মেনুতে ছিল প্রায় সব কিছুই। মেসি-নেইমার জুটির প্রথম দলে থাকা। চোট সারিয়ে লিওনেল মেসির পুরো নব্বই মিনিট খেলা। যদিও গোল দেখা গেল না সারা ম্যাচে। তবে তাতেই নতুন ক্লাবের হয়ে প্রথম পালক জুড়ে গেল নেইমারের মুকুটে।
এমন এক দিনের চেনা ছবি হওয়া উচিত ছিল, মেসি-নেইমার জুটির দাপট অথবা বিপক্ষকে বার্সেলোনার গোলের মালা পরানো। কিন্তু হল না কিছুই। ঘরের মাঠে আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে অ্যাওয়ে গোলের সুবাদে স্প্যানিশ সুপার কাপ জিততে হল বার্সেলোনাকে। সবাইকে অবাক করে দিয়ে পেনাল্টি মিস করলেন মেসি। |
ন্যু কাম্পে পিকে ও মাসচেরানো জুটিকে রক্ষণে রেখে মেসি, নেইমার ও সাঞ্চেজকে নিয়েই আক্রমণ সাজিয়েছিলেন মার্টিনো। পাশাপাশি আটলেটিকো মাদ্রিদের দলে ছিল বার্সার প্রাক্তন স্ট্রাইকার ডেভিভ ভিয়া। প্রথমার্ধে অনেক সুযোগ তৈরি হল ঠিকই। কিন্তু কাজের কাজ কিছুই হল না। বার্সেলোনা বল দখলে নিজেদের দাপট দেখালেও, আটলেটিকোর অস্ত্র ছিল প্রতিআক্রমণ। দ্বিতীয়ার্ধেও আটলেটিকোর ‘ম্যান মার্কিং’ ট্যাকটিক্স বার্সাকে গোল করা থেকে আটকায়। যদিও ৮৮ মিনিটে ম্যাচের ছবিটা অন্য রকম হওয়ার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল বার্সেলোনা ফরোয়ার্ড পেদ্রোকে মিরান্ডার ফাউলের জন্য বার্সেলোনা পেনাল্টি পাওয়ায়। স্বয়ং মেসি নিতে যান সেই স্পটকিক। কিন্তু ব্যর্থ হন এলএম টেন। বল ক্রসবারে গিয়ে লাগে। আটলেটিকো ঘরের মাঠে ১-১ ড্র করেছিল বলেই অ্যাওয়ে গোলের নিয়মে এই গোলশূন্য ম্যাচ সুপার কাপ এনে দিল বার্সেলোনাকে।
ম্যাচ শেষে বার্সার মাসচেরানোর মুখে কিন্তু আটলেটিকোর প্রশংসাই শোনা গেল। বললেন, “এই আটলেটিকো যে কোনও প্রতিপক্ষকেই নাজেহাল করার ক্ষমতা রাখে। দলটা বিশ্বমানের।” আর মেসি-নেইমার যুগলবন্দির তেমন কার্যকর না হওয়া নিয়ে কোচ মার্টিনোর বক্তব্য, একে ওপরের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আরও সময় দিতে হবে এই জুটিকে। বলেন, “এটা ঠিক যে, আজ মেসি ও নেইমারের মধ্যে বোঝাপড়াটা তেমন ছিল না। তবে আমি নিশ্চিত আরও কয়েক দিন গেলে দুর্দান্ত জুটি তৈরি হবে।”
এ দিন আবার সুপার কাপ জেতার সমস্ত কৃতিত্ব টিটো ভিলানোভাকে উৎসর্গ করলেন মার্টিনো। তাঁর বক্তব্য, “আমি এই ক্লাবের কোচ হয়েছি টিটোর অসুস্থতার জন্যই। তাই সুপার কাপ আমি টিটোর নামেই উৎসর্গ করতে চাই।” বার্সেলোনার হটসিটে বসে নিজের প্রথম ট্রফি জেতা নিয়ে মার্টিনো যোগ করেন, “মনে হচ্ছে কোনও বড় বোঝা নেমে গেল ঘাড় থেকে। নতুন দেশে এসে প্রথম ট্রফি জিতলে আত্মবিশ্বাস বাড়ে।” আর মেসির পেনাল্টি মিস নিয়ে কোচ বলেন, “মেসি খুব ভাল খেলেছে। পেনাল্টিতে গোল করতে না পারাটা দুর্ভাগ্য ছাড়া আর কী?”
|