|
|
|
|
আন্দোলনে কর্মসূচি বামফ্রন্টের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কংগ্রেস-তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে দার্জিলিং জেলা বামফ্রন্ট। ফুলবাড়িতে পঞ্চায়েত বোর্ড গঠনের সময়ে বামপন্থীদের উপর হামলার অভিযোগ থেকে শুরু করে এসজেডিএ নামে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন হবে বলে বামফ্রন্ট সূত্রে জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে দার্জিলিং জেলা সিপিএম কার্যনিবার্হী সম্পাদক জীবেশ সরকার এবং বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য জানান, আজ শুক্রবার ফুলবাড়ি এলাকায় সভা করা হবে। পঞ্চায়েত বোর্ড তৈরি করতে গিয়ে তৃণমূলের হাতে সিপিএমের কর্মী ও সাধারণ মানুষ নিগৃহীত হয়েছে বলে বামফ্রন্টের দাবি। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বাম নেতারা। তাঁদের দাবি বিনা অপরাধে বাম কর্মীদের হেনস্থা করা হচ্ছে। এই পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরতেই এই সভার আয়োজন করা হয়েছে। শনিবার মিছিল করবে বামফ্রন্ট। ১০ সেপ্টেম্বর রতন লালা ব্রাহ্মণের স্মরণসভা অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন সিপিএম নেতা নিরুপম সেন। সভাতেই জ্যোতিবসুর জন্মশতবর্ষ উপলক্ষে ভারতবর্ষে গণ আন্দোলন ও গণতন্ত্রে জ্যোতিবসুর অবদান বিষয়ে বক্তব্য রাখবেন তিনি। পুরসভা ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতি নিয়ে লাগাতার আন্দোলন করা হবে বলে বামফ্রন্টের তরফে জানানো হয়। ২৬ সেপ্টেম্বর পুরসভা অভিযান কর্মসূচি রয়েছে। পুরসভার যে অচলাবস্থা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। পাশাপাশি পুরসভার এই অচলাবস্থা নিয়ে ৭ সেপ্টেম্বর ডাবগ্রাম জোনাল কমিটির তরফে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। পুরসভার বিরোধী দলনেতা নুরুল ইসলাম বলেন, “যারা এভাবে ত্রাতার ভুমিকায় রয়েছে তাঁদের আসল ভাবমূর্তি মানুষের সামনে তুলে ধরতেই এই আন্দোলন।” সিপিএমের পাশাপাশি পুরসভার এই অচলাবস্থা নিয়ে আন্দোলনে নামতে চলেছে তৃণমূলও। পুর কাউন্সিলর কৃষ্ণ পাল বলেন, “৬ সেপ্টেম্বর এ নিয়ে বিক্ষোভ হবে। জঞ্জাল অপসারণ থেকে বস্তি উন্নয়ন কোন কাজই করছে না পুরসভা। সারা শহরে ডেঙ্গি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও কোন কাজ করছে না পুরসভা। উদাসীন এই পুরসভায় আজ শুক্রবার পুরসভায় ধর্নায় বসবে তৃণমূল কাউন্সিলররা।” |
|
|
|
|
|