এসজেডিএ-র বিভিন্ন প্রকল্পে ৫০ কোটি টাকা দুর্নীতির মামলায় অভিযুক্ত ঠিকাদার সংস্থার কর্ণধার শঙ্কর পালের জামিনের আবেদন খারিজ করল আদালত। বৃহস্পতিবার শঙ্করবাবুর আইনজীবী নিকাশি প্রকল্পে তাঁকে গ্রেফতারের বিষয়টি তুলে জামিনের আবেদন করেন। কলকাতার ঠিকাদার সংস্থা ইউরেকা ট্রেডার্স ব্যুরোর সঙ্গে যোগসাজশ করে টাকা নয়ছয়ে যারা যুক্ত তাদের মধ্যে অন্যতম এসজেডিএ’র বাস্তুকার মৃগাঙ্কমৌলি সরকার এবং শিলিগুড়ির একটি ঠিকাদার সংস্থার কর্ণধার শঙ্কর পাল। শঙ্করবাবুর আইনজীবীর যুক্তি, নিকাশি প্রকল্পে এসজেডিএ সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা কলকাতার ইউরেকা ট্রেডার্স ব্যুরোকে ২০১৩ সালের মার্চ মাসে টাকা দেয়। ইউরেকার কর্ণধার অজিত বন্দ্যোপাধ্যায় শঙ্করবাবুকে ৬ কোটি টাকা দেন ২০১২ সালে। তাই প্রকল্পে আর্থিক দুর্নীতিতে শঙ্করবাবু যুক্ত বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা ঠিক নয়। সরকারি আইনজীবী সুদীপ রায় বাসুনিয়া জানান, শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানোর কাজ না করেই এসজেডিএ ২০১২ সালের নভেম্বরে ইউরেকা ট্রেডার্স ব্যুরোকে টাকা দেয়। পাশাপাশি ২০১২ সালের ৬ ডিসেম্বর নিকাশি প্রকল্পের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়া হয় ইউরেকা ট্রেডার্সকে। শঙ্করবাবুকে এর পর ২০১২-র ১১ ডিসেম্বর অজিতবাবু প্রায় ৬ কোটি টাকা দেন। সেই টাকাই এসজেডিএ’র বাস্তুকার মৃগাঙ্কমৌলি সরকারকে জমি কেনার জন্য দেন শঙ্করবাবু। এ দিন শিলিগুড়ি অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শঙ্করবাবুর জামিনের আবেদন খারিজ করে দেন। ওই মামলায় আরও ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেয় আদালত। ৯০ দিনের মধ্যে পুলিশ চার্জশিট দিতে না পারায় ইউরেকা ট্রেডার্স ব্যুরোর কণর্ধার অমল সাহা জামিন পান।”
|