারের জন্য তাঁকে বেছে নিয়েছে পুরস্কার কমিটি। রাশিয়ায় আত্মগোপন করে থাকা এই প্রাক্তন মার্কিন গুপ্তচর পুরস্কার মূল্য হিসাবে আড়াই লক্ষ টাকা পাবেন।

মোহনায় নিহত ৬ জলদস্যু
ব্যাপক পুলিশি অভিযানে শনিবার বাংলাদেশের সমুদ্র উপকূলে নিহত হয়েছে ৬ জলদস্যু। বঙ্গোপসাগরের মোহনা নিঝুমদ্বীপ ও হাতিয়ায় লুঠপাট, অপহরণ, ধর্ষণের মতো একাধিক অপরাধে নাম জড়িয়েছিল এদের। গত দু’দিন ধরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৬ ডাকাত। পাঁচ মহিলা-সহ আরও দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.