টুকরো খবর |
বকেয়া মজুরি চেয়ে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
একশো দিনের কাজ করেও টাকা না পাওয়ায় গাছ কেটে পথ অবরোধ করল মহিলা শ্রমিকেরা। মঙ্গলবার বিকেলে সুতাহাটার গোয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোড়াদোরো গ্রামে কুকড়াহাটি-সুতাহাটা সড়কে টাকার দাবিতে বিক্ষোভ দেখায় ওই মহিলারা। তাঁদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাটি কাটার কাজ করলেও এখনও মজুরি পাননি তাঁরা। গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও সকলকে জানালেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। |
|
গুঁড়ি ফেলে অবরোধ।—নিজস্ব চিত্র। |
এর আগে গত ৫ জুলাই কাজের ‘মাস্টার রোল’ নিয়ে প্রশ্ন তুলে বকেয়া মজুরির দাবিতে সুতাহাটার বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন ওই মহিলারা। তবে সমস্যা মেটেনি। এ দিন অবরোধে সামিল গঙ্গারাণি পণ্ডা, কাজল আড়ি, সুমিত্রা মল্লিকদের অভিযোগ, “চার মাস কেটে গেলেও টাকা পাচ্ছি না। সুপারভাইজাররা এত দিন শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন।” এলাকার গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত সিপিএম প্রধান সাবির আলি বলেন, “আগের তৃণমূল বোর্ড দুর্নীতি করে কাজ করিয়েছে। আমাদের কাছে যে জব কার্ডগুলির ভিত্তিতে মাস্টার রোল হয়েছে তাঁরা টাকা পাবেন।” বিডিও স্বপনকুমার মাইতি বলেন, “এই প্রকল্পের নিয়ম অনুযায়ী কাজ হয়নি। যারা কাজ করেছে তাঁরাও নথি দেখাতে পারছেন না। আমার মনে হয় কারও মুখের কথায় ওঁরা কাজ করায় এই সমস্যা হচ্ছে। আমি কী করব?”
|
বিশাখাপত্তনমে মৃত্যু খেজুরির দুই শ্রমিকের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিশাখাপত্তনমের তৈল শোধনাগারে গত শুক্রবারের বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে খেজুরির দুই শ্রমিকের। মৃতদের নাম জয়দেব পাত্র (২৯) ও চিরঞ্জীব পাইক (২৭)। জয়দেব টেংরামারি গ্রামের বাসিন্দা। চিরঞ্জীবের বাড়ি কষাফলিয়া গ্রামে। দুর্ঘটনার খবর পেয়ে তাঁদের পরিবারের লোকেরা সোমবার বিশাখাপত্তনম রওনা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেব ও চিরঞ্জীব-সহ খেজুরির কয়েকজন যুবক এক ঠিকাদার সংস্থার অধীনে বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়ামের তৈল শোধনাগারে কাজ করতেন। গত শুক্রবার ওই শোধনাগারের কুলিং টাওয়ারে বিস্ফোরণের ঘটনায় চার জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে রয়েছেন জয়দেব ও চিরঞ্জীব। আহতদের মধ্যে খেজুরির কয়েকজন যুবক আছেন বলে খবর।
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বাজ পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের। মৃতদের নাম স্বপন দোলই (৪৭) এবং মানিক দোলই (১৮)। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঘাটাল থানার মোহনপুরে। বাবা ও ছেলে বাড়ি সংলগ্ন জমিতে চাষের কাজ করছিলেন। বাজ পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। |
|