সিরিজ জয়ে হইহুল্লোড়, উল্লাসে অবশ্যই সায় রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। খেলোয়াড়জীবনে সাফল্য চুটিয়ে উপভোগ করেছেন একাধিক বার। কিন্তু যে ভাবে কেনিংটন ওভালে অ্যাসেজ জয় উদ্যাপন করলেন কেভিন পিটারসেন, স্টুয়ার্ট ব্রডরা, তাতে বিন্দুমাত্র সমর্থন নেই প্রাক্তন ভারত অধিনায়কের। তাই বলে অবশ্য তাঁদের শাস্তি দেওয়ারও পক্ষপাতী নন তিনি। সৌরভের বক্তব্য, “ওরা তো আর কেউ স্কুল-ছাত্র নয় যে, ওদের শাস্তি দিয়ে শোধরাতে হবে।”
ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের পর লর্ডসের ব্যালকনিতে নিজের জার্সি খুলে হাওয়ায় ওড়ানো আর পিটারসেনদের সাম্প্রতিক কাণ্ডের মধ্যে যথেষ্ট ফারাক আছে বলে মনে করেন সৌরভ। বৃহস্পতিবার এক সর্বভারতীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বললেন, “লর্ডসে জয়ের পর আমাদের উল্লাস লাগামহীন ছিল না। ওয়ান্ডারার্সে অবশ্য তেমনই ছিল। খানা-পিনা, ব্যাগ ছোড়াছুড়ি সবই হয়েছিল। পাকিস্তানে নিরাপত্তার জন্য বেশি কিছু করা যায়নি। তবে যা করেছি, সবই ড্রেসিংরুমের মধ্যে, মাঠে নেমে নয়। ইংল্যান্ডের ক্রিকেটাররা যা করল, তার ধারে কাছেও যাবে না এগুলো।”
ওভালের ঘটনা নিয়ে সৌরভের মন্তব্য, “ঘটনাটাতে হাসা ছাড়া আর কিছুই করার নেই। ব্যাপারটা দেখিনি, কাগজে পড়েছি। কুক-ব্রড বাস ধরবে বলে দাঁড়িয়ে আছে, সেই ছবিও দেখেছি। অস্ট্রেলিয়ার চেয়ে ইংল্যান্ড ভাল দল, এটা ঠিকই। কিন্তু ওদের সেলিব্রেশনটা বাড়াবাড়ির পর্যায়েই চলে গিয়েছিল সে দিন। মজা করা তো অন্যায় নয়। কিন্তু সেটা ঠিকঠাক করতে হবে।” তবে শাস্তি দিয়ে ওদের শোধরানো যাবে না বলে মনে করেন সৌরভ। তাঁর মতে, “কেপি-রা যথেষ্ট পরিণত। ওদের শাস্তি কিছু হবে না।”
কপিল দেব তাঁর স্বপ্নের দল গড়েছেন, কিন্তু নিজেকে সেই দলে রাখেননি। ধোনি বলেছেন, স্বপ্নের দল করাই উচিত নয়। অথচ সৌরভ তাঁর স্বপ্নের দলও যেমন গড়েছেন, তেমন নিজেকে সেই দলেও রেখেছেন। আবার সেই দলে বেদী, প্রসন্ন, চন্দ্রশেখরদেরও জায়গা দেননি। এই নিয়ে সৌরভ বলেন, “নিজের বাছা দলে কপিল দেব নিজেকে না রেখে রেখে ঠিকই করেছে। আমিও সেটাই করতে চেয়েছিলাম। কিন্তু যে টিভি চ্যানেলে এটা করেছিলাম, ওরাই বলল নিজেকে রেখে আমাকে টিম করতে হবে। তবে ধোনির সঙ্গেও আমি একমত। স্বপ্নের দল গড়া সত্যিই কঠিন। কিন্তু এর মানেই যে কাউকে অসম্মান করা, সেটা ঠিক নয়।”
যুবরাজ, হরভজন, সহবাগ, গম্ভীরদের ভারতীয় দলে ফেরার প্রসঙ্গে সৌরভ বলেন, “তরুণ ক্রিকেটাররা সম্প্রতি ভাল খেলেছে ঠিকই। কিন্তু তাতেই যে যুবরাজ-সহবাগ-হরভজনদের সব শেষ হয়ে গিয়েছে, তা মনে করার কোনও কারণ নেই।”
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসা করে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সৌরভ বলেন, “ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা বেশ আক্রমণাত্মক। ওদের হারাতে গেলে ভারতকে সত্যিই অসাধারণ খেলতে হবে।”
|