|
|
|
|
সুষ্ঠু গণ-বণ্টন ব্যবস্থা চালু রাখতে উদ্যোগ গৌতমের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাহাড়ে সুষ্ঠু গণবন্টন ব্যবস্থা চালু রাখতে আজ, শুক্রবার থেকে ৫০ টি রেশন দোকান খুলে দেওয়া হচ্ছে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। গত এক সপ্তাহ থেকে চাল ও আটা দেওয়া হচ্ছিল। এবার সর্ষের তেল ও চিনিও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যায্য মূল্যে। সেই সঙ্গে ডাল দেওয়ার ব্যপারেও চিন্তা ভাবনা করছে র্যজ্য সরকার। দু’এক দিনের মধ্যে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী গৌতমবাবু বলেন, “আমরা পাহাড়ে গণ বন্টন ব্যবস্থাতে কোনও রকম ফাঁক রাখতে চাই না। রাজ্য সরকার যে পাহাড়বাসীর পাশে আছে তা আমরা স্পষ্ট করে দিতে চাই। কেউ যদি রেশন সামগ্রী না নেয় তাহলে আমাদের কিছু করার নেই।” শুক্রবার থেকে পাহাড়ে আরও ৬ টি নতুন বাস চালাবে রাজ্য সরকার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে এদিন থেকে ২২টি বাস চলবে পাহাড়ের বিভিন্ন জায়গায়। গাড়িধুরা, পানিঘাটা, লাটপাঞ্চার, বিন্দু, ঝালং, সামসিংয়ে গাড়ি চলছিল। শুক্রবার থেকে গরুবাথান, আলগাড়া, মিরিক, মংপু সহ আরও অন্যান্য জায়গাতেও বাস চালানো হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এছাড়া বেসরকারি ছোট গাড়ির মালিকরা পাহাড়ের নানা জায়গায় গাড়ি চালাতে চেয়েছেন বলে গৌতমবাবু দাবি করেন। তাঁদের পুলিশি নিরাপত্তা দিয়ে কনভয় করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
স্কুলগুলি বন্ধ থাকায় প্রচুর ছাত্র ছাত্রীর পড়াশুনার ক্ষতি হচ্ছে জানিয়ে গৌতম দেব বলেন, “স্কুল ছাত্র-ছাত্রীরা যদি ফিরতে চায়, তাঁদের নিরাপত্তা দেবে সরকার। প্রয়োজনে আমরাও স্কুল গুলির সঙ্গেও কথা বলব।” পাহাড়ের সমস্যা নিয়ে যে কোনও রকম সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। শুক্রবার থেকেই তা খোলা হবে। তবে কোনও নম্বরে যোগাযোগ করতে হবে তা শুক্রবারেই জানানো হবে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন, দার্জিলিঙের জেলা শাসক পুনীত যাদব, জিটিএর প্রধান সচিব রামদাস মিনা, শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন, দার্জিলিঙের পুলিশ সুপার কুণাল অগ্রবাল, শিলিগুড়ির ভারপ্রাপ্ত এসডিও শুভাশিস ঘোষ সহ বিভিন্ন রেশন ডিলাররা। কালিম্পঙ মহকুমার গরুবাথান ব্লকের রেশন ব্যবস্থাকে চাঙ্গা রাখতে ৩০টি ট্রাক এবং পিকআপ ভ্যানে করে সেখানকার রেশন দোকানগুলোতে চাল এবং গম পাঠানো হল। বৃহস্পতিবার ডুয়ার্সের বাগরাকোটের দার্জিলিঙ জেলার অন্তর্গত চুনাভাটি এলাকার রেশন গুদাম থেকে চাল ও গম পাহাড়ে পাঠানো হয়েছে। গরুবাথান ব্লকে মোট ৩৬ রেশন দোকান রয়েছে। মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাশাসক প্রীতম লিম্বু বলেন, “বাগরাকোটে চুনাভাটি থেকে চাল ও গম পাহাড়ে নিয়ে আসা হচ্ছে আগামী দুই সপ্তাহের জন্যে চাল ও এক সপ্তাহের গম এ দিন চুনাভাটি থেকে পাহাড়ে পাঠানো হয়েছে।” |
|
|
|
|
|