মাঠে নামার আগে বাগযুদ্ধে মোরিনহো-গুয়ার্দিওলা
সুপার কাপের লড়াইয়ে শুক্রবার নামার আগেই বাগযুদ্ধ শুরু হয়ে গেল হোসে মোরিনহো আর পেপ গুয়ার্দিওলার। জার্মান সংবাদমাধ্যমে চেলসির হাই প্রোফাইল কোচ মোরিনহো বায়ার্নের নতুন কোচ গুয়ার্দিওলাকে ঠুকে বলেছেন, “জুপ হেইনকেসের বায়ার্নই ইউরোপের সেরা টিম ছিল। এখন বায়ার্নে নতুন কোচ, নতুন প্লেয়াররা এসেছেন। তাই আমি ঠিক নিশ্চিত নই এখনও ওরা ঠিক ততটাই ভাল টিম কিনা।”
পেনাল্টিতে বায়ার্নকে হারিয়ে ২০১২ চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জেতা বা বায়ার্নের ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব দখলের সময় দু’জনের কেউই এখনকার দলের দায়িত্বে ছিলেন না। তাতে ইউরোপিয়ান ফুটবলের দুই ‘সুপারস্টার’ কোচের পুরনো শত্রুতা এক ফোঁটাও কমেনি। ২০১০-’১২ এই দুই মরসুমে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন গুয়ার্দিওলা আর মোরিনহোর ‘বিখ্যাত’ লড়াই আবার নতুন রূপে ফিরে এসেছে নতুন ক্লাবে।
বায়ার্নে গুয়ার্দিওলার সময়টাও ভাল যাচ্ছে না। মঙ্গলবার বুন্দেশলিগায় তাঁর দল ১-১ ড্র করেছে ফ্রেইবার্গের বিরুদ্ধে। প্রথম একাদশের সাত জনকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা সফল হয়নি গুয়ার্দিওলার। যদিও শুক্রবার বায়ার্ন কোচ শক্তিশালী দলকেই পাচ্ছেন। শুধু মিডফিল্ড ছাড়া। থিয়াগো আর জাভি মার্টিনেজের চোট। সোয়াইনস্টাইগার ফ্রেইবার্গ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন। প্রাগে অনিশ্চিত।
মেরিনহো আবার পুরনো ক্লাব চেলসিতে ফিরে এসে রীতিমতো ফুটছেন। বলেই দিচ্ছেন, “যে ক্লাবে কোচিং করাতে চেয়েছিলাম সেখানেই আছি। এই দেশটাতেই আসতে চেয়েছিলাম। গত বছরের সেরা টিমের বিরুদ্ধে খেলতে নামাটা বিরাট চ্যালেঞ্জের। এই ম্যাচটাতেই বোঝা যাবে আমার দল এখন ঠিক কোন জায়গায় রয়েছে। আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি এর আগে। এই খেতাবটা আমাদের কাছে নতুন। যেটা এ বছর জিততে পারি। আমরা যা আগে কখনও পারিনি।”
চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ
গ্রুপ এ- ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, শাখতার ডনেস্ক, লেভারকুসেন, রিয়াল সোসিয়াদাদ।
গ্রুপ বি- রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, গালাতাসারে, কোপেনহেগেন এফসি।
গ্রুপ সি- বেনফিকা, প্যারিস সাঁ জাঁ, অলিম্পিয়াকোস, আন্ডারলেখট।
গ্রুপ ডি- বায়ার্ন মিউনিখ, সিএসকেএ মস্কো, ম্যাঞ্চেস্টার সিটি, ভিক্টোরিয়া পিলজেন।
গ্রুপ ই- চেলসি, শালকে, এফসি বাসেল, স্টুয়া বুখারেস্ট।
গ্রুপ এফ- আর্সেনাল, মার্সেই, বরুসিয়া ডর্টমুন্ড, নাপোলি।
গ্রুপ জি- এফসি পোর্তো, আটলেটিকো মাদ্রিদ, জেনিথ সেন্ট পিটারসবার্গ, অস্ট্রিয়া ভিয়েনা।
গ্রুপ এইচ- বার্সেলোনা, এসি মিলান, আয়াখস, সেল্টিক।

মেসি, রোনাল্ডো কেউ নন। ইউরোপ সেরা ফ্রাঙ্ক রিবেরি। ইউরোপীয় সাংবাদিকদের
বিচারে। বায়ার্ন মিউনিখের ত্রিমুকুট জয়ের অন্যতম অস্ত্র।-এএফপি




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.