টুকরো খবর
গঙ্গায় আবার লাল সতর্কতা
জলমগ্ন মানিকচকের কামালতিপুর গ্রাম। ছবি: মনোজ মুখোপাধ্যায়।
জল কমায় গঙ্গা থেকে লাল সতর্কতা উঠে গিয়েছিল। বৃহস্পতিবার থেকে ১৯ সেন্টিমিটার জলস্তর বেড়ে গঙ্গা চরম বিপদ সীমার উপরে দিয়ে বইতে শুরু করতেই ফের গঙ্গায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর। এই নিয়ে এক মাসের মধ্যে তিনবার গঙ্গায় লাল সতর্কতা জারি হল। জেলা সেচ দফতরের নিবার্হী বাস্তুকার (গঙ্গা) অমরেশ কুমার সিংহ বলেন, “বিহার, উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিতে সেখানকার নদীতে জলস্তর বৃদ্ধিতে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন ধরে গঙ্গার জল বাড়বে বলে মনে হচ্ছে।” গঙ্গার জল বাড়ার পাশাপাশি প্রবল বৃষ্টিতে মানিকচকের গোপালপুর, ভূতনিতে বন্যা দুর্গতদের দুর্ভোগ বেড়ে গিয়েছে। তৃতীয়বার গঙ্গায় লাল সতর্কতা জারি হওয়ার সবচেয়ে খারাপ অবস্থা গদাই চরের। সর্বত্র কোথাও হাঁটু, কোথাওবা কোমর জল। পানীয় জলের উৎস জলের তলায়। গবাদি পশু জলেরই দাঁড়িয়ে রয়েছে। দুর্গত ও গবাদি পশুর খাবারে টান। জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “জেলা প্রশাসন যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত। দুই দিন আাগেই মানিকচক ব্লকে ১২ হাজার পলিথিন পাঠানো হয়েছে। শুকনো খাবারও মজুত রাখা হয়েছে। পরিস্থিতি দিকে নজর রাখছি।”

পুরনো খবর:

বধূকে ধর্ষণ, ৭ বছরের কারা
প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণ করার দায়ে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল রায়গঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা (প্রথম) আদালত। শুক্রবার বিচারক শান্তনু রায় ওই নির্দেশ দেন। পাশাপাশি, সাজাপ্রাপ্তকে পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। অনাদায়ে সাজার মেয়াদ আরও দুই বছর বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্তের নাম মনসুর আলি। পেশায় চাষি মনসুরবাবুর বাড়ি হেমতাবাদ থানার শাসন লক্ষ্মিডাঙ্গা এলাকায়। সরকারি আইনজীবী মহম্মদ নজিবর রহমান জানান, গত ছয় বছর ধরে মামলা চলছিল। সাজাপ্রাপ্তের আইনজীবী আশিস সরকারের দাবি, “পুরনো শত্রুতার জেরে মনসুরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা উচ্চ আদালতে যাচ্ছি।” আদালত সূত্রের খবর, ২০০৭ সালের ২০ এপ্রিল সন্ধ্যার পর পেশায় দিনমজুর ওই গৃহবধূর স্বামী বাজারে গিয়েছিলেন। সেই সময় মনসুর ওই গৃহবধূর ঘরে ঢুকে চাকু দেখিয়ে খুনের হুমকি দিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। গৃহবধূর চিৎকারে বাসিন্দারা ছুটে আসলেও মনসুরকে ধরতে পারেননি। পুলিশে অভিযোগ দায়েরের কয়েকদিন পরে হেমতাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কয়েকমাস জেল হেফাজতে থাকার পর মনসুর জামিনে ছাড়া পান।

‘অপহৃত’ তৃণমূল কর্মীর খোঁজ মিলল
চোপড়া থেকে ‘অপহৃত’ তৃণমূল কর্মীকে দু’দিন পরে শুক্রবার খুঁজে পাওয়া গিয়েছে। এদিন দুপুরে চোপড়ার ভোলাগছ এলাকাতেই দুষ্কৃতীরা তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বলে দাবি। অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই সিপিএমের সমর্থক। তৃণমূলের অভিযোগ, বুধবার চোপড়ার দলুয়া লাগোয়া এলাকা থেকে অপহরণ হয়ছিল তৃণমূল নেতা জাকির হুসেনকে। এদিন জাকির হুসেন অভিযোগ করে বলেন, “চোখ আটকে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। ফলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কোন ঘরে আটকে রাখা হয়েছিল, তা জানা যায়নি।” এদিনও তাঁর চোখ বাঁধা অবস্থায় গাড়িতে চাপিয়ে ভোলগছ এলাকায় ছেড়ে দেওয়া হয়। যদিও সিপিএমএর পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। চোপড়ার জোনাল কমিটির সম্পাদক আনারুল হক পাল্টা অভিযোগ করে বলেন, “অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের দুষ্কৃতীরাই সিপিএমের এক পঞ্চায়েত সমিতির সদস্যকে আটকে রেখেছিল।” চোপড়া থানার আইসি রাজু শ্রীবাস্তব ছেত্রী বলেন, “অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।”

