অধিকাংশ স্কুলে নেই গ্রন্থাগারিক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রতিটি স্কুলে ন্যূনতম একটি করে গ্রন্থাগার পিরিয়ড রাখার সুপারিশ করা হয়েছে ন্যাশন্যাল কারিকুলাম ফ্রেম ওয়ার্কে। এই পিরিয়ডে ছাত্রছাত্রীরা গ্রুপ ডিসকাশন করতে পারবে বা বই পড়তে পারবে। কিন্তু বর্ধমানের মত জেলাতেও সমস্ত স্কুলে এখনও স্থায়ী গ্রন্থাগারিক নেই। অল বেঙ্গল স্কুল লাইব্রেরিজ অ্যসোসিয়েশনের বর্ধমান জেলা কমিটির সম্মেলনে জানানো হয়েছে, এই জেলায় প্রায় ৪০০টি স্কুল থাকলেও, গ্রন্থাগারিক রয়েছেন মাত্র ১৫০টি স্কুলে। এমনকী এই গ্রন্থাগারগুলি সংকীর্ণ, আলোবাতাসহীন ও অস্বাস্থ্যকর। এছাড়া অনেকক্ষেত্রে গ্রন্থাগারিকদের দিয়ে শিক্ষকের অভাব মোটানো হচ্ছে। সংগঠনের নবনির্বাচিত সম্পাদক বৈদ্যনাথ দত্ত বলেন, “জেলা স্কুলসমূহের পরিদর্শকের দফতর থেকে গত ২০১১ সালে সার্কুলার জারি করে বলা হয়েছিল, শিক্ষা ও ছাত্রদের স্বার্থে গ্রন্থাগারিককে যেন গ্রন্থাগার ব্যতিত অন্য কোনও কাজে স্কুল ব্যবহার না করে। তবু অবস্থা বদলায়নি। জেলা স্কুল সমূহের পরিদর্শকের দফতর সূত্রে বলা হয়েছে, গ্রন্থাগারিককে স্কুলের অন্য কাজে ব্যবহার করার কোনও লিখিত অভিযোগ পাওয়া যায় না। ফলে ইচ্ছে থাকলেও এ ব্যাপারে পরিদর্শকেরা কোনও ব্যবস্থা নিতে পারেন না।
|
কাটোয়া-ধর্ষণে সাক্ষ্য শুরু আজ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
আজ, বৃহস্পতিবার থেকে কাটোয়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু হতে চলেছে কাটোয়া ধর্ষণ-কাণ্ডের বিচার প্রক্রিয়া। প্রথম দিন আদালতে ওই ট্রেনের গার্ড দিলীপকুমার সরকার ও চালক মানিক প্রধানের সাক্ষ্য দেওয়ার কথা। ঘটনার পরে তাঁরা দু’জনই কাটোয়া রেলপুলিশের কাছে ট্রেনে ডাকাতির অভিযোগ করেছিলেন। ধর্ষণের অভিযোগকারিণী ও তাঁর ছোট মেয়ে সাক্ষ্য দেবেন শুক্রবার। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাটোয়া-আমোদপুর ছোট রেলে ডাকাতির সময়ে মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ওই বিধবা বধূকে রেললাইনের পাশে নামিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী আট জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাদের মধ্যে সাত জন গ্রেফতার হয়েছে। এক জন এখনও পলাতক বলে জানিয়েছে পুলিশ। মামলার সরকারি আইনজীবী কাঞ্চন মুখোপাধ্যায় বলেন, “গত বছর ৩০ মে পুলিশ চার্জশিট জমা দিয়েছিল আদালতে।”
পুরনো খবর: রেলপুলিশ চার্জশিট দেয়নি ডাকাতিতে, বিরক্ত পুলিশ
|
পাঠাগারে কবিতা উৎসব পূর্বস্থলীতে
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
কবিতা উৎসব হয়ে গেল পূর্বস্থলীর ভাতশালা গ্রামে। বুধবার পূর্বস্থলী ১ ব্লকের সাংস্কৃতিক পারিষদ ও স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে শ্রীগুরু পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়। রাজ্যের নানা প্রান্ত থেকে শতাধিক কবি এই অনুষ্ঠানে যোগ দেন। সারাদিন ধরেই স্বরচিত কবিতা পাঠ করা হয়। অনেকে অনুষ্ঠানে এসেও কবিতা লেখেন। এছাড়া বাউল গান ও নাচের আসরেরও আয়োজন ছিল। কবিতা উৎসবের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটীর, ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। কবিতা পাঠ করেন মন্ত্রী পত্নী নীলিমা দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিষ নাগ।
|
বিবাদের জেরে বধূর মুখে অ্যাসিড |
জমি নিয়ে বিবাদের জেরে এক বধূর মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল গ্রামেরই যুবকের বিরুদ্ধে। বর্ধমানে কালনার সূর্যপুর গ্রামের বছর আটত্রিশের ওই বধূর মুখের বাঁ দিক অ্যাসিডে পুড়ে গিয়েছে। তিনি কালনা হাসপাতালে ভর্তি। পুলিশকে ওই বধূ জানান, একটি চাষের জমি লিজ নেওয়া নিয়ে তাঁদের পরিবারের সঙ্গে গ্রামেরই যুবক অবোধ মণ্ডলের বিবাদ বাধে। বুধবার ভোরে বাড়ির সামনে উনুনের ছাই তুলছিলেন তিনি। তাঁর অভিযোগ, অবোধ এসে অ্যাসিড ছুড়ে পালায়। পুলিশ জানায়, গাড়ির ব্যাটারিতে যে অ্যাসিড থাকে তা ছোড়া হয়েছে। অভিযুক্ত পলাতক। |