দেশ জুড়ে এক অভূতপূর্ব অর্থনৈতিক সঙ্কটের মধ্যে বুধবার জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেন্ট পিটার্সবার্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মূল বৈঠকের পাশাপাশি যেখানে ঘরোয়া ভাবে বৈঠকে বসবেন ‘ব্রিকস’ গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারাও।
টাকার পতন এখন প্রবল আশঙ্কায় রেখেছে কেন্দ্রকে। জি-২০ গোষ্ঠীর মঞ্চকে কাজে লাগিয়ে সঙ্কট থেকে বেরিয়ে আসার কৌশল তৈরির চেষ্টা করছে সাউথ ব্লক। আজ যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপার্সন মন্টেক সিংহ অহলুওয়ালিয়া বলেন, “এই সঙ্কটজনক আর্থিক পরিস্থিতি আসন্ন বৈঠকে গুরুত্ব পাবে।”
কূটনৈতিক সূত্রের খবর, ব্রিকস গোষ্ঠীভুক্ত ব্রাজিল, চিন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকার নেতাদের মধ্যে যে বৈঠকটি হবে সেখানে একটি ঐকমত্যে পৌঁছনোর চেষ্টা করা হবে।
আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সঙ্কটের সময়ে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সে দেশের ফেডারেল ব্যাঙ্ক বাজারে নগদ জোগান বাড়ানোর প্রকল্প নিয়েছিল। এখন তারা সেই প্রকল্প গুটিয়ে নিতে পারে। মার্কিন অর্থনীতির সঙ্কটের সময়ে আমেরিকা থেকে কিছু লগ্নি বিভিন্ন উন্নতিশীল দেশগুলির বাজারে চলে এসেছিল। সেগুলি ফেরত যাচ্ছে আমেরিকাতে। ফলে ভারতে টাকার দাম পড়তে শুরু করেছে। মন্টেক জানান, জি-২০-র মঞ্চ থেকে অন্য দেশের কথা ভেবে সিদ্ধান্ত নিতে বলা হবে আমেরিকাকে। |