সমিতির বোর্ড গঠনে গণ্ডগোল মেখলিগঞ্জে
পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় বিডিও অফিসে ঢোকা নিয়ে তৃণমূলের সঙ্গে বামেদের সংঘর্ষে উত্তাল হল মেখলিগঞ্জ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ বিডিও অফিসের সামনে। দুই পক্ষের ৭ জন জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে ৩ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “কয়েক জনকে ধরা হয়েছে।” প্রশাসন সূত্রের খবর, এদিন মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল। ২০ আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতির ১৫টি আসন পায় বামেরা। ১১টি ফরওয়ার্ড ব্লকের। ৫টি আসন পায় তৃণমূল এবং বাকি ১টি আসনে জয়ী হয় কংগ্রেস। বোর্ড গঠন শুরু হতেই বেলা ১২ টা নাগাদ প্রথমে বাম সদস্য ও সমর্থকেরা বিডিও অফিসে ঢোকেন। তৃণমূলের ৫ সদস্য সমর্থকেরা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে বামেরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এর পরেই দুই পক্ষ সর্ংঘষে জড়িয়ে পড়েন। পরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়। সমিতির সভাপতি হয়েছেন ফরওর্য়াড ব্লকের বর্ণালী রায়। জেলার ১২টি পঞ্চায়েত সমিতির ৬টিতে এদিন বোর্ড গঠন হয়েছে। তৃণমূলের জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ফরওয়ার্ড ব্লক ও সিপিএম আগাম পরিকল্পনা করে তৃণমূল কমীদের উপরে হামলা চালায়।” মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর দাবি, “ওই পঞ্চায়েত সমিতি দখল না করতে পেরে এদিন তৃণমূল গণ্ডগোল করে।”

ইসলামপুরে সংঘর্ষ
সিপিএম-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর। বৃহস্পতি বার গভীর রাতে ইসলামপুর থানার সুজালির কালুগছ এলাকাতে ঘটনাটি ঘটেছে। সিপিএমের অভিযোগ, রাতে দলীয় কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল। ভাঙচুরের পাশাপাশি বাড়ি লক্ষ করে যথেচ্ছ বোমাবাজি ও গুলি চালানো হয়। একটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তৃণমূলের পাল্টা অভিযোগ, সিপিএম দলের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে। লাঠির ঘায়ে একই পরিবারের এক শিশু-সহ দুই সমর্থক আহত হয়েছে। অন্য এক সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতে আগুনের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এলাকায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসডিপিও সুবিমল পাল বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

তৃণমূলে কোন্দল
দলের নির্বাচিত কোচবিহারের জেলা পরিষদ সভাধিপতি পুস্পিতা ডাকুয়ার সংবর্ধনা কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল। শুক্রবার কলকাতা থেকে কোচবিহারে ফেরেন পুষ্পিতা ডাকুয়া। সেখান থেকে তিনি সরাসরি দলের জেলা পার্টি অফিসে যান। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়ার আয়োজন হয়। তবে সেখানে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও সদ্য দলে আসা কোচবিহার পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু ছিলেন না। দলীয় সূত্রের খবর, কোচবিহার জেলা পরিষদের ৩৩ আসনের মধ্যে এ বার ২৭টি দখল করে তৃণমূল। পুষ্পিতার পাশাপাশি সভাধিপতি দৌঁড়ে ছিলেন চৈতি বর্মন। তিনি জেলা সভাপতি ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে দলনেত্রীর নির্দেশে সভাধিপতি হচ্ছেন পুষ্পিতা দেবী। তিনি সভাপতির বিরুদ্ধ গোষ্ঠীর লোক বলে তৃণমূলের অন্দরের খবর।

সরকারি উদ্যোগ
স্কুলকলেজ ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পর আওতায় আনতে সরকারি উদ্যোগ শুরু হল। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলে আয়োজিত সভায় আধিকারিকদের পাশাপাশি ১৯০টি স্কুলের প্রধান শিক্ষকেরা ছিলেন। সভায় কন্যাশ্রী প্রকল্পে ১৩-১৮ বছর বয়সী দুঃস্থ ছাত্রীদের চিহ্নিত করে তালিকার উদ্যোগ হয়। জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “১ অক্টোবর রাজ্যের সঙ্গে জেলায় কন্যাশ্রী প্রকল্প চালু হচ্ছে। ওই দিন জেলা থেকে ১৩-১৮ বছর বয়সী ৮০ জন ছাত্রীকে বৃত্তির ৫০০ টাকা, ১৮ বছরের বেশি বয়সের ২০ জন ছাত্রীকে এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হবে।”

আলোচনাসভা
উত্তর দিনাজপুরের জেলা বিজ্ঞান মেলা এবং বিজ্ঞানের আলোচনা সভা অনুষ্ঠিত হল ইসলামপুরে। শুক্রবার ইসলামপুর কলেজে ওই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক দীপক রায়, মহকুমা শাসক নারায়ণ বিশ্বাস, পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকেরা। ২ দিন ধরে চলা মেলায় প্রায় ২১টির বেশি স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক স্তরে অংশ নিয়েছিল। উচ্চমাধ্যমিক ও কলেজ স্তরে অংশ নিয়েছিলেন প্রায় ২২টি স্কুল।

ধানখেতে দেহ
ধানখেত থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার ইসলামপুর থানার গাইসাল ২ পঞ্চায়েতের কারকবস্তি এলাকায়। মৃত ওই যুবকের নাম মঞ্জুর আলম (২২)। এলাকার সিপিএম গ্রামপঞ্চায়েত প্রার্থীর ছেলে. মঞ্জুরের সম্প্রতি বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল বলে পড়শিরা জানিয়েছেন। পুলিশ জানায়, তদন্ত হচ্ছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.