বিচার শুরুর প্রথম দিনেই কাটোয়া আদালতে সাক্ষ্য দিতে হাজির হলেন না কাটোয়া-আমোদপুর ট্রেনের গার্ড দিলীপকুমার সরকার। বৃহস্পতিবার থেকে কাটোয়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু হল কেতুগ্রামে ছোট রেলে ডাকাতি ও ট্রেন থেকে নামিয়ে এক মহিলাকে ধর্ষণের মামলার বিচার। রেলপুলিশের কাছে ওই ট্রেনের গার্ড দিলীপবাবু ও চালক মানিক প্রধান ট্রেন আটকে ডাকাতির অভিযোগ করেছিলেন। সেই ট্রেনের যাত্রী এক বিধবা মহিলা অভিযোগ করেছিলেন, তাঁর মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রেন থেকে নামিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত আট জনের মধ্যে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে চার জন জেল হেফাজতে রয়েছে। তিন জন জামিন পেয়েছে। কাটোয়া আদালতের সরকারি আইনজীবী কাঞ্চন মুখোপাধ্যায় বলেন, “প্রথম দিন রেলের গার্ড কী কারণে সাক্ষ্য দিতে এলেন না বলতে পারব না।” আজ, শুক্রবার ধর্ষণের অভিযোগকারিণী ও ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁর ছোট মেয়ের সাক্ষ্য দেওয়ার কথা। কেতুগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অভিযোগকারিণীকে নিরাপত্তা দিয়ে বাড়ি থেকে আদালতে নিয়ে আসবে ও আবার বাড়ি পৌঁছে দেবে পুলিশ। |
অ্যাসিড ছোড়ায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • কালনা |
আদিবাসী মহিলাকে অ্যাসিড ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অবোধ মণ্ডল। পুলিশ জানায়, বুধবার রাতে অসুস্থ অবস্থাতেই অবোধের নামে অভিযোগ দায়ের করেছিলেন সূর্যপুর গ্রামের ওই বধূ। বৃহস্পতিবার কালনা ২ ব্লকের বৈদ্যপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে অবোধকে ধরা হয়। এ দিনই আদালতে তোলা হলে বিচারক তাকে দু’দিন পুলিশ হেফাজতে পাঠান। বুধবার ভোরে বাড়ির দাওয়াই বসে কাজ করার সময় ওই বধূর মুখে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। তিনি এখন কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম সুদর্শন দেবনাথ (৪৩)। বাড়ি কাটোয়ার মাধাইতলায়। তিনি স্থানীয় একটি অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার ওই কারখানার পাশে অ্যালুমিনিয়াম গুদামে কাঁচামাল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পুলিশের ধারণা, ঘরটি বিদ্যুৎবাহী হয়ে গিয়েছিল। সে কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
|
২ স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেতুগ্রামের দু’টি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার কেতুগ্রাম ১ ব্লকে কান্দরা ও বেরুগ্রামে দু’টি স্কুলে মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। দু’টি স্কুলেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দেননি। |