ভারী বৃষ্টিতে ভাসে চিল্কিগড়ের কজওয়ে
ডুলুং নদীতে সেতু তৈরির দাবি
ভারী বৃষ্টি হলেই দুশ্চিন্তা বাড়ে জামবনি ব্লকের বাসিন্দাদের। জামবনির বুক চিরে গিয়েছে ডুলুং নদী। নাগাড়ে বৃষ্টি হলেই দৃশ্যত নিরীহ এই নদী হয়ে ওঠে ভয়ঙ্কর। জামবনি-গিধনি যাওয়ার রাস্তায় চিল্কিগড় কজওয়ের উপর দিয়ে তুমুল বেগে বইতে থাকে বিপুল জলরাশি। বন্ধ হয়ে যায় বাস-ট্রেকার-সহ যানবাহন চলাচল। এক প্রান্তের জামবনির ৩৬টি গ্রামের সঙ্গে অন্য প্রান্তের ৫০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন। ইতিপূর্বে বানভাসি কজওয়ে পেরোতে গিয়ে হড়পা বানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। সেই কারণে বাসিন্দারা চান, ওখানে কজওয়ের বদলে সেতু তৈরি করা হোক। প্রশাসন এই ব্যাপারে উদ্যোগী না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। বাসিন্দাদের অভিযোগ, বাম আমলে বহুবার প্রশাসনিক মহলে দরবার করেও কাজ হয়নি।
তখন-এখন...
জামবনির চিল্কিগড়ে ডুলুং নদীর উপর কজওয়ে। বৃষ্টি হলেই তা ভেসে গিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল।
তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পরে সেতুর দাবিতে কজওয়ের সামনে অবরোধ করেছিলেন এলাকাবাসী। এমনকী পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা গত বছর সরেজমিনে পরিস্থিতি দেখে গিয়েছিলেন। লাভ হয়নি কিছু। বাসিন্দাদের বক্তব্য, বর্তমান সরকারের উদ্যোগে নয়াগ্রামের সুবর্ণরেখার উপর এবং লালগড়ে কংসাবতীর উপর সেতু তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু দীর্ঘ দিনের দাবি সত্ত্বেও জামবনির ডুলুং নদীর উপর সেতু তৈরির ব্যাপারে কোনও পদক্ষেপ করা হয়নি।
অথচ, নাগাড়ে বৃষ্টি হলেই চিল্কিগড় কজওয়ে ‘অবরুদ্ধ’ হয়ে দুবড়া, জামবনি ও কেন্দডাংরি গ্রাম পঞ্চায়েতের ৩৬টি গ্রামের সঙ্গে ব্লক-সদর গিধনির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জামবনি থেকে কজওয়ের অপর প্রান্তে চিল্কিগড়ে রয়েছে ব্লক স্বাস্থ্যকেন্দ্র। গিধনিতে রয়েছে ব্লকের প্রশাসনিক দফতর থেকে শুরু করে রেল স্টেশনও। অন্য দিকে পুলিশ থানাটি রয়েছে জামবনিতে। কজওয়েতে জল উঠলে বা হড়পা বান এলে চিল্কিগড়, ধড়সা, গিধনি, পড়িহাটি ও লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অনেক ঘুরপথে জামবনি থানা ও মহকুমা সদর ঝাড়গ্রামে পৌঁছতে হয়। বছর খানেক আগে লালবাঁধ গ্রামের আসন্নপ্রসবা এক বধূর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে রেফার করেছিলেন চিল্কিগড় স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ। কিন্তু কজওয়েতে জল উঠে যাওয়ায় তাঁকে ঝাড়গ্রামে নিয়ে যেতে পারেননি পরিজনেরা। ফলে, তাঁর সন্তানকে বাঁচানো যায়নি। বৃষ্টির সময় ডুলুং নদীর উপর ওই কজওয়ে পেরোতে গিয়ে হড়পা বানে গাড়ি ও ট্র্যাক্টর ভেসে গিয়ে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে।
পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা অবশ্য আশ্বাস দিয়েছেন, “চিল্কিগড়ে ডুলুং নদীর উপর সেতু তৈরির জন্য যথাযথ পদক্ষেপ করা হবে।” জামবনির বিডিও দীপ ভাদুড়িও সেতু তৈরির যৌক্তিকতা রয়েছে মেনে নিয়ে বলেন, “বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
ছবি: দেবরাজ ঘোষ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